
মঙ্গলবার ০৬ মে ২০২৫
কৌশিক রায়
"বিনোদন, বই- চিরকালই হাতে হাত- বলে একসাথে চলবই।" কিন্তু বিনোদন আর বই কি সত্যিই একসঙ্গে হাতে হাত ধরে চলতে পারে? কারোর মতে সিনেমা, ওয়েব সিরিজই বিনোদন, বই এখন সেই জায়গা হারিয়ে ফেলেছে। আবার কেউ বলছেন বইটাও পড়ে বিনোদনের মধ্যেই। সিনেমা, সাহিত্য, বই, ওয়েব সিরিজ নিয়ে যে কোনো আলোচনায় হল ভরিয়ে দিতে বাঙালি সবসময়ই এক পা এগিয়ে। বইমেলায় কলকাতা সাহিত্য উৎসবে এদিন আলোচনায় বক্তা হিসেবে ছিলেন চন্দ্রিল ভট্টাচার্য্য, সুরজিৎ চ্যাটার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত। বই আর বিনোদন কি সত্যিই সমানুপাতিক? চন্দ্রিলের কথায়, "একেবারেই নয়। বর্তমান যুগে বই আর বিনোদন হাতে হাত রেখে চলতে পারে না। একটা সময় ছিল যখন বইটাই আমাদের কাছে বিনোদন ছিল। বর্তমানে রিলস, ওয়েব সিরিজ ছেড়ে কেউ বই পড়ে না। ৩০০ পাতার বইয়ের থেকে ৩০ সেকেন্ডের ভিডিওতে মানুষ অনেক বেশি মনোযোগ দিয়েছে বর্তমানে।"
চন্দ্রিলের সুরেই সুর মেলালেন রাঘবও। সঙ্গীতশিল্পী জানালেন, "আমাদের বাড়ি প্রকাশনার সঙ্গে যুক্ত। কাজেই কতজন বইয়ের প্রতি আগ্রহী তার একটা আভাস রয়েছে আমার কাছে। কোনো বিষয় সম্পর্কে জানার হলে মানুষ আগে বইতে খুঁজতেন। কিন্তু ৩০০০ পাতার বইয়ে খোঁজার থেকে ইন্টারনেটে খোঁজ করতেই এখন বেশি বিশ্বাস করে মানুষ। বলা ভাল সিনেমাকেও ছাপিয়ে গিয়ে স্মার্টফোনটাই এখন একটা গোটা বিনোদন জগৎ হয়ে উঠেছে মানুষের কাছে।" তবে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতে, "বই আর সিনেমার গুরুত্ব সমান । কোনো বই থেকে সিনেমা মুক্তি পেলে মানুষ সেই বইটার ওপর ঝাঁপিয়ে পড়ে। সিনেমা দেখার পর হোক কিংবা আগে হোক সেই বইটা মানুষ পড়বেই। যদি শুধু বইমেলাকেই ধরা হয়, দেখব পরবর্তী প্রজন্ম এখনও বই কিনতে আগ্রহী। সেই ভিড়টা চোখে পড়ছে। তাঁরা যেমন ওয়েব সিরিজ দেখছেন তেমন বইও পড়ছেন। বই আর বিনোদন পাশাপশি চলুক, ওতেই হবে। হাত ধরার দরকার নেই।" অন্যদিকে, শিল্পী সুরজিৎ চ্যাটার্জির বিশ্বাস, বইটাই এক ধরনের বিনোদন। অনলাইন প্ল্যাটফর্ম খুব বেশিদিন বাজার ধরে রাখতে পারবে না। মানুষ আবার বই পড়ায় ফিরবে। সাহিত্য উৎসবে এই আলোচনার মঞ্চ থেকেই প্রচেত গুপ্তর "আজ একটা ভালো দিন" এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের "অকিঞ্চিৎ" বই উদ্বোধন হয় অতিথিদের হাত ধরে।
ছবি: তপন মুখার্জি
শহর কলকাতায় লুট আড়াই কোটি টাকা! কীভাবে জানুন ক্লিক করে
সেনাকর্তা সেজে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, অবশেষে গ্রেফতার
এক বাইকে চারজন! উল্টোডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২, আশঙ্কাজনক আরও ২
বেহালার আবাসনে আগুন, কালো ধোঁয়া গোটা এলাকায়
জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত
আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?
নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য
সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন