গ্যালারির চিৎকার, গোল করার দায়—সব কিছুর মধ্যেই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। একটা সময় ছিল, যখন গোল মানেই বাঙালির পা থেকে উঠে আসা শট। সেই সময়ের শেষ অধ্যায়ের নাম—দীপেন্দু বিশ্বাস।পডকাস্টের এই পর্বে ফিরে দেখা—দীপেন্দু বিশ্বাসের জীবনের উত্থান-পতন, বাঙালি স্ট্রাইকার হয়ে ওঠার লড়াই আর আজকের ভারতীয় ফুটবলে বাঙালির অনুপস্থিতির গল্প।