শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Bantara: জামনগরে দেশের সব থেকে বড় বন্যপ্রাণ পুনর্বাসন কেন্দ্র ‘‌বনতারা’‌

Riya Patra | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ : ০২Riya Patra


সব্যসাচী সরকার: দেশের সর্ববৃহৎ বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র গড়ল রিলায়েন্স ফাউন্ডেশন। বন্যপ্রাণ সংরক্ষণ, তাদের যত্ন নেওয়া, বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করে এনে শুশ্রুষা করা এবং বৃহৎ অর্থে বন্যপ্রাণ পুনর্বাসন ও সংরক্ষণের জন্য দেশে প্রথম তৈরি হল রিলায়েন্স ফাউন্ডেশনের ‘‌বনতারা’‌। সারা পৃথিবীতে এই ধরনের প্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র আছে কি না, তা খুঁজে দেখার বিষয়। নেপথ্যে রিলায়েন্স ফাউন্ডেশনের অধিকর্তা অনন্ত আম্বানি। অনন্ত আম্বানির কথায়, ‘‌ছোটবেলা থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করতে আমার আগ্রহ ছিল। পরবর্তীকালে আমি ওই লক্ষ্যে তা শুরু করি। আমরা চাই, গোটা দেশের লুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতিকে এক বৃত্তে এনে তাদের বাঁচিয়ে রাখা।’ তিন হাজার একর জমিতে গড়ে তোলা হয়েছে সবুজের সমারোহ। গুজরাটের জামনগরে ‘‌বনতারা’‌ এখন পরিবেশবিদ ও প্রাণী–‌গবেষকদের‌ এক ঠিকানা। এখানে রয়েছে উদ্ধার করা প্রায় ২০০ হাতি। এছাড়াও হাজারের ওপরে অন্যান্য প্রাণী, পাখি এবং সরীসৃপ। প্রাণীগুলি কোনও কোনও ঘটনায় আহত হয়েছিল। তাদের আনা হয়েছে এই কেন্দ্রে। এছাড়াও গন্ডার, চিতা ও কুমিরের নির্ভয় বাসযোগ্য স্থান এই ভূখণ্ড। জানা গেছে, বন্যপ্রাণীদের নিজস্ব জগৎ গড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে পুল, বড় জলাশয় এবং প্রতিটি প্রাণীর জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। ১৫টি রান্নাঘর রয়েছে, যেখানে প্রতিদিন ১ টনেরও বেশি খাবার তৈরি হয়। ৬৮০ কেজি খিচুড়ি, সাড়ে ৩০০ কেজি লাড্ডু, পশু ও পাখিদের জন্য এক টনের কাছাকাছি ফল এবং দেড় টন শাকসবজি প্রয়োজন হয়। এখানে হাতির জন্য তৈরি হয়েছে ২৫ হাজার বর্গফুটের একটি হাসপাতাল। পশু–পাখিদের চিকিৎসার জন্য আধুনিক সব ব্যবস্থা করা হয়েছে। যেমন ছানি, বাত, কিডনি, টিউমারের চিকিৎসা। এছাড়াও গরম তেল মালিশ করে মনমেজাজ ভাল রাখার থেরাপি ইউনিটও রয়েছে। হাসপাতালে নেই, এমন কোনও বিভাগ নেই। যেমন এক্স–‌রে মেশিন, লেজার ডিভাইস, ওষুধপত্রের জন্য ফার্মাসি, ওজন মাপার ক্রেন এবং অপারেশনের জন্য আলাদা থিয়েটার। সম্প্রতি তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে হাজারের বেশি কুমির, সাড়ে ৩০০ হাতি এবং ১২০০টির বেশি সরীসৃপ উদ্ধার করে ‘‌বনতারা’‌য় রাখা হয়েছে। স্লোভাকিয়া, মেক্সিকো থেকেও আহত প্রাণীদের নিয়ে আসা হয়েছে।
এ তো গেল এক দিক। পশু–‌পাখিদের ওপর গবেষণা ও মনস্তত্ত্ব বোঝার জন্য দেশ–‌বিদেশের নানা বিশ্ববিদ্যালয় এখানে এসে কাজ করছে। এছাড়াও গবেষণার জন্য যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার (‌ডব্লিউডব্লিউএফ)‌।  দেশের নানা প্রান্তে যে সমস্ত চিড়িয়াখানা রয়েছে, সেখানকার প্রাণীবিদরাও এখানে এসে গবেষণার কাজ করছেন। প্রতিদিন সমস্ত রকমের প্রাণীর শরীর–‌স্বাস্থ্য পরীক্ষা, তাদের চাহিদার কথা ভাবা এবং আবহাওয়ার পরিবর্তনে কী প্রভাব, তা দেখার জন্য দু’‌হাজারের বেশি মানুষ যুক্ত রয়েছেন। ভারতে বহু জায়গায় ‘‌বনতারা’‌র কর্মীরা পশু–‌পাখিদের অবস্থান, আহত হলে উদ্ধার করা এবং পরিবেশগত কারণে বিপন্নবোধ করা প্রাণীদের এক ছাতার তলায় নিয়ে আসার কাজ করছেন। এখানে ভেনেজুয়েলান ন্যাশনাল ফাউন্ডেশন অফ জু’‌স, স্মিথসোনিয়ান এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু’‌স যুক্ত হয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, অসম স্টেট জু, নাগাল্যান্ড জুলজিক্যাল পার্ক, সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক একসঙ্গে ‘‌বনতারা’‌‌য় কাজ করছে। পরিবেশ, প্রকৃতির বদল ও ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে ‘‌বনতারা’‌ এখন প্রাণীদের নিজস্ব পৃথিবী।
‌‌




নানান খবর

নানান খবর

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

আবিদা পারভীনসহ একাধিক পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া