বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর

আর্যা ঘটক | ২৯ আগস্ট ২০২৫ ২৩ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের যাদগির জেলার শাহাপুরের এক সরকারি আবাসিক বিদ্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। নবম শ্রেণির এক কিশোরী ছাত্রী হঠাৎই প্রসব বেদনায় আক্রান্ত হয়ে বিদ্যালয়ের শৌচাগারেই পুত্রসন্তানের জন্ম দেয়। ঘটনাটি সামনে আসতেই শিক্ষাঙ্গন থেকে প্রশাসন—সব জায়গাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছরের ওই ছাত্রীকে প্রায় নয় মাস আগে এক যুবক যৌন নিপীড়ন করেছিল। সেই ঘটনাতেই তার গর্ভধারণ হয়। কিন্তু দীর্ঘ এই সময় তার শারীরিক অবস্থার কোনও পরিবর্তনই নজরে আনতে পারেননি স্কুল ও হোস্টেলের শিক্ষক কিংবা কর্মীরা। অবশেষে বুধবার বিকেলে সহপাঠীরা তাকে যন্ত্রণায় কাতর অবস্থায় শৌচাগারে দেখতে পেয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।
খবর পেয়ে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ছাত্রীটিকে নবজাতকসহ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আপাতত মা ও সন্তান দুজনেই স্থিতিশীল আছেন।
এরপরই শাহাপুর থানায় এফআইআর দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং Protection of Children from Sexual Offences (POCSO) আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে এবং তাকে মূল অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
অন্যদিকে, এতদিন ধরে ছাত্রীটির গর্ভাবস্থার খবর গোপন থাকা বা কর্তৃপক্ষের অজ্ঞাত থাকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কর্নাটক রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি (KREIS) দ্রুত তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে গাফিলতির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক, হোস্টেলের ওয়ার্ডেন, স্টাফ নার্সসহ মোট চারজনকে স্থগিত (suspended) করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রীর ভাইও বিষয়টি গোপন করেছিলেন, যার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্য শিশু অধিকার সংরক্ষণ কমিশন (KSCPCR) এ ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা (suo motu case) গ্রহণ করেছে এবং জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তলব করেছে। জেলা শিশুরক্ষা কর্মকর্তাও আলাদা করে অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, “একটি মেয়ে দীর্ঘদিন গর্ভবতী থেকেও স্কুলের নজরে আসেনি—এটা অগ্রহণযোগ্য অবহেলা।” শিশু অধিকার কর্মীদের বক্তব্য, শুধুমাত্র কয়েকজনকে স্থগিত করলেই দায়িত্ব শেষ নয়, বরং রেসিডেন্সিয়াল স্কুলে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা, মানসিক পরামর্শ এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন সবচেয়ে জরুরি।
রাজ্য শিশু অধিকার সংরক্ষণ কমিশন (KSCPCR) ঘটনাটিকে সু মটো নোটিস নিয়ে জেলা কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। জেলা শিশুরক্ষা ইউনিট পৃথকভাবে অভিযোগ নথিভুক্ত করে ভুক্তভোগীর জন্য আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ ও নিরাপদ আশ্রয় সংক্রান্ত ব্যবস্থা সমন্বয় করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতককে নিওনেটাল কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মায়ের জন্য রক্তস্বল্পতা ও সংক্রমণ-ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা চলছে।
স্থানীয়দের প্রশ্ন—একটি আবাসিক প্রতিষ্ঠানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, কাউন্সেলিং ও মেয়েদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সচেতনতা সেশন থাকলে এমন ঘটনা গোপনে এগোতে পারত কি? অভিভাবক ও শিক্ষাবিদদের যৌথ দাবি, ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি জোরদার করা, অভিযোগ জানানোর গোপন চ্যানেল চালু রাখা, এবং কিশোর-কিশোরীদের জন্য বাধ্যতামূলক মাসিক স্বাস্থ্য-স্ক্রিনিংয়ের সঙ্গে আস্থা-ভিত্তিক রিপোর্টিং ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়; শিক্ষক-কর্মীদের POCSO-সংবেদনশীলতা প্রশিক্ষণ, হোস্টেলে বহিরাগত সামাজিক কর্মীর নিয়মিত ভিজিট, এবং ছাত্র-ছাত্রীদের জন্য ২৪x৭ হেল্পলাইন সক্রিয় রাখাও অপরিহার্য।
পুলিশ জানিয়েছে, ফরেনসিক মেডিক্যাল পরীক্ষা, ঘটনার পুনর্গঠন ও বয়ান রেকর্ডিং সম্পন্ন হওয়ার পর দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের আশ্বাস, ভুক্তভোগী ও নবজাতকের পরিচয় গোপন রেখে আইনের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বহু শিশু অধিকার সংগঠনের বক্তব্য, গ্রামীণ কর্নাটকে কিশোরীদের ওপর যৌন সহিংসতা ও অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের ঝুঁকি এখনও উদ্বেগজনক। তাই স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি কেবল গর্ভধারণ পরীক্ষা নয়; সম্মতি-শিক্ষা, নিরাপদ পরিবেশ, এবং নির্যাতনের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে, তথ্য গোপনকারী পরিবার বা সহপাঠীদের প্রতি শাস্তিমূলক নয়, সহানুভূতিপূর্ণ কাউন্সেলিং-কেন্দ্রিক পদক্ষেপ নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে ভুক্তভোগীরা ভয় ছাড়াই সামনে আসতে পারে।
এই মর্মান্তিক ঘটনার পর আবারও সামনে এল দেশের আবাসিক স্কুলগুলিতে কিশোরীদের নিরাপত্তার দুর্বলতা। প্রশাসনের উপর চাপ তৈরি হয়েছে যাতে শুধু অপরাধীর শাস্তিই নয়, ভবিষ্যতে আর এমন ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার আনা হয়।

নানান খবর

বিহারে ভোটার বাদ পড়া নিয়ে নতুন বিতর্ক: বিরোধীদের ঘাঁটিতেই সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে!

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, দেরিতে এফআইআর দায়ের ঘিরে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

অবশেষে সমাধান হল দলিত আইপিএস অফিসার ওয়াই.পুরণ কুমারের ময়নাতদন্ত সংক্রান্ত অচলাবস্থা

আসলেন, টিকিট কাটলেন, মেট্রোয় চড়ে ভিক্ষে করতে শুরু করে দিলেন! বেঙ্গালুরুর স্মার্ট ভিক্ষুকের ভিডিও ভাইরাল

বিহার ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, রয়েছে বিরাট চমক

অপারেশন সিন্দুরের সময় কোন পদক্ষেপ নিয়েছিল ভারতীয় নৌবাহিনী যা এখনও কেউ জানে না, জানালেন ডিজিএমও

শীতের আগেই ভয়ের দাপট দিল্লিতে, চলছে আগাম প্রস্তুতি

কে কে ভালবাসে, মারা গেলে কষ্ট পাবে? জানার জন্য 'মৃত' সেজে অভিনয়! চিতায় আগুন দেওয়ার আগেই নাটকীয় মোড়

গ্রামে রাস্তাই নেই! ঢুকল না অ্যাম্বুল্যান্স, 'ডোলি'তে যুবতীর দেহ কাঁধে নিয়ে ১২ কিমি পথ পায়ে হাঁটলেন আত্মীয়রা

শিশুর জীবনের মূল্য মাত্র আড়াই টাকা! প্রেসক্রিপশনে কোল্ডরিফ লিখে বোতল প্রতি এত টাকা পেয়েছিলেন ডাক্তার

পোশাকের নীচে অন্তর্বাস নয়, সাজানো থরে থরে মাদকের প্যাকেট! অভিনব পাচার-চক্র ফাঁস করল আরপিএফ, ধৃত ৬

বিমানবন্দরে বিভীষিকা! ব্যাঙ্কক ফেরত যাত্রীর ব্যাগ খুলতেই কিলবিল করে বেরল সাপ, গিরগিটি-সহ ৬১টি বিরল প্রাণী

কন্যাভ্রূণ হত্যা! পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম নিয়ে গভীর উদ্বেগ সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা-বিচারপতির

বিহার জয়ে রণকৌশল বৈঠকে কং-আরজেডি, মঙ্গলেই ঘোষণা মহাগঠবন্ধনের আসনরফা?

রাতের অন্ধকারে ঘরে ঢুকে পড়ল আট ফুট লম্বা প্রাণী, অন্যদের বাঁচাতে তাকেই কাঁধে তুলে নিলেন ব্যক্তি, তারপর...

মিশনে নামলেন ‘এজেন্ট রণবীর’! ববি দেওল-শ্রীলিলাকে নিয়ে আসছে নতুন ‘আগুন’

বিশ্বকাপে পাকিস্তানের আশায় জল ঢেলে দিল বৃষ্টি, বেঁচে গেল ইংল্যান্ড

'কারও বাবার ক্ষমতা থাকলে, ওদের থামিয়ে দেখাক', রোহিত-কোহলির জন্য বিরাট মন্তব্য প্রাক্তন ক্রিকেটারের

দু'দশক পরে কমনওয়েলথ গেমস ফিরছে ভারতে, আয়োজন করবে আহমেদাবাদ

'ক্রিকেটার না হলে ব্যবসায়ী হতাম, প্রচুর টাকার মালিক হতাম', অবসরের বড় ইঙ্গিত দিলেন সূর্য

চোখই বলে দিতে পারে শরীরে হানা দিয়েছে কোন মারাত্মক রোগ! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত

‘কহো না প্যায়ার হ্যায়’-এর নায়িকা ছিলেন করিনা! কিন্তু শুটিংয়ের আগেই তাঁকে কেন ছেঁটে ফেলেন রাকেশ রোশন?

ভারত-শ্রীলঙ্কায় হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছাড়পত্র পেল নেপাল ও ওমান

ইজরায়েলি হেফাজতে এখনও ৯,১০০-রও বেশি প্যালেস্তিনীয়, বন্দিদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ বাড়ছে

লরেন্স বিষ্ণোইয়ের হুমকিকে বুড়ো আঙ্গুল! ‘মহাভারত’-এর কর্ণকে শেষ প্রণাম জানাতে হাজির সলমন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই তৎপর পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশকর্মী, শুরু বিভাগীয় তদন্ত

ব্রাত্য বসুর 'শেকড়'-এর টানে এপার বাংলায় চঞ্চল চৌধুরী

ভারত-পাককে মাটি ধরিয়েছিল বিশ্বকাপে, বাংলাদেশ, তুমি পথ হারাইয়াছ!

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী মধুমতী, হেলেনের প্রতিদ্বন্দ্বী তথা অক্ষয়ের প্রথম নাচের এই গুরুকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

মেদ ঝরাতে রাতে কখন খাবেন? ডিনারের সঠিক সময় জানলেই দ্রুত কমবে ওজন

মোমের মতো গলবে খারাপ কোলেস্টেরল, হার্ট থাকবে একেবারে ফিট! এই টক ফলের জাদুতেই বৃদ্ধ বয়সেও থাকবেন সুস্থ

আচমকাই রেলের ওয়েটিং রুমে হানা দিল এসটিএফ, কিছু বুঝে ওঠার আগেই বামাল সমেত ধরা পড়ল পাঁচ ‘অপরাধী’

দীপাবলিতে বাজি পোড়াবে সন্তান? আলোর উৎসবে অজান্তেই অন্ধকার ভবিষ্যৎ, কী করে বাঁচাবেন

ভূতের অতীত, ভূতের বর্তমান, ভূতের ভবিষ্যৎ, তত্ত্বতালাশ আজকাল ডট ইনের

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই চাপে ভারত, চোট পেয়ে গেলেন এই অলরাউন্ডার

কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

পুষ্টিগুণে ঠাসা চিয়া সিড, তবু এখানেই লুকিয়ে বিপদ! জানেন কোন অসুস্থতায় এই বীজ এড়িয়ে চলা উচিত?

উত্তপ্ত কিশোর ভারতী, বিক্ষোভ-লাঠিচার্জ, দিমিদের আক্রমণ সমর্থকদের

মহিলাদের বিশ্বকাপে বড় ধাক্কা খেলেন হরমনপ্রীতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগেই নামল শাস্তির খাঁড়া