আজকাল ওয়েবডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ভারতীয় ক্রিকেটে এই শব্দটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। জসপ্রীত বুমরা ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলেননি। এশিয়া কাপে যদিও বা খেলেন গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়া তাঁকে খেলানো হবে না। এদিকে শোনা যাচ্ছে, অক্টোবরে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্টে তিনি অনিশ্চিত।
এটা ঘটনা, লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন জসপ্রীত বুমরা। তিন টেস্ট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৪। পরিসংখ্যানের নিরিখে পারফরম্যান্স খারাপ হয়তো নয়। কিন্তু সমস্ত টেস্টে খেলেননি বলেই নানান মহল থেকে সমালোচিত হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে বুমরার পাশে দাঁড়ালেন ভুবনেশ্বর কুমার।
ক্রিকেট স্টোরিজ পডকাস্টে আলাপচারিতায় টিম ইন্ডিয়ার এই পেসার বলেন, বুমরা কত বছর ধরে সমস্ত ফরম্যাটে খেলছে, সেটাও বিবেচনা করা দরকার। যে কোনও ক্রিকেটারের পক্ষেই এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। ওর মতো বোলিং অ্যাকশনে চোট–আঘাতের সম্ভাবনা বেশি থাকে। তাই পাঁচ টেস্টের মধ্যে তিনটে খেললে তাতে সমস্যার কোনও কারণ দেখছি না আমি।’
আরও পড়ুন: যশস্বী বা আকাশদীপ নন, এই ক্রিকেটারকে লম্বা রেসের ঘোড়া বলছেন শাস্ত্রী ...
এটা ঘটনা, বুমরার বোলিং অ্যাকশন প্রচলিত ছকের বাইরে। ভুবনেশ্বরের সংযোজন, ‘যদি কোনও ক্রিকেটার পাঁচ ম্যাচ না খেলে তিনটিতে খেলে বড় অবদান রাখতে পারে, তাহলে সেটা সব সময় গ্রহণযোগ্য। আমার ধারণা, নির্বাচকরা সেটা জানেন। কিন্তু মানুষ তো এটা বুঝতে পারে না যে, এত বছর ধরে বিভিন্ন ফরম্যাটে খেলা কতটা কঠিন।’
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ফাইনালের কয়েক দিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ বুমরা যদি দু’টি ইভেন্টেই খেলেন, তাহলে যে ওয়ার্কলোড নিয়ে এত কথা, সেখানে বিশ্রাম পাচ্ছেন না বুমরা। আর সেখানেই প্রশ্ন। বুমরাকে এশিয়া কাপে খেলানো হবে নাকি টেস্ট সিরিজে? কারণ এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। এই দু’টো টেস্ট সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়বে ভারত। আবার পরের বছরে টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ এবারের এশিয়া কাপ। ফলে বুমরাকে নিয়ে বিসিসিআই এখন উভয় সংকটে। এই পরিস্থিতিতে বুমরার পাশে দাঁড়ালেন ভুবি।
এদিকে, শোনা যাচ্ছে এশিয়া কাপের দলে থাকলেও সম্ভবত গ্রুপে একটিই ম্যাচ খেলবেন বুমরা। আর সেটি পাকিস্তান ম্যাচ। যেহেতু এশিয়া কাপ এবার টি২০ ফর্ম্যাটে হবে, তাই মাত্র চার ওভার বল করতে হবে বুমরাকে। টেস্টের তুলনায় যা কিছুই নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুমরা খেললে শুধু পাকিস্তান ম্যাচই খেলবেন। বিশ্রাম দেওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচে। এছাড়া বোলিং ব্রিগেডে থাকবেন অর্শদীপ সিং, হর্ষিত রানা। পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া।
এদিকে শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়ত নামতে পারবেন না জসপ্রীত বুমরা। অক্টোবরের ২ থেকে ৬ পর্যন্ত চলবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে অনিশ্চিত এই চ্যাম্পিয়ন বোলার।
