
শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার সকালে দেবীর বোধন। তার আগে থেকেই রাজ্য জুড়ে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। দলে দলে মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখার জন্য। থিম থেকে শুরু করে সাবেকি ভাবনা, নানা চমক নিয়ে বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে একে অন্যকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে।
তবে ৫৯ তম বর্ষে মুর্শিদাবাদের বহরমপুর শহরে খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির প্রতিমা এমন চমক দিয়েছে যা জেলা বা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবছর এই ক্লাবের দুর্গা প্রতিমা দেখতে এসে সকলের চোখ দুর্গা প্রতিমার পরিবর্তে প্রথমেই গিয়ে পড়ছে দেবীর পায়ের কাছে থাকা দুই অসুরের দিকে। শুনতে অবাক লাগলেও বহরমপুরের এই দুর্গাপুজোর মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এক অসুর। আর সেই অসুরকে দেখতে পঞ্চমীর সকাল থেকে দলে দলে মানুষ ভিড় করছেন খাগড়া এলাকার এই প্রতিমা দেখার জন্য।
মুর্শিদাবাদ জেলার অন্যতম বিখ্যাত প্রতিমা শিল্পী অসীম পালের হাতে এই পুজো কমিটির প্রতিমার মৃন্ময়ী মূর্তি তৈরি হয়েছে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির হাত ধরে এই পুজোর উদ্বোধন হওয়ার পর থেকেই খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির 'বিশেষ' অসুরের কথা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমের মাধ্যমে সেই অসুরকে দেখেই প্রচুর লোক একবার চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন করার জন্যই মণ্ডপে আসছেন এই পুজোর অসুরকে চাক্ষুষ করতে। ৫৯ তম বর্ষে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি যে প্রতিমা নির্মাণ করেছেন তা সাবেকি ধাঁচের। দেবী উমার সঙ্গে উপরের ধাপে রয়েছেন তাঁর দুই কন্যা, লক্ষী এবং সরস্বতী। নিচের ধাপে রয়েছেন কার্তিক এবং গণেশ।
দেবী দুর্গার পায়ের কাছে দু'জন অসুরকে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একজন দেবীর পায়ের কাছে পড়ে রয়েছেন। অন্যজন সিংহের পিঠে চেপে দেব সেনাপতি কার্তিকের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রয়েছেন। আর এই অসুরের মুখের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর 'ট্রাম্পরূপী' এই অসুরকে একবার সচক্ষে দেখার জন্য এবং নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করার জন্য ভিড় জমছে এই পুজো প্যান্ডেলে।
ভারতীয় পুরাণ মতে অসুরেরা সবসময় দেবতাদের সঙ্গে যুদ্ধ করে। মহিষাসুরের আগে দেবী দুর্গার হাতে মধু ও কৈটভ নামে দুই অসুর বধ হয়েছিলেন। ভগবত পুরাণ অনুসারে বিষ্ণুর দুই কানের ময়লা থেকে এই দুই অসুরের জন্ম। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অত্যাচারী মধু ও কৈটভ, ব্রহ্মার থেকে বেদ হরণ করেছিলেন বলে বলা হয়। পুরাণ মতে, এদের সঙ্গে কয়েক হাজার বছর ধরে যুদ্ধ করেও স্বয়ং বিষ্ণু তাঁদের পরাজিত করতে পারেননি। তখন আদ্যাশক্তি মহামায়া রূপে দুর্গা অবতীর্ণ হন। এখানে দেবী নিজে অস্ত্র ধারণ করে মধু ও কৈটভকে হত্যা করেননি। তিনি দুই অসুরের সামনে মায়াজাল বিস্তার করে তাঁদের হত্যার পথ সহজ করেন। হিন্দু শাস্ত্রের এই ইতিহাসই এবছর খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির মূল থিম।
প্রতীক রায় নামে এই দুর্গাপূজা কমিটির অন্যতম এক সদস্য বলেন, '৫৯ তম বর্ষে এবছর আমরা অসুর হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের বন্ধু ভাবতেন। এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধু হিসাবে এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই ডোনাল্ড ট্রাম্পকে এবছর আমাদের পুজো কমিটি অসুর হিসেবে দেখছে এবং তাঁকে দেবী মূর্তির পায়ের সামনে রাখা হয়েছে।'
পুজো কমিটির অন্য সদস্যরা বলেন, 'ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়ে শেষপর্যন্ত পিছন থেকে ছুরি মেরেছেন তা কারও কাছেই পছন্দ হয়নি। ভারতের উপর তিনি যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন সেই কারণে আমরা তাঁকে অসুর হিসেবেই দেখছি।'
খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির মণ্ডপে দাঁড়িয়ে বহরমপুরের একটি কলেজের অর্থনীতির ছাত্রী বিদিশা মৈত্র বলেন, 'আমরাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবেই দেখছি। তিনি অনৈতিকভাবে ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। তার ফলে দেশে ডলার এবং সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। আগামীদিন হয়তো এর খারাপ প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে।' আদিত্য দাস নামে অপর এক দর্শনার্থী বলেন, 'কার্তিকের সঙ্গে যুদ্ধরত অসুরের মুখের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্টই মিল আমরা দেখতে পাচ্ছি। একটি সমাজমাধ্যমে অসুরের এই মুখটি ভাইরাল হওয়ার পর আমরা সমস্ত বন্ধু-বান্ধব এই পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি।'
কে ছিনিয়ে নিল সেরা প্রতিমার পুরস্কার? কে পেল সেরা মণ্ডপের স্বীকৃতি? বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫-এ বিরাট চমক
মহাপঞ্চমী জমজমাট, দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নিলেন ২০০ প্রতিযোগী, তাক লাগিয়ে দিল মধ্যমগ্রামে
আর কিছুক্ষণ, কলকাতা সহ এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, পঞ্চমীতেও তুমুল বর্ষণের চরম সতর্কতা
ভারতীয় সেনাবাহিনীকে সোশ্যাল মিডিয়ায় কদর্য গালিগালাজ, গ্রেপ্তার যুবক
টাকার অভাব, দুর্গাপুজোতে গ্রামবাসীদের খাওয়াতে পারছেন না অনুব্রত মণ্ডল
কাজের ফাঁকে বিরিয়ানি পার্টি অফিসে, খাবার খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক
পুজোয় নাইট স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশন, জেনে নিন বিস্তারিত সময়সূচি
কাজ সেরে ঘরে ফিরেছিলেন, দরজা খুলে দেখলেন মেঝেতে পড়ে স্ত্রী, তিন মেয়ে, ভয়াবহতায় আঁতকে উঠলেন যুবক
মন্দিরে দেবী মা'র চরণে নিবেদন হচ্ছে পুজো, বাইরে সন্তানকে বাঁচাতে ভিক্ষা করছেন অশীতিপর মা
পুকুরেই ইলিশ চাষের পথে ভারত, বড় সাফল্যের মুখে বিজ্ঞানীরা
পুজোর মুখে অভিষেক-সাক্ষাৎ, এই নির্বাচনেই তৃণমূলের পতাকায় শোভন? যা জানালেন আজকাল ডট ইন-কে
জেলা থেকে শহর, পুজোয় ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ শাখায় থাকছে নাইট স্পেশাল ট্রেন, জেনে নিন বিস্তারিত সময়সূচি
কাজ থেকে ছাঁটাই, বদলা নিতে বস-এর হাত দু'টুকরো করে দিল কর্মী
আগের বছরের থেকে শিক্ষা, এই জেলায় দুর্গাপুজোয় নিষিদ্ধ হল চীনা এলইডি ডিসপ্লে বোর্ড, নেপথ্যে বড় কারণ
পুকুরে ছড়ানো হল বিষ, ভেসে উঠল রুই, কাতলা, মৃগেল, ১০ লক্ষ টাকার ক্ষতি পুজোর মুখে! মর্মান্তিক ঘটনা এই জেলায়
ফাইনালের আগে এই পাক তারকার উপরে ক্ষুব্ধ ওয়াকার, বেঞ্চে বসিয়ে রাখার নিদান দিলেন
বাড়ি থেকে টাকা চুরি! ১৩ বছরের মেয়ের কীর্তি জেনেই 'কড়া শাস্তি' বাবার, উদ্ধার সপ্তম শ্রেণির ছাত্রীর নিথর দেহ
অভিনেতা বিজয়ের জনসভায় কাতারে কাতারে অনুগামী, পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ৩১ জনের, মৃতের তালিকায় শিশুরাও
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জয় জয়কার, পেনাল্টি শুট আউটে হারাল বাংলাদেশকে
ফাইনালের আগে আবার বড় বিতর্ক, এবার কী করলেন সূর্য?
পুজোর আবহে নারীশক্তির প্রতিচ্ছবি হয়ে উঠবেন অপরাজিতা আঢ্য; জয়-ডোনাকে সঙ্গী করে কোন গল্প বলবেন অভিনেত্রী?
'ভারতের দিনটা খারাপ যাক...', এমন প্রার্থনা শুরু করেছেন প্রাক্তন পাক অধিনায়ক
'যুদ্ধ নয়, শান্তি চাই', গোপাল ভাঁড়কে স্মরণ করে সেজে উঠেছে 'আমরা সবাই দুর্গোৎসব কমিটি'র মণ্ডপ
এশিয়া কাপ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ এই কাজটাই করলেন না অভিষেকরা? কিন্তু কেন?
স্কুল-ফি দিতে না পারায় সলমনকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন শিক্ষিকা! চূড়ান্ত অভাবে কীভাবে দিন কেটেছিল 'ভাইজান'-এর?
এশিয়া কাপে দারুণ ছন্দে অভিষেক, কোহলিকে ছাপিয়ে নতুন রেকর্ডের মালিক বাঁ হাতি ওপেনার
এএফসির ম্যাচ খেলতে ইরানে যাচ্ছে না মোহনবাগান, খেলবে আইএফএ শিল্ডে
‘ব্ল্যাক’-এর জন্য জাতীয় পুরস্কার না পাওয়ায় কী সর্বনাশ হয়েছিল তাঁর পরিবারে? ছলছলে চোখে জানালেন রানি মুখার্জি!
বউকে ফেলে প্রাক্তন প্রেমিকার কাছে ফিরছেন এই নায়ক? পুজোর আবহে কী কাণ্ড ঘটছে টলিপাড়ায়?
বোরো টেরিটোরিয়াল রিজিয়ন কাউন্সিল ভোটে বিরাট ধাক্কা খেল বিজেপি! মাত্র পাঁচ আসনে কোনোমতে জয়
বাবার জন্যই বাংলার তারকার জায়গা হয়নি জাতীয় দলে, বড় মন্তব্য প্রাক্তন তারকার
লেহ-র অশান্তিতে হাত রয়েছে পাকিস্তানের, আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল সোনমের, দাবি লাদাখের পুলিশকর্তার
পুজোয় হিরের মতো চমকাবে ত্বক! দামি ফেসিয়াল নয়, এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
চুটিয়ে প্যান্ডেল হপিং হোক কিংবা ঘরোয়া জমাটি আড্ডা, শরীরকে রাখতে হবে ফিট! উৎসবের আনন্দের মাঝে কীভাবে সুস্থ থাকবেন?
আচমকা উঠে দাঁড়ালেই চোখে অন্ধকার! কিছু না ভেবে এড়িয়ে গেলে বড় বিপদ, কেন এমন হয় জানুন
উৎসবের আবহে ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, পথেই শেষ ৫ জন
দেশ কে চালায়, সেনা না সরকার? উত্তরে পাক প্রতিরক্ষামন্ত্রী যা বললেন, উত্তরে বিভ্রান্তি আরও বাড়ল
'এক কোটি টাকা না দিলে মরতে হবে,' ফের টার্গেট কপিল শর্মা! কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত