শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৪ ০০ : ৪৬
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’। ছবিটি ঘিরে প্রথম দিন থেকে চর্চায়। একটি কারণ ছবির পোস্টার। এই পোস্টার হুবহু উঠে এসেছে হাজার কোটি টাকা ক্লাবের ছবি অ্যানিমেল-এ। দ্বিতীয় কারণ, বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য সেনগুপ্ত, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র-সহ বাংলার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন। তৃতীয় কারণ, এই প্রথম বাংলায় পথপশু বা দেশি সারমেয়দের নিয়ে কোনও ছবি হতে চলেছে। এবং চতুর্থ কারণ, ছবিটি দেবাশিস রায়ের মতো অভিনেতাকে ফের অভিনয়ের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে এসেছে।
দেবাশিস কে? এই প্রশ্ন যাঁদের তাঁরা ফিরে যান ২০২২-এ। অনীক দত্ত সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে উপহার দিয়েছিলেন ছবি ‘অপরাজিত’। যা সত্যজিতের ‘অপরাজিত’ তৈরির নেপথ্য কাহিনি। ‘পথের পাঁচালী’ থেকে ‘অপরাজিত’— অপু ট্রিলজিতে কিংবদন্তি পরিচালকের ছায়াসঙ্গী ছিলেন সুব্রত মিত্র। তাঁর ক্যামেরার কাজ ছবিটিকে বিশ্বের দরবারে প্রশংসা পেতে যথেষ্ট সহযোগিতা করেছিল। অনীকের ‘অপরাজিত’য় সেই সিনেমাটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেছিলেন দেবাশিস। ছবিটি দেবাশিসকেও রাতারাতি বাংলা ছবির দুনিয়ায় পরিচিত মুখ বানিয়ে দিয়েছে। তাঁর কথায়, ‘‘পরিচালক থেকে সমালোচক হয়ে দর্শক থেকে পড়শি— সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।’’ দুর্ভাগ্য, এত প্রশংসা পেয়েও দেবাশিসের ভাগ্যের চাকা ঘোরেনি। উল্টে দেড় বছর তাঁকে কাজ না পেয়ে চুপচাপ বসে থাকতে হয়েছিল।
অভিনেতা যখন তলিয়ে যাওয়ার মুখে তখনই তথাগত মুখোপাধ্যায় তাঁর পাশে। তাঁর ছবি ‘পারিয়া’য় লাট্টুর ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিয়ে। অভিনেতার দাবি, ‘‘এই ছবি আমার কাছে অক্সিজেন। বিনোদন দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। তথাগতদার কাছে তাই আজীবন ঋণী।’’ ছবিতে দেবাশিসের চরিত্র কেমন? তিনি জানিয়েছেন, আগের চরিত্রের সঙ্গে আকাশপাতাল ফারাক। লাট্টু বর্হিমুখী। কারখানার শ্রমিক। বিক্রমের ডানহাত। যার দুঃখ, রাগ, অপমান বলে কোনও অনুভূতিই নেই। এবং এক পশুপ্রেমী। চরিত্রটি করতে গিয়ে বিস্তর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, আড়াই মাসের ওয়র্কশপে অনেক কিছু শিখেছেন। চরিত্রের খাতিরে চুলের রং বদলে ফেলতে হয়েছে। ব্যক্তি দেবাশিস পথপশুদের মারাত্মক ভয় পেতেন। তথাগত তাঁর পোষ্যদের দিয়ে অভিনেতার ভয় কাটিয়েছেন। এবং যতক্ষণ তিনি ফ্রেমে থেকেছেন নিজেকে প্রমাণ করেছেন। আশা, সেই ছাপ দর্শক পর্দাতেও দেখতে পাবে।
দেবাশিসের মতে, এই চরিত্রটি করতে করতে তাঁর জীবনবোধ বদলে গিয়েছে। লাট্টু তাঁকে প্রাণখুলে হাসতে, বাঁচতে শিখিয়েছে। তাই আগামীতে খুব মনখারাপ হলে ঠিক করেছেন, নিজের অভিনীত চরিত্রটি বারবার দেখবেন। চলতি বছরে দেবাশিসের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। ‘পারিয়া’, ‘নোনাজল’ আর হিন্দি ছবি ‘ধানবাদ’।
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?