আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরবঙ্গের বাগডোগরায়। দ্রুত গতির গাড়ি পিষে দিল পরপর পুণ্যার্থীকে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ'জন। আহত আরও একাধিক। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরার কাছে মুনি চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। ওই সড়কে পায়ে হেঁটে জংলিবাবা মন্দিরে যাচ্ছিলেন কয়েক জন পুণ্যার্থী। ওই সড়কেই আচমকা একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের পিষে উল্টে পড়ে নয়ানজুলিতে।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ গাড়িতেও পুণ্যার্থীরা ছিলেন। বিহারের সুজাপুরের বাবাধাম থেকে আসছিলেন তাঁরা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে চলে আসে গাড়িটি। এরপরই পুণ্যার্থীদের পিষে দেয়। গাড়িটির মধ্যে থাকা পুণ্যার্থীরাও দুর্ঘটনায় আহত হয়েছেন।