শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ৪২
এখনও বিশ্বাস করতে পারছেন না শ্রীময়ী চট্টরাজ! তিনি আর কাঞ্চন মল্লিক আইনত স্বামী-স্ত্রী। আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেছেন, ‘‘প্রেমদিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বলেছে, আমায় বিয়ে করবে? আমি হতবাক। ওই দিনই আমরা বাড়িতে আইনি বিয়ে সারি।’’ আজকাল ডট ইন প্রথম জানিয়েছিল, জানুয়ারিতে কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আইনত বিচ্ছিন্ন। সেই সময় বিধায়ক-অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল, আগামী নিয়ে কী ভাবছেন? কাঞ্চন মুখ খুলতে চাননি। অবশেষে ফাঁস, ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী। সেই খবরে অভিনেত্রী মান্যতা দিয়েছেন। এও বলেছেন, "এটা কাঞ্চনের কত নম্বর বিয়ে, তাই নিয়ে একটুও মাথা ঘামাচ্ছি না। ১২ বছর ওর সঙ্গে আছি। আজীবন মা-বাবা থাকবেন না। বুড়ো বয়সে আমারও অবলম্বন দরকার। আমি জানি, কাঞ্চন আমায় খুব ভাল সামলাতে পারবে।"
কাঞ্চন-শ্রীময়ীর প্রেম-পরিণয় ছায়াছবির গল্পকেও হার মানাবে! যে দিন থেকে সম্পর্কের সূত্রপাত সে দিন থেকে তাঁরা শহরের ‘হট অ্যান্ড হ্যাপনিং কাপল’। সাতপাক ঘোরার আগে পর্যন্ত যুগলে সেই সেনসেশন ধরে রাখলেন। শ্রীময়ীর কথায়, ‘‘কাঞ্চন আমায় কিচ্ছু জানায়নি। শুধু বলেছিল, সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়াদাওয়া হবে। আমার দিদির সঙ্গে কথা বলতে চেয়েছিল। আমি বুঝতেই পারিনি।’’ হবু বৌকে আড়াল করে এরপরেই কাঞ্চন প্রথমে কথা বলেন শ্রীময়ীর ৯৫ বছরের দাদুর সঙ্গে। তিনি সম্মতি জানিয়ে বলেন, ‘‘তোমরা প্রাপ্তবয়স্ক। যেটা ভাল বুঝবে করবে। আমার আশীর্বাদ রইল।’’ একই কথা বলেন শ্রীময়ীর মা-বাবাও। তাঁদের কাঞ্চন জানিয়েছিলেন, এই একটি সম্পর্ককে কেন্দ্র করে অনেক ঝড় বয়েছে অভিনেত্রীর উপর দিয়ে। অনেক বদনাম কুড়িয়েছেন তিনি, শুধু কাঞ্চনের মুখ চেয়ে। গত ১২ বছর ধরে শ্রীময়ীকে পাশে পেয়েছেন তিনি। একবারের জন্যও অভিনেত্রী সরে যাননি। তাই শ্রীময়ীকে তিনি প্রাপ্য সম্মান দিতে চান।
এবছর বাঙালির প্রেমদিবস আর ইংরেজির ভ্যালেন্টাইন্স ডে হাত ধরাধরি করে হাজির। ওই দিন শ্রীময়ী কাঞ্চনের বাড়িতে পা দিয়েই চমকে গিয়েছেন! সারা বাড়ি সুন্দর করে বেলুন, ফুল, রঙিন শিকল দিয়ে সাজানো। তাঁর জন্য উপহার লাল টুকটুকে শাড়ি, প্ল্যাটিনামের আংটি। দেখে অভিনেত্রীর চোখে জল। জানালেন, বিশেষ দিনে বিশেষ মানুষের থেকে হাতভর্তি উপহার পেয়ে তিনি বাকরুদ্ধ। কাঞ্চন সেজেছিলেন একই রঙের পাশ্চাত্য পোশাকে। গল্পের তখনও বাকি। বাড়ি ভর্তি লোকের সামনে এরপরেই হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব। শ্রীময়ী ‘হ্যাঁ’ বলতেই আইনি বিয়ের কাগজ নিয়ে উপস্থিত রেজিস্ট্রার। পাশাপাশি বসে যখন সই করছেন তখন আনন্দে গায়ে কাঁটা দিয়েছে অভিনেত্রীর। তবে আংটিবদল সেদিন হয়নি। শ্রীময়ী জানিয়েছেন, বিয়ের দিন সেই পর্ব মিটবে।
রীতি মেনে সইসাবুদের পরে মালাবদল। লাল আর সাদা গোলাপে গাঁথা মালায় সেদিন শুধুই সুখের কাঁটা খচখচ করেছে। মেয়ে-জামাইকে নিয়ে তখন চোখে জল মুখে হাসি শ্রীময়ীর মা-বাবার। আত্মীয়দের শাঁখ আর উলুধ্বনিতে বাড়ি গমগম করে উঠেছে। ছিল ঢালাও খানাপিনার আয়োজন। ঘনিষ্ঠ জনদের নিয়ে রীতিমতো উৎসবে মেতে উঠেছিলেন বিধায়ক-অভিনেতা। এখনও বিয়ের আসর কোথায় বসবে, ঠিক করে উঠতে পারেননি নবদম্পতি। শ্রীময়ীর খুব ইচ্ছে, ডিজাইনার দিয়ে বিয়ের বেনারসি বানাবেন। সেই ডিজাইন দেখে তৈরি হবে বরের পোশাক। বিশেষ রূপটান শিল্পীকে দিয়ে তিনি স্বপ্নে দেখা রাজকন্যা সেজে উঠবেন। পাশাপাশি, শুটের চাপ সামলে পরিবারের বাকিদের নিয়ে কেনাকাটাও সারছেন। মেনু ঠিক হয়েছে? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল কাঞ্চনের সঙ্গে। তাঁর কথায়, ‘‘একদম বাঙালি মতে খাওয়াদাওয়া হবে। আমরা কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও, কষা মাংস কব্জি ডুবিয়ে খেতে ভালবাসি। ভাবছি মেনুতে সেসব পদ রাখব।’’
কাজের ফাঁকেই নতুন বিয়ের আনন্দে মশগুল শ্রীময়ী। সেই রেশ তাঁর চোখেমুখে। যা দেখে টেলিপাড়ায় রীতিমতো হইহই হচ্ছে। সহ-অভিনেতারা জানিয়েছেন, অনেক কষ্ট করে কিছু পেলে তার আনন্দই আলাদা। আজকাল ডট ইন বিয়ের আগাম শুভেচ্ছা জানাতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবদম্পতি। আজকাল ফ্যাশন পাতায় তাঁদের ফটোশুটকে "প্রি-ওয়েডিং ফটোশুট"-এর তকমাও দিয়েছেন। একই সঙ্গে আন্তরিক অনুরোধ, ‘‘বিয়ের আগে প্রচুর অভিশাপ কুড়িয়েছি। বিয়ের খবর জানার পরেও অজস্র নিন্দেমন্দ শুনতে হবে। সে সব পেরিয়ে যেন নতুন করে জীবন শুরু করতে পারি। আমাদের নিয়ে আগামীতে আপনারা যেন শুধুই ভাল খবর লিখতে পারেন।’’
নানান খবর

নানান খবর

শুধু একটু আঁকা শেখাবেন, বদলে যে কোনও কাজে রাজি! ‘কহানি’ পরিচালকের অনুরোধ শুনে কী জবাব দিয়েছিলেন সত্যজিৎ?

‘চীন দৌড়চ্ছে, আমেরিকা রাজত্ব করছে, আর আমরা?’— ভারতীয় সিনেমার সত্যি ছবিটা তুলে ধরলেন আমির

‘কাশ্মীরিদের গায়ে হাত? ওটাই তো চায় পাকিস্তান’ পহেলগাঁও কাণ্ডে বিস্ফোরক জাভেদ আখতার!

গোহারা হারল 'গীতা', মুখ রক্ষা হল না 'পরিণীতা'র'! টিআরপি-র লড়াইয়ে 'সেরার সেরা' শিরোপা পেল কোন মেগা?

ফের মৃত্যুমুখে 'আনন্দী'! 'আদি' কি পারবে তাকে বাঁচাতে? নাকি নায়িকার মৃত্যুতে মোড় ঘুরবে গল্পের?

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?