আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরাকে নিয়ে চর্চা তুঙ্গে। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে থেকেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা চলছে। তারকা পেসারের তিন টেস্টে খেলার কথা আগাম ঘোষণা করা হয়। সিরিজ শেষ হয়ে গেলেও বুমরাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো নিয়ে আলোচনা চলছে। কিন্তু তারকা পেসারের সাহসকে কুর্নিশ জানালেন অজিঙ্ক রাহানে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির আগে নিজের ওয়ার্কলোড সম্পর্কিত তথ্য টিম ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়ে দেন বুমরা। পাঁচ ম্যাচের সিরিজের আগেই বুমরা বিসিসিআই, অধিনায়ক শুভমন গিল এবং হেড কোচ গৌতম গম্ভীরকে জানিয়ে দেন, তিনি সব টেস্টে খেলতে পারবেন না। সেই অনুযায়ী প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেন। তারমধ্যে দু'বার হেডিংলি এবং লর্ডসে পাঁচ উইকেট নিয়েছেন। সিরিজে মোট ১৪ উইকেট নেন। 

সবকিছু নিয়ে বুমরাকে বাহবা জানান প্রাক্তন তারকা। রাহানে বলেন, 'বুমরার পরিস্থিতি নিয়ে আমার একটা বিষয় ভাল লেগেছে, ও নিজে কী চায় সেই বিষয়ে স্পষ্ট ছিল। সিরিজের আগে থেকেই ও সেটা জানত। ও নিজেই বলেছিল, আমি প্রথম টেস্টে খেলব, দ্বিতীয় টেস্টে খেলব না, আবার তৃতীয়তে খেলব। একজন অধিনায়কের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়। এটা প্রমাণ করছে, ওর নিজের কথা স্পষ্টভাবে বলার সাহস আছে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই বার্তা দেন রাহানে। তার সততারও প্রশংসা করেন। দাবি, ভারতীয় ক্রিকেটে সচরাচর এমন দেখা যায় না। এই প্রসঙ্গে রাহানে বলেন, 'ওর আচরণ স্পষ্ট বলে দিচ্ছে, নিজের থেকে দলকে আগে রেখেছে। ভারতের হয়ে খেলার সময় এটা করা সহজ নয়। অনেক সময় প্লেয়াররা নিজেদের মনের কথা দলকে জানায়।‌ কিন্তু তারপর বাদ পড়ে।' 

গোটা সিরিজ বুমরাকে পেতে হলে, কীভাবে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে, সেই নিয়ে পরামর্শ দেন। রাহানে বলেন, 'ওর অদ্ভুত অ্যাকশনের জন্য শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। বুমরাকে টানা পাঁচটা টেস্টে খেলাতে হলে, তাঁকে ছোট ছোট স্পেলে বল করাতে হবে। যেমন তিন-চার ওভার।' ইংল্যান্ডের বিরুদ্ধে যে দুটো টেস্টে তারকা পেসার খেলেছেন, দুটো টেস্টই হারে ভারত। তবে তাসত্ত্বেও রাহানে মনে করেন, বুমরার উপস্থিতি ম্যাকালামের দলের 'বাজবল' স্টাইলকে ব্যাহত করে। রাহানে বলেন, 'আমার মনে হয়, বুমরা যেই টেস্টে খেলেছে, ইংল্যান্ড সতর্ক ছিল। পুরোদমে বাজবল খেলতে পারেনি ইংল্যান্ড। বুমরা না থাকায় চাপমুক্ত হয়ে খেলেছে। ওকে সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তাহলেই ওর সেরাটা বেরিয়ে আসবে।' পরের বছরের শুরুতে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। তার জন্য তারকা পেসারকে অক্ষত রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই বছরের বাকি সময়ে খুব বেশি সিরিজে হয়ত দেখা যাবে না বুমরাকে।