
সোমবার ২৬ মে ২০২৫
আগে প্রিভিউ। তারপরে টানা পাঁচ ঘণ্টার সাক্ষাৎকার। আর হাতেগোনা কয়েকটি দিন। ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাজর্ষি দে-র ‘সাদা রঙের পৃথিবী’। প্রযোজনায় অমিত আগরওয়াল। এটুকু পড়ে মন হতেই পারে, পরিচালক ছবি নিয়ে ম্যারাথন প্রচার চালিয়েছেন। একেবারেই না! রাজর্ষিকে টানা এত সময় সাক্ষাৎকার দিতে হয়েছে সেন্সর বোর্ডে! সেকথা জানিয়ে আজকাল ডট ইনের কাছে পরিচালক বলেছেন, ‘‘কোনও ঘনিষ্ঠ দৃশ্য নেই। চুম্বন দৃশ্যও নেই। কাশীতে বিধবাদের প্রকৃত অবস্থান তুলে ধরেছি। তাঁদের সঙ্গে অনবরত ঘটতে থাকা অন্যায় সামনে আনছি। তাতেই নড়ে বসেছে বোর্ড। ছবি অ্যাডাল্ট শংসাপত্র পেল! সব দেখেশুনে গায়ে কাঁটা দিচ্ছে। মনে হচ্ছে, বিশাল কিছু করে ফেলেছি।’’
একুশ শতক। কিন্তু বিধবাদের সাদা দুনিয়া কতটা রঙিন হল? আদৌ রঙিন হল? নাকি সাদার আড়ালে কালোর ছায়া আজও প্রবল! এমনই প্রশ্নের উত্তর খুঁজবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, রিচা শর্মা, দেবশ্রী গঙ্গোপাধ্যায়-সহ একঝাঁক তারকা। সেখানেই ফাঁস, কাশী বা বৃন্দাবনে যে সমস্ত বিধবা আশ্রয় নেন তাঁদের জীবন একটুও নিরাপদ নয়। তাঁরা পাচার হয়ে যান বিদেশে। অনেক সময় তাঁদের জন্য তৈরি আশ্রমকে সামনে রেখে যাবতীয় সুবিধে ভোগ করে প্রতিষ্ঠানের কর্ণধার। রাজর্ষির দাবি, ‘‘আমার এক বন্ধু প্রথম বিষয়টির উপরে আলোকপাত করেছিল। সঙ্গে সঙ্গে মনে হল আধুনিকতা, সভ্যতার মুখোশ তা হলে খুলে দেখাই! সেই ভাবনা থেকে অনেক গবেষণার ফসল এই ছবি।’’
কলকাতা, বারাণসী মিলিয়ে শুট। শনিবার ছবির প্রচার উপলক্ষে গোটা টিম গঙ্গবক্ষে। সেই অনুভূতি নতুন করে মনে ছড়িয়ে দিতে। লঞ্চে চড়ে হেলতে দুলতে, দখিনা বাতাস আর ঈষৎ ঝাঁঝালো রোদ গায়ে মেখে অভিনেতারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ছবিতে শ্রাবন্তী দ্বৈত চরিত্রে। ‘শিবাণী’ আর ‘ভবানী’ই কি সাদা আর কালো রং? প্রশ্ন রাখতেই নায়িকার দাবি, ‘‘ভবানী’ খুব ভাল। ‘শিবাণী’র কথা এক্ষুণি না হয় না-ই বললাম! তবে চরিত্র দুটো আমায় খুব খাটিয়ে নিয়েছে। ভয়ও ছিল খুব। আমি এখনও ভাল কাজের আগে ভয় পাই। এতে মনোযোগ বাড়ে। আর ভয় ভাল কাজ করিয়ে নেয়।’’ শ্রাবন্তীকে আরও বেশি ভয় পাইয়ে দিয়েছিলেন পরিচালক। একই দিনে দুটো চরিত্রের শুট রেখে। নায়িকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ, দাবি পরিচালকের। নায়িকার মতে, বারাণসীতে শিবমন্দিরে পুজো দিয়ে শুট শুরু। তখনই মনটা অনেক শান্ত হয়ে গিয়েছিল তাঁর।
ছবিতে এই প্রথম সাংবাদিকের চরিত্রে রিচা। শ্রাবন্তী সাদায় সেজে এলেও তিনি গাঢ় লাল রঙে ঝলমলে। এত বৈপরীত্য কেন? সঙ্গে সঙ্গে ঝকঝকে উত্তর, ‘‘ছবিতে আমি কিন্তু সাদা রঙের দুনিয়ার বাসিন্দা নই। আমি সাংবাদিক। সাদার পিছনে কালোকে টেনে বের করাই আমার কাজ।’’ রসিকতা করেছেন, তাঁর অনেক সাংবাদিক বন্ধু আছে। এই সুযোগে তাঁদের কিছু আচরণ তিনি অভিনয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তৃপ্ত সৌরসেনীও। দাবি, বরাবর তিনি পর্দায় আধুনিকা। এই প্রথম ছক ভেঙে বেরোতে পারলেন। অনন্যা রাজনীতির মঞ্চে দারুণ সরব। কাউকে পরোয়া করেন না। পর্দায়? হাসতে হাসতে তাঁর দাবি, ‘‘আমার থেকেও বেশি সরব রাজর্ষিদা। কাশী, বারাণসীর প্রকৃত রূপ দেখিয়েছেন। উত্তরপ্রদেশের রাজনীতির রং বাংলার থেকে আলাদা। সেখানে দাদাগিরি দেখাচ্ছেন। ওই জন্যই তো ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি।’’
তা হলে কি সাদা রঙের পৃথিবীতে কোনও দিন রামধনু রং লাগবে না? একা নারী কোনও দিন নিরাপদ হবে না?
রাজর্ষির দাবি, দেশের মাথায় বসে রাষ্ট্রপতি। তিনি নারী। বাংলা শাসনের রাশ যাঁর হাতে তিনিও নারী। আমার ছবিতেও এক ঝাঁক অভিনেত্রী দাপিয়ে অভিনয় করেছেন। কারণ, আমি বিশ্বাস করি, আগামী এগিয়ে যাবে নারীর তত্ত্বাবধানেই। শ্রাবন্তীর মতে, জীবন একটাই। তাই নিজের মতো করে বাঁচতে হবে। সাদার মধ্যে আরও অনেক রং লুকনো। তাকে খুঁজে বের করার দায়িত্ব প্রত্যেক নারীর। এই প্রশ্নের জবাবে "পৌরমাতা" অনন্যা প্রকাশ্যে। বলেছেন, ‘‘বাংলা কাশী-বৃন্দাবনের মতো নয়। এই রাজ্যের নারীর কাছে এটাই সবচেয়ে বড় আশ্বাস।’’
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!