মঙ্গলবার ১৪ মে ২০২৪

সম্পূর্ণ খবর

BJP: পঞ্চায়েত স্তরে মুখপাত্র নিয়োগ করতে চলেছে বিজেপি

Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৪ ১৫ : ২৩


বীরেন ভট্টাচার্য, দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বিজেপির লক্ষ্য প্রচার, প্রচার আর প্রচার। যত বেশি সম্ভব এবং যতরকমভাবে সম্ভব, প্রচারের মাধ্যম বাড়ানোর ওপর জোর দিয়েছে কেন্দ্রের শাসক দল। আর সেই কারণেই এবার পঞ্চায়েত স্তরেও মুখপাত্র নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, দৈনিক সকাল ১০টা-১১টা থেকে সন্ধ্যা ৫-৬টা পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মোদি সরকারের বিভিন্ন কাজের কথা সাধারণ মানুষকে বলবেন এবং প্রচার করবেন পঞ্চায়েতস্তরের মুখপাত্ররা। পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ কেন্দ্রীয় সরকারের কোনও কাজকর্ম নিয়ে অভাব,অভিযোগ জানালে তাও দলীয় নেতৃত্বকে পৌঁছে দেবেন তাঁরা।
দল এবং সাধারণ ভোটারদের মধ্যে সমন্বয়ের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে মিডিয়া ওয়ার্কশপ শুরু করেছে বিজেপি। সেই ওয়ার্কশপেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের। দলের দেওয়া প্রশিক্ষণ নিয়েই তাঁরা ঝাঁপিয়ে পড়বেন প্রচারের কাজে। দলের জাতীয় মুখপাত্র অজয় অলোক জানিয়েছেন, "এই প্রথমবার, আমরা পঞ্চায়েতস্তরে মুখপাত্র নিয়োগ করতে চলেছি, যাতে তাঁরা গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সামনে মোদি সরকারের কাজ তুলে ধরতে পারেন।" ইতিমধ্যেই বিহারে এই ধরণের দুটি ওয়ার্কশপ হয়েছে। এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের মুখপাত্র, জেলা, বিভিন্ন মোর্চার মুখপাত্ররা। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতিরা উপস্থিত ছিলেন। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে একজন করে কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। এই ওয়ার্কশপে রাজ্য, জেলা এবং পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের মোদি সরকারের বিভিন্ন কাজ নিয়ে বেশি করে গ্রামাঞ্চলে এবং একবারে তৃণমূলস্তরে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ৩৭০ ধারা প্রত্যাহার, রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা, মহিলাদের ক্ষমতায়নের ওপর প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
দলের নেতাদের বক্তব্য, মোদি সরকারের গত ১০ বছরে অনেক কাজ রয়েছে। সেগুলির মধ্যে মুখপাত্রদের অন্তত ৫টি করে কাজ হাতের নাগালের মধ্যে বিস্তারিত তথ্য সহ জেনে রাখতে বলা হয়েছে। যাতে তাঁরা কোনও টেলিভিশন চ্যানেল অথবা যে কোনও বিতর্কে অত্মবিশ্বাসের সঙ্গে সরকারের কথা তুলে ধরতে পারেন। বিনা প্রয়োজনে বিরোধী দলের মুখপাত্রদের বিতর্কে জড়ানো থেকে মুখপাত্রদের বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় নেতাদের কথায়, "লোকসভা নির্বাচনের সময়, মূল নজর থাকবে জাতীয় ইস্যুগুলিতে। তবে রাজ্যস্তরেও আমাদের সরকার ভাল কাজ করছে। সেগুলিও তুলে ধরা প্রয়োজন।"




বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

Sushil Modi:‌ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত সুশীল মোদি ...

Mumbai:‌ ধুলো ঝড়ে বিলবোর্ড ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু মুম্বইয়ে...

আগস্টে ওটিটি চালু করবে কেন্দ্রীয় সরকার

Election: ‌বিকেল পাঁচটা অবধি দেশে ভোট পড়ল ৬২.‌৩০ শতাংশ...

Dust Storm:‌ ধুলো ঝড়ের জেরে মুম্বইয়ে ভেঙে পড়ল বিলবোর্ড, মৃত আট, অনেকের চাপা পড়ার আশঙ্কা...

Parivartan Chintan: শেষ হল ২ দিন ব্যাপী সামরিক বাহিনীর সম্মেলন ‘‌পরিবর্তন চিন্তন ২’...

Mumbai: ‌ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিমান ওঠানামায় জারি নিষেধাজ্ঞা ...

Lucknow: বন্দুক হাতে রিল বানাচ্ছেন, ভাইরাল যুবতীর ভিডিও...

Delhi: স্কুলের পর দিল্লি বিমানবন্দর, হাসপাতালে বোমা-হুমকি...

Kerala: লক্ষ্য ছিল স্ত্রী, ভুল করে অ্যাসিড পড়ল ছেলের উপর...

SPACE: রকেট ইঞ্জিনের নতুন তরলের সফল পরীক্ষা করল ইসরো...

BADRINATH: খুলে গেল বদ্রীনাথ ধাম, উপচে পড়ল ভক্তদের ঢল ...

Tripura: দুর্ঘটনার কবলে মাদকদ্রব্য পাচারকারী, ত্রিপুরায় উদ্ধার কোটি টাকার হেরোইন ...

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ আদালতের...

Delhi: ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, মৃত ২, আহত ২৩

পরিবারের পাঁচ সদস্যকে খুন করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য উত্তরপ্রদেশের পালাপুরে...

সোশ্যাল মিডিয়া