আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। অনেকেরই সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। কখনও নাচের, কখনও বা গানের, কখনও কখনও আবার ছবি দেখেও মুগ্ধতা প্রকাশ করেন সকলে। কিন্তু জানেন কি, খাবারের মধ্যে ছবি আঁকা যায়? তাও আবার ডিম দিয়ে? যে ভিডিও ঘিরে সম্প্রতি জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 

 

দিন কয়েক আগেই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী সৃষ্টি মোনালিসা এবার ফুটে উঠেছে ডিমের ওমলেটে। তাও আবার নিখুঁত। যে যুবক এই মোনালিসা আঁকা ওমলেট বানিয়েছেন, তা কাজ দেখে থ হয়ে গেছেন নেটিজেনরা। মুগ্ধতা প্রকাশ না করে পারেননি হাজার হাজার মানুষ। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @artisticeasel