লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ১৫ বছর আগে শুরু হয়েছিল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের যাত্রা। এই যাত্রাপথের সঙ্গী বহু তারকারা। বিভিন্ন চ্যানেলে ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন বহু প্রবীণ শিল্পী। তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
 
 তাঁকে দর্শক এই মুহূর্তে দেখছেন ‘চিরসখা’ ধারাবাহিকে। কমলিনীর এক তুতো-শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকে অভিনয় মানে ১৪ ঘণ্টার শুটিং। ধৈর্যের পরীক্ষা। আগের দিন রাতে জানতে পারা যায় পরের দিন সকালে কখন কল টাইম পাওয়া যাবে। এই পরিস্থিতিতে তাঁর অনেক সহ-অভিনেত্রীই বিরক্ত। তবে তিনি হাল ছাড়ার পাত্রী নন। তিনি এখনও নিজের অভিনয় দক্ষতায় এগিয়ে চলেছেন। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর টেলিভিশনের পথ চলা অনেক বছরের। ম্যাজিক মোমেন্টসের শুরুর দিন থেকেই রয়েছেন তিনি। এমনকী এই প্রযোজনা সংস্থা ছাড়া অন্য প্রযোজনায় ছোটপর্দায় দেখা যায় না এই বর্ষীয়ান অভিনেত্রীকে। 
লীনা গঙ্গোপাধ্যায়ের ১৫ বছরের টেলিভিশন জার্নির সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। এদিন অভিনেত্রী ফিরে দেখলেন ম্যাজিক মোমেন্টসের ১৫ বছরের পথ চলা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, "লীনা আমার মেয়ের মতো। ওর যে ক'টা কাজ করেছি, সবকটাই আমার মনের খুব কাছের। এখনকার দিনে দাঁড়িয়ে ও যেভাবে কাজ করে, তা সত্যিই প্রশংসনীয়। ওর সঙ্গে আমার মান-অভিমানের সম্পর্ক। সবার সঙ্গে কিন্তু সেটা হয় না।"
লীনা গঙ্গোপাধ্যায়ের উপর কোন বিষয়ে অভিমান হয়েছে? বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, "যখন দেখি অন্য কেউ খুব ভাল চরিত্রে ওর প্রযোজনায় কাজ করছে, তখন অভিমান হয়। ভাবি, এই চরিত্রটা আমি করলে আরও বেশি ভাল হত। মনে এসব কথা চেপে রাখি না। ওকে সরাসরি বলে দিই।"
এদিন, ম্যাজিক মোমেন্টসের উদযাপনের সাক্ষী ছিলেন বহু তারকারা। এক সময় টেলিভিশনের পর্দায় যাঁদের দেখে দর্শক নিজের পরিবারের সদস্যের জায়গা দিয়েছিলেন, তাঁদের আবারও পুনর্মিলন হল এই অনুষ্ঠানে। ১৫ বছরের পর চলায় বাংলা হিন্দি মিলিয়ে প্রায় ৪০টি ধারাবাহিক রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে। এদিনের অনুষ্ঠানে প্রথম থেকে সেই জার্নির ঝলক দেখানো হল। নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা-অভিনেত্রীরাও।
এদিন, কলকাতার মুভিটোন স্টুডিওতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেখানেই গানে-গল্পে-আড্ডায় জমেছিল ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের ১৫ বছরের টেলিভিশনের পথ চলার উদযাপন।
