আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের দিন, লাল কেল্লা থেকে বড় ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা করেন জিএসটি সংস্কারের। ১৫ আগস্ট মোদি বলেন, প্রধানমন্ত্রী বলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপরেই বলেন, 'গত আট বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।'
মোদির এই ঘোষণায়, করের বোঝা কমে যেতে পারে কোন কোন দ্রব্যের দাম কমতে পারে? গত কয়েকদিন ধরেই জল্পনা তা নিয়েই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির এই ঘোষণার পর, অর্থাৎ জিএসটি সংস্কারের পর, কমে যেতে পারে মোবাইল, কম্পিউটার, রেডি-মিক্স কংক্রিট এবং সিমেন্ট, জুতো, সেরামিক, টাইলস, জ্যামিতি বক্স গাড়ির দাম।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে হস্টেলের বিছানা, পুড়ে ছাই বই-জামা, ভিতরে ২৫ পড়ুয়া! চোখের নিমেষে যা ঘটে গেল...
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। সূত্রের খবর, চারটি ভাগের মধ্যে, দুটি ভাগ বাতিল করা হতে পারে নয়া নিয়মে। তাতে বাদ যেতে পারে ১২ এবং ২৮ শতাংশের স্ল্যাব। ১২ শতাংশ জিএসটি লাগু হয় এখন যেসব দ্রব্যের উপর, তার মধ্যে ৯৯ শতাংশ দ্রব্যের উপরে ৫ শতাংশ লাগু হবে বলে মনে করা হচ্ছে। যেসব দ্রব্যের উপর এতদিন ২৮ শতাংশ লাগু হত, সেগুলির মধ্যে প্রায় ৯০ শতাংশ দ্রব্যের উপরেই ১৮ শতাংশ লাগু হতে পারে বলে প্রাথমিক ধারণা বিশেষজ্ঞদের। এতে একদিকে শুল্ক ঝুঁকি কমার আশা অন্যদিকে এই নয়া জিএসটি নিয়মে চাঙ্গা হতে পারে দেশের অর্থনীতিও। তবে উল্লেখ্য, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত আগের নিয়মেই অর্থাৎ আগের সেস চলবে। এপ্রিল থেকে নয়া নিয়ম চালুর সম্ভাবনা।
বিশেষজ্ঞদের মতে, এই দুটি স্ল্যাব বাতিল হলে, এক ধাক্কায় কমতে পারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। তালিকায় থাকতে পারে-টুথপেস্ট, টুথ পাউডার, সাবান, তেল। দাম কমতে পারে মোবাইল ফোন, কম্পিউটার, সাইকেল, বাসনপত্রের। ২৮ শতাংশ স্ল্যাব বাতিল হলে, ১৮ শতাংশ লাগু হলে, কমতে পারে এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি, মোটরসাইকেলের সিট, গাড়ির দাম।
একইসঙ্গে উল্লেখ্য, ১৫ আগস্ট মোদি 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' ঘোষণা করেছেন। বেসরকারি খাতে সরকারিও সাহায্যের জন্য এদিন বৃহৎ কর্মসংস্থার প্রকল্পের ঘোষণা করেন। কী হবে এই প্রকল্পে? মোদি এদিন জানান, যাঁরা বেসরকারি খাতে তাঁদের প্রথম চাকরি শুরু করবেন, সরকার থেকে তাঁদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। দেশ যে কোনও পরিস্থিতিতেই কৃষকদের সঙ্গে আপোস করবে না, এদিন সেই বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী।
