সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৪ ১৯ : ২৪
প্রয়াত উস্তাদ রাশিদ খান। খবরটা শুনেই হাহাকার করছেন প্রয়াত পণ্ডিত যশরাজের মেয়ে দুর্গা যশরাজ। আজকাল ডট ইন যোগাযোগ করতেই সেই আফসোস তিনি চেপে রাখতে পারেননি। বলেছেন, ‘‘পণ্ডিত যশরাজ কিংবা ভীমসেন যোশি যখন চলে গেলেন তখন সান্ত্বনা ছিল, উস্তাদ রাশিদ খান তো রয়েছেন। ওঁদের যোগ্য উত্তরসূরী। তিনিও চলে গেলেন। ওঁর অভাব পূরণ হবে কীভাবে?’’ এখানেই শেষ নয়। দুর্গাজি এও জানান, খুব অল্পবয়সে তিনি সঙ্গীত দুনিয়ায় পা রাখেন। সেই দিক থেকে দেখতে গেলে উস্তাদজির জীবন অনেক বড়, কিন্তু লম্বা নয়। খুব অল্পসময়ে মার্গসঙ্গীতে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন। ওঁর প্রয়াণ সঙ্গীতদুনিয়াকে আরও একবার নিঃস্ব করে দিল।
দুর্গাজির বলা কথা থেকেই প্রশ্ন, বিদগ্ধ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীরা অবশ্য খ্যাতনামী। কিন্তু রাশিদ খান যেন এখানেও ব্যতিক্রমী। সাধারণ মানুষও তাঁর গায়কিতে মুগ্ধ হতেন। তাঁর গান কান পেতে শুনতেন। কেন? গায়িকার যুক্তি, ‘‘শাস্ত্রীয় সঙ্গীতের আলাদা চাহিদা বরাবর। সারা দেশে, সারা বিশ্বে। সেটা আমার বাবাই হোন, ভীমসেন যোশিই হোন কিংবা পণ্ডিত কুমার গন্ধর্ব। একই ভাবে রাশিদ খানও এই তালিকায়। নেপথ্য কারণ, ওঁর গায়কি। ওঁর গানের প্রকাশভঙ্গি। ওঁর গলার মিষ্টত্ব। সব মিলিয়ে শাস্ত্রীয় সঙ্গীতকে এমন সুন্দর করে পরিবেশন করতেন যে শ্রোতা শুনতে বাধ্য হতেন।’’ এও জানান, সাধারণ মানুষের কাছে যিনি প্রিয় তিনিই জনপ্রিয়। খুব ভাল গায়ক বা অভিনেতা। ইন্ডাস্ট্রি তাঁকে মাথায় করে রাখে। কিন্তু সাধারণ মানুষ তাঁকে চেনে না। তা হলে জনপ্রিয়তা পাওয়া সম্ভব নয়। প্রয়াত শিল্পীর সেই সব জায়গা ছুঁয়েছিলেন। তাই তাঁর প্রয়াণে এত শোক।
এই জায়গা থেকেই গায়িকার পছন্দ উস্তাদজির রাগসঙ্গীতের বিলম্বিত আলাপ। ওই অংশেই যেন রাগের রূপ অনেকটা এঁকে ফেলতেন। বাকিটা সম্পূর্ণ করতেন তান পরিবেশনের মাধ্যমে। খেয়ালের পাশাপাশি ঠুংরি গানেও তাঁর অনায়াস গতিবিধি। সব মিলিয়ে উস্তাদজি তাই সম্পূর্ণ গায়ক। একই ভাবে, গান তাঁর কাছে ঈশ্বরের প্রতিনিধি। তাই শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ছায়াছবিতেও কিছু গান গেয়েছেন। এই কারণেও তিনি শ্রোতামহলে জনপ্রিয়।
এটা গায়ক রাশিদ খান। ‘ব্যক্তি’ রাশিদ খান কেমন? গায়িকার দাবি, ওঁর মতো ভালমানুষ দুটো হয় না। তাঁরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছেন। পণ্ডিত যশরাজ হায়দরাবাদে প্রতি বছর হায়দরাবাদে শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব পালন করতেন। নিয়ম করে সেখানে উপস্থিত থেকে গান শোনাতেন প্রয়াত শিল্পী। পণ্ডিত যশরাজের পরে তাঁর মেয়ে এখন সেই উৎসবের কর্ণধার। রাশিদজি তাঁকেও নিরাশ করেননি। এছাড়াও, দেশের বাইরে, দেশের মধ্যে অন্যত্র সঙ্গীতের জলসায় তাঁরা একসঙ্গে উপস্থিত থেকেছেন। বলতে বলতে গলা ধরে এসেছে গায়িকার। দুর্গাজির স্মৃতিরোমন্থন, ‘‘বাবা করোনাকালে প্রয়াত। রাশিদজিও ততদিনে ক্যান্সারে আক্রান্ত। তার মধ্যেও বাবা চলে যাওয়ার পর নিয়ম করে একদিন অন্তর ফোন করতেন। মা কেমন আছেন, আমি কেমন আছি, পরিবারের বাকিরা? খুঁটিয়ে খবর নিতেন। কতটা আপন হলে কোনও মানুষ নিয়ম করে বন্ধুস্থানীয়ের পরিবারের সবার খোঁজ নেন? অত্যন্ত মানবিক ছিলেন তিনি।’’
এমন মানবিক, অনুভূতিশীল শিল্পীর মনে কোনও আফসোস, হতাশা? প্রশ্ন শুনে সংযত দুর্গা যশরাজ। কয়েক সেকেন্ডের জন্য থমকে। তারপর শান্ত গলায় বললেন, ‘‘মানুষটা সদ্য চলে গিয়েছেন। আমরা না হয় শ্রেষ্ঠ শিল্পী হিসেবেই তাঁকে মনে রাখি? যাঁর গায়কিতে যে কোনও রাগসঙ্গীত নিমেষে জীবন্ত হয়ে উঠত! অতীত খুঁড়ে বের করে কী লাভ?’’
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!