বিবাদ ভুলে প্রাক্তনের কাছেই ফিরলেন ওপার বাংলার সুপারস্টার শাকিব খান? প্রাক্তন স্ত্রী বুবলীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পাড়ি দিলেন বিদেশে? তবে কি জোড়া লাগছে তাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক? বর্তমানে এইসব প্রশ্নে তোলপাড় সমাজমাধ্যম। বুবলীর সঙ্গে একান্তে ছুটি কাটাতে আমেরিকায় পাড়ি দিয়েছেন শাকিব খান। সেই গুঞ্জন আগে শোনা গেলেও, এবার স্পষ্ট হল। সমাজমাধ্যমে শাকিবের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করেছেন প্রাক্তন স্ত্রী বুবলী।
বুবলীর ভাগ করে নেওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাত ধরে সবুজ ঘাসের উপর হাটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব। শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাঁদের প্রশংসা করছেন। অনেকেই আবার বলছেন, তাঁদের এভাবে দেখে এবার কি করবেন শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস?

প্রসঙ্গত, দু'বছর আগে বড়ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তাঁরা। দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন। দু'বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান।

শবনম বুবলী ও শাকিব খানের একগুচ্ছ রোমান্টিক ছবি যখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন সাদা শাড়ি পরে বাংলাদেশের বনানীর একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে অপু বিশ্বাসকে। শাকিব ও বুবলী অন্তরঙ্গ অবস্থায় দেখে কি চটে লাল অপু বিশ্বাস? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অপু বলেন, "কী আর বলব? মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে অন্যকে নাও ভালবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি অন্যকে ভালবাসেন, আমাকে নাই ভালবাসতে পারেন। এটাই আসলে সত্যি।"
অপু আরও বলেন, "ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই কিছু ব্যক্তিগত মতামত নিজের মধ্যেই থাকা ভাল। তারকাদেরও ব্যক্তিগত কিছু স্বাচ্ছন্দ্যবোধ থাকতেই পারে।"
তিনি আরও বলেন, "আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি একজন ভাল মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারব। আর দর্শকের উদ্দেশে বলব, তাঁদের কাছে অনেক ভালবাসা আর আশীর্বাদ পেয়েছি, তাঁরা যেন সব সময় সে ভালবাসা আর আশীর্বাদে আমাকে ভরিয়ে রাখেন।"
এদিকে শোনা গিয়েছিল অপু, বুবলীকে ভুলে অভিনেতার মন মজেছে মিষ্টি জান্নাতে। সম্প্রতি বিমানে বসে একটি নিজস্বী তুলেছিলেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে নায়িকার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু যত জল্পনা। তা হলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতা? এর আগে অপু-বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল শাকিবের জন্য পাওয়া গেছে একজন ডাক্তার পাত্রী। আর শাকিবের সেই ডাক্তার পাত্রীই নাকি দাঁতের ডাক্তার মিষ্টি জান্নাত। যদিও এ বিষয়ে মুখ খোলেননি কেউই।
