আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে, শেয়ার বাজারে প্রচুর অস্থিরতা। কয়েকদিন বাজার দ্রুত উপরে ওঠে, আবার কখনও কখনও বিনিয়োগকারীদের বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তাঁদের পরিস্থিতি অনেক ভাল। গত ছয় মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলি ভাল লাভ দিয়েছে। ইটি মিউচুয়াল ফান্ডে অনুসারে, এই সময়ে আটটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ১৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। বর্তমানে, ২৮১টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড সক্রিয় ছিল। এখানে লক্ষণীয় বিষয় হল যে, আমরা সেক্টরাল এবং থিম্যাটিক ফান্ড ছাড়া সমস্ত ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের উপর কাজ করেছি। আমরা এই মিউচুয়াল ফান্ডগুলির বৃদ্ধিও বিবেচনা করেছি।

ছয় মাসে সেরা কারা?
গত ছয় মাসে সেরা পারফর্মিং ফান্ড ছিল ইনভেসকো ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। এইভাবে, ইনভেসকো ইন্ডিয়া লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ১৮.৯৭ শতাংশ এবং ইনভেসকো ইন্ডিয়া মিডক্যাপ ফান্ড ২০.৬৩ শতাংশ রিটার্ন দিয়েছে। এর পরে, হেলিওস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ১৬.৫৭ শতাংশ রিটার্ন দিয়েছে। ক্যানাড়া রোবেকো মিড ক্যাপ ফান্ড ১৭.৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে।

গত মাসে, এইচএসবিসি মিডক্যাপ ফান্ড ১৬.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। মিরে অ্যাসেট স্মল ক্যাপ ফান্ড ১৫.৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে এবং মিরে অ্যাসেট মিডক্যাপ ফান্ড ১৫.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ছয় মাসে, মিড-ক্যাপ ফান্ড কোটাক মিডক্যাপ ফান্ড ১৫.৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে।

ইতিবাচক রিটার্ন প্রদানকারী তহবিলগুলি কোনগুলো?
এই পরিসংখ্যানগুলি খতিয়ে দেখলে দেখা যায় যে, এই সময়ের মধ্যে সমস্ত তহবিল বৃদ্ধি পেয়েছে। এই রিটার্ন ২.৭১ শতাংশ থেকে ১৪.৮৮ শতাংশ পর্যন্ত ছিল। গত ছয় মাসে, আইসিআইসিআই প্রু মিডক্যাপ ফান্ড ১৪.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে। তিনটি মিডক্যাপ ফান্ডের কথা বলতে গেলে, ইউনিয়ন মিডক্যাপ ফান্ড, ডাব্লুওসি মিডক্যাপ ফান্ড এবং বন্ধন মিডক্যাপ ফান্ড যথাক্রমে ১৪.১০ শতাংশ, ১৩.৮৫ শতাংশ এবং ১৩.৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। আদিত্য বিড়লা এসএল স্মল ক্যাপ ফান্ড ১২.২১ শতাংশ রিটার্ন দিয়েছে। ডিএসপি স্মল ক্যাপ ফান্ডও ১২.২১ শতাংশ রিটার্ন দিয়েছে।

সর্বোচ্চ তহবিলের রিটার্ন কত?
সম্পদ অনুসারে, দেশের বৃহত্তম স্মল-ক্যাপ ফান্ড, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, গত মাসে ১০.৯০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড এবং বন্ধন লার্জ ক্যাপ ফান্ড গত ছয় মাসে ১০.০৪ শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডও ১০.০৬ শতাংশ রিটার্ন দিয়েছে। আইটিআই ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড ১০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই স্মল-ক্যাপ ফান্ডটি দুই অঙ্কের রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন- কোনও ফি ছাড়াই এসবিআই থেকে মিলবে চার লাখ টাকা পর্যন্ত ঋণ! কারা পাবেন? জানুন ...