আজকাল ওয়েবডেস্ক:‌ উঠেছে একের পর এক অভিযোগ। তাতে বেশ চাপে যশ দয়াল। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী। পাশাপাশি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে। দুটো অভিযোগেই মামলা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেন না যশ। তাঁর ক্রিকেট কেরিয়ার কি তবে শেষের পথে? উঠল এই প্রশ্ন।


চলতি বছর উত্তরপ্রদেশ টি২০ লিগে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল যশের। কিন্তু তাঁকে খেলতে নিষেধ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। কারণও জানিয়ে দেওয়া হয়েছে। যে হেতু মামলা চলছে ও যশকে গ্রেপ্তার করা হবে না, এমন কোনও নির্দেশ আদালত দেয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলা না মেটা পর্যন্ত যশকে খেলতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
জুন মাসে গাজিয়াবাদে যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ, পাঁচ বছর ধরে যশের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই সময়ে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন যশ। তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাল্টা তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যশ।


তার মাঝেই যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে যশের আলাপ। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন যশ। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অছিলায় তাঁকে একটি হোটেলে ডাকেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। পরে আরও কয়েক বার তাঁর সঙ্গে সহবাস করেছেন যশ। জয়পুরের সাঙ্গান থানায় অভিযোগ করেন তিনি। প্রথম সহবাসের সময় নির্যাতিতা নাবালিকা থাকায় যশের বিরুদ্ধে পকসো ধারা মামলা রুজু করা হয়েছে।


এদিকে, যশ আবেদন করেছিলেন, তাঁকে যাতে গ্রেপ্তার না করা হয়। গত ৬ আগস্ট মামলার শুনানিতে রাজস্থান হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি। যেহেতু আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি, তাই উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থাও তাঁর পাশে দাঁড়াল না।
এই পরিস্থিতিতে যশের কেরিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছে। কয়েক মাসের মধ্যে আইপিএলের ছোট নিলাম হবে। তার আগে যশকে ছেড়ে দিতে পারে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, যশকে দলে রাখলে তাদের নিয়েও বিতর্ক হতে পারে। এই ধরনের অভিযোগ ওঠার পর ভবিষ্যতে ভারতের কোনও স্তরের ক্রিকেটে যশকে নেওয়া হবে কি না, তা নিয়েও বিরাট প্রশ্ন উঠে গেল। 

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে বেন ডাকেটকে আউট করার পর দেওয়া বিতর্কিত ‘সেন্ড–অফ’ নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় পেসার আকাশ দীপ। খেলা চলাকালীন দেখা গিয়েছিল ওই সময় আকাশ ডাকেটের কাঁধে হাত রেখে কিছু কথা বলেছিলেন। যা দেখে অনেকেই আইসিসির হস্তক্ষেপের দাবি তুলেছিলেন। এমনকি সতীর্থ কেএল রাহুলকে হস্তক্ষেপ করে আকাশকে সরিয়ে নিতে হয়, যাতে বড় কোনও ঝামেলা না হয়। কিন্তু আদতে সেরকম কিছুই ঘটেনি। সিরিজ শেষের পর অবশেষে রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথপোকথন ফাঁস করলেন আকাশদীপ।