শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ২৩ : ৪১Rahul Majumder
অঙ্ক মেলানো গড়পড়তা বাঙালির কাছে আজও কঠিন। কে.সি নাগের পিথাগোরাস হোক কিংবা তেল চুকচুকে বাঁশে বাঁদরের ওঠা আর হড়কে যাওয়ার হিসেব। আর জীবনের অঙ্ক? সে আবার সহজ কবে? কিন্তু সেকথাই যদি সিনেমার সহজ কথায় বলে সহজভাবে মেলানোর একটা চেষ্টা করা যায়? সেই চেষ্টাই সৎভাবে, অক্লান্তভাবে করেছেন পরিচালক সৌরভ পালোধী তাঁর নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’ -এ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রযোজক রাণা সরকার। জীবনের জটিল অঙ্কের পাশাপাশি এ ছবিতে স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি জায়গায় দাঁড়ানো কিছু মানুষের গল্প বলে আর বলে তিন স্কুলছুটের অভিযানের।
বলা ভাল দুঃসাহসিক অভিযান। অতিমারির কামড়ে ‘বাবিন’, ‘ডলি’ আর ‘টায়ার’ - এই তিন শিশুর স্কুলে চিরতরে পড়ে গিয়েছে তালা। অতিমারির দাপট কমার পরেও সে ছবি বদলায়নি। বরং বেড়েছে মানুষের কষ্ট। সব দেখেশুনে এই তিন দুরন্তের ইচ্ছে একটা হাসপাতাল খুলবে তাঁরা। নিজেরাই ঠিক করে নিয়েছে একজন হবে ডাক্তার, একজন নার্স আর একজন ইঞ্জিনিয়ার। তবে এই না পাওয়ার পৃথিবীতে কিছু পেতে গেলে রুলবুক মেনে যে হিসেব কষানোর অঙ্ক থাকে, তা তাদের জানা নেই। জানার কথাও নয়। তাতে কী! স্বপ্নপূরণ করতে লাগে তো সৎ সাহস আর অদম্য ইচ্ছে। আজকের দিনে স্বপ্ন দেখার, তাঁকে ছুঁয়ে ফেলার এই ভুলে যাওয়া ফর্মুলাই যেন এই ছবির মাধ্যমে আরও একবার মনে করিয়ে দিলেন পরিচালক। তাই তো ছেলেখেলা করতে করতে এই স্বপ্ন ছুঁয়ে বিপদে পরিত্রাতা হয়ে ওঠে ওই তিন বস্তিবাসী শিশু।
তবে এই স্বপ্নের মাঝে ফাঁকফোঁকর গেলে চলে আসে কিছু সত্যি। ছবিতে হিন্দু-মুসলিমের প্রেম, গরিবের ঠিকমতো চিকিৎসা না পাওয়ার কথা যেমন আসে তেমন সমাজের প্রান্তিক মানুষগুলোর জ্বালা যন্ত্রণার আঁখো দেখি হাল তুলে ধরা হয়েছে ছবির গল্পে। সে দিনমজুর খাটা রাজমিস্ত্রি হোক কিংবা গৃহপরিচারিকা। তবে দুঃখের চোখরাঙানি থাকলেও সেসবের মধ্যেও আলতো করে লেগে রয়েছে মন ভাল করার মায়াকাজল। কয়েক ক্ষেত্রে খানিক উচ্চকিত হলেও, তা রয়েছে। তাই তো হিন্দু মেয়ে আর মুসলিম ছেলে হয়ে যায় শাহরুখ এবং কাজল। তিন শিশু যখন একটি আস্ত অক্সিজেন সিলিণ্ডার তাদের তাঁদের ঠেলাগাড়ি করে চাপিয়ে নিজেদের 'হাসপাতাল'-এর পথে খানিক দ্রুতপায়ে হাঁটা লাগে, তাঁদের পিছনে ধাওয়া করেও ধরতে পারে না অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ করা দুই পূর্ণবয়স্ক যুবক! শিশুদের হাসপাতাল -এর সামনে এসেও বস্তির এ-গলি, সে-গলির গোলকধাঁধায় হারিয়ে যায় তারা। সেই বস্তির মানুষজনের তাৎক্ষণিক সুপরিকল্পিত মতলবেই। আর অদ্ভুতভাবেই এই দৃশকাহিনির সঙ্গে কোথাও যেন মিলে যায় বিখ্যাত ফরাসি কমিকস ‘গলদেশ পরিক্রমায় অ্যাস্টেরিক্স’-এর একটি দৃশ্য, যেখানে অ্যাস্টেরিক্স ও ওবেলিক্সকে দলে ভারী রোমান সেনার হাত থেকে বাঁচাতে শহরের প্রান্তিক অঞ্চলে বস্তিবাসীরা সাহায্য করে। কীভাবে? না, রোমান সেনাদের তাঁদের বস্তির গোলকধাঁধার মতো গলিতে ঢুকিয়ে দিয়ে! বাস্তবে খানিক কিন্তু-কিন্তু লাগলেও মন ভাল না হয়ে উপায় নেই।
এ ছবির কিছু দৃশ্যপট আলাদা করে প্রশংসার দাবি রাখে। তাঁর ছোট্ট ছেলের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিন সন্ধ্যায় একা এক অটোর মধ্যে বসে থাকা এক বাবার যে স্বপ্ন, তা যেন ফুটে ওঠে অটোর ভিতরে লাগানো ঝিকিমিকি রঙিন সব টুনি লাইটের আলোয়। আবার ডাক্তার হতে চাওয়া সেই ছেলেই যখন তাঁকে মিথ্যে মিথ্যে ইঞ্জেকশন দেয়, সেই ভাললাগাটুকুর ওম যাতে আরও একটু থাকে তাই সেই জায়গায় স্ত্রী হাত দিলে সত্যি আর্তনাদ করে মুচকি হেসে সে বলে, “ব্যাথা তো, এই একটু আগে ইঞ্জেকশন দিল না...”। প্রশংসার দাবি রাখে, শহরের বিভিন্ন জলাভূমির মধ্যে এঁকেবেঁকে যাওয়া ফিতের মতো লম্বা রাস্তার বুক চিরে শাহরুখ যখন সাইকেল চালিয়ে যায় তার কাজলের সঙ্গে দেখা করতে। চোখ এড়ায় না ছোটদের হাসপাতালের সেট যেভাবে রোজকার ফেলে দেওয়া টুকরো টাকরা জিনিস দিয়ে গড়ে উঠেছে।
ঋদ্ধিমান, গীতশ্রী এবং তপোময় - এ ছবির প্রধান তিন স্তম্ভ। ক্যামেরার সামনে সাবলীল। মূলত তাদের কাঁধে ভর করেই এগিয়েছে ছবি। সারা ছবি জুড়ে তাদের স্বতঃস্ফূর্ত কাণ্ডকারখানা মাতিয়ে রাখে দর্শককে। বহুদিন পরে বড়পর্দায় শঙ্কর দেবনাথ। দিনমজুরের চরিত্রে তাঁর শারীরিক সংলাপ, দমকে ওঠা কাশি, নিজের কথা উপেক্ষা করে পরিবারের কথা অবিরামভাবে চলা এক বাবা যেন প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকের কাছে। বলতে হয়, প্রসূন সোম, পার্নো মিত্র, ঊষসী চক্রবর্তীর কথা। যখনই সুযোগ পেয়েছে, নিজের দক্ষতা বুঝিয়েছেন বহু বছর ধরে মঞ্চে অভিনয় করা প্রসূন। পার্নো আগেও নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ দিয়েছেন। একটি দৃশ্যে নিজে না খেয়ে ফিশ ফ্রাই তিন শিশুকে ভাগ করে দেওয়ার মুহূর্তে হোক কিংবা এক শিশুর ভাত খেতে চাইলে তা ঘরে না থাকায় যে অসহায়তা ফুটে ওঠে ঊষসীর চোখেমুখে, মন ছুঁয়ে যায় সে দৃশ্য।
সঙ্গীতে ভাল কাজ করেছেন দেবদীপ মুখোপাধ্যায়। আবহসঙ্গীত যদিও বেশি নম্বর পাবে। তাঁর নির্দেশে অদ্ভুত এক সহজ, মনেকমেন করা সুরের অনুরণন ঘুরে বেরিয়েছে গোটা ছবিজুড়ে। তবে, সাউন্ড মিক্সিংয়ে আরও একটু যত্ন নেওয়া যেত বলেই বিশ্বাস। আলাদা করে বলতেই হয়ে গানের কথা। আমাকে গল্প বল আর চাপ নিয়ে লাভ নেই দুই কিসিমের গান সমান প্রশংসা আদায় করে নেয়। ছবির সংলাপ যথারীতি সৌরভ পালোধীচিত। তবে মাঝেসাঝে সেই সংলাপের ওজন একটু বেড়ে বোঝা হয়ে ঢিমে হয়েছে। তবে তা কোনওভাবেই ছবির গতি কিংবা ছন্দে বাধা হয়ে দাঁড়ায়নি। সহজ কথায়, ‘কলম্বাস’-এর দীর্ঘ বিরতির পর বড়পর্দায় পা রেখেই পরিচালক সৌরভ অফ সাইডে জোরালো শট হেঁকেছেন।
‘অঙ্ক কি কঠিন’ আসলে স্বপ্ন দেখার কথা বলে, স্বপ্ন ভুলে না যাওয়ারও কথা বলে। মনে করিয়ে দেয়, না পাওয়া, ঘৃণার চাষাবাদ ভর্তি ক্ষেত চারপাশে ইচ্ছে আর সৎ সাহস থাকলে আজও লক্ষ্যপূরণ হয়। কাঁধে রাখার হাতেরা এগিয়ে আসে। ছুঁয়ে ফেলা যায় অসম্ভবকে।
কী বলব এই ছবিকে?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা না কি ক্যালকুলাস জানে না, তবু সবার স্বপ্ন সত্যি করতে জানে — মন কেমন করা ফর্মুলার গল্প ‘অঙ্ক কি কঠিন’!
আমার বিশ্বাস, ছবির দর্শকদের কাছে এই দুই হেডিং পাঠানোর সুযোগ থাকলে দু’টোই বেছে নিতেন তাঁরা।

নানান খবর

মঞ্চ এবার মোবাইলে! মুঠোফোনে ধরা দেবে ৩০০টির বেশি নাটক, দেখবেন কোন অ্যাপে?

সোনাক্ষীর পেটে হাত দিয়ে কি সত্যিই সন্তান আসার ইঙ্গিত দিয়েছিলেন জাহির? সত্যিটা শিকার করলেন সোনাক্ষী

বারাণসীতে শুরু ‘মির্জাপুর’ ছবির শুটিং, ভাইরাল ‘কালিন ভাইয়া’র ভিডিও! কী করতে দেখা গেল পঙ্কজ ত্রিপাঠিকে?

মেয়েকে নিয়ে প্রথমবার জনসমক্ষে এলেন সিদ্ধার্থ-কিয়ারা, বাবা না মা? কার মতো দেখতে হল একরত্তিকে?

তখন অনেক রাত, দূর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ: আভেরি

'পরশুরাম'কে সামলে বড়পর্দায় তৃণা সাহা! কার সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা?

মিশনে নামলেন ‘এজেন্ট রণবীর’! ববি দেওল-শ্রীলিলাকে নিয়ে আসছে নতুন ‘আগুন’

‘কহো না প্যায়ার হ্যায়’-এর নায়িকা ছিলেন করিনা! কিন্তু শুটিংয়ের আগেই তাঁকে কেন ছেঁটে ফেলেন রাকেশ রোশন?

লরেন্স বিষ্ণোইয়ের হুমকিকে বুড়ো আঙ্গুল! ‘মহাভারত’-এর কর্ণকে শেষ প্রণাম জানাতে হাজির সলমন

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী মধুমতী, হেলেনের প্রতিদ্বন্দ্বী তথা অক্ষয়ের প্রথম নাচের এই গুরুকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

১৪ অক্টোবর প্রসেনজিৎ-দেব-জিতের কাছে 'বিশেষ' দিন, কেন এই দিন ভুলতে পারবেন না তিন সুপারস্টার?

'এত সাহস হয় কী করে...'! আমাল মালিকের ওপর রেগে লাল গওহর খান, হঠাৎ কী এমন কাণ্ড ঘটালেন 'বিগ বস' প্রতিযোগী?

শিশু দিবসে এবার ‘অ্যাডাল্ট’ ছবি! ট্যারান্টিনো ঘরানার নগ্নতা ভরা বাংলা ‘অ্যাকাডেমি’ ছবি নিয়ে আগেভাগেই কী সতর্কবার্তা পরিচালকের?

বাংলা কপ-থ্রিলার নিয়ে যিশু-সৌরভের প্রথম প্রযোজনা! টানটান গল্পে অভিনয়ে করছেন কারা?

শাহরুখের সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা, পাশাপাশি লাগামহীন কটাক্ষও করলেন ‘বাদশা’কে! ব্যাপারটা কী

প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই খুন যুবক! পরে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত স্বামীর

অতি বিরল ব্রহ্মা যোগে স্বাস্থ্য, সম্পদ, আয়ু- সব দিকেই সৌভাগ্যের ছোঁয়া! কপাল খুলবে কোন কোন রাশির?

মধ্যরাতে মুহুর্মুহু গুলি-গ্রেনেড হামলা সেনা শিবিরে, আহত অন্তত তিন জওয়ান

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও, গ্রেপ্তার পাঞ্জাবের ডিআইজি! তল্লাশিতে উদ্ধার নগদ পাঁচ কোটি-সহ বিপুল সোনা-গাড়ি

এনডিএ জিতলে ফের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী? অমিত শাহের মন্তব্যে জল্পনা বাড়ল

রাশিয়া নিয়ে ভারতকে প্যাঁচে ফেলতে চেয়ে পুতিনের সঙ্গেই 'ট্রেড ডিল' আমেরিকার! ফোনে ফোনেই খেলা ঘোরাতে চাইছেন ট্রাম্প?

'গাজায় ঢুকে মারব', যুদ্ধবিরতির পরও হামাসের কার্যকলাপে তিতিবিরক্ত ট্রাম্প, হামাসকে দিলেন হাড়হিম হুমকি!

জুবিন গর্গকে কলকাতায় শ্রদ্ধার্ঘ্য

সুযোগ পেলেই পরপুরুষকে ঘরে ডাকেন স্ত্রী! স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি, মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সেজে প্রতারণা! নিউটাউন থেকে গ্রেপ্তার এক

নামের পাশে বসেছে ‘ব্রাজিলের হালান্ড’ আখ্যা, ওত পেতে বসে আছে ম্যান সিটি-এসি মিলান, চেনেন ১৭ বছরের এই তরুণকে?

বেশভূষা দেখে মনে হবে গরীব চাষী, তিনিই শো-রুমে ঢুকে কিনলেন ৩ কোটির মার্সিডিজ! কৃষকের কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

সুদ ৯.১০ শতাংশ পর্যন্ত, এই ১০ ব্যাঙ্ক থেকে এফডি-তে চমকপ্রদ রিটার্নের সুযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেল আমিরশাহি, ২০টি দলই চূড়ান্ত

স্বাচ্ছন্দের অবসর, প্রতি মাসে মিলবে ৯২৫০ করে, পোস্ট অফিসের এই প্রকল্পে কত টাকা বিনিয়োগে কেল্লাফতে?

এশিয়া কাপে ভারতের কাছে টানা হারের কঠিন 'শাস্তি' পাচ্ছেন পাক অধিনায়ক সলমন

আফগান মাটি থেকে পাকিস্তানকে জ্বালিয়ে-পুড়িয়ে মারছে, কে এই ইসলামাবাদের নয়া শত্রু?

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পোজ দিয়েছিলেন মেসির মতোই, দিল্লিতে আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করতে চলেছেন শুভমান গিল

অস্ত্রোপচার না ছেলেখেলা? ১২ বছরের সন্তানকে দিয়ে রোগীর মাথায় ড্রিল করালেন সার্জেন!

আচমকা স্তব্ধ হয়ে গেল দিল্লির রাস্তা, 'রেড মোড'-এ গুগল ম্যাপ, রাজধানীর রাস্তায় নড়ছে না একটি গাড়িও! কারণ জানলে চমকে যাবেন

'শুনছো, ও প্রেম করে', ছেলের প্রেমিকার কথা শুনে হাউহাউ করে কান্নাকাটি মায়ের! বাবা আবার যা করে বসলেন...

ট্রাম্প 'মিথ্যাবাদী', দাবি ভারতের, রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনালাপের দাবি নস্যাৎ

দিনভর চেয়ারে বসে কাজ করলেই মেরুদণ্ডের সর্বনাশ! কীভাবে ঠেকাবেন পিঠের রোগ?

স্বাদে পনির, আসলে বিষ! খেলেই ভয়ঙ্কর রোগের ঝুঁকি, কেনার আগে কীভাবে ভেজাল পনির চিনবেন?