বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | পড়ুয়াদের জন্য প্রস্তুত করে দেওয়া হয় চার বছরের 'রোড ম্যাপ', নবাগতদের স্বাগত জানাতে এসআইটি-তে 'শুভারম্ভ ২০২৫'

রিয়া পাত্র | ০৩ আগস্ট ২০২৫ ১৪ : ১৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নতুনদের স্বাগত জানানোর প্রয়াস বহুদিনের। যাঁরা নবাগত, যাঁরা পথ হাঁটবেন আর অনেকটা, তাঁদের সেই চলার পথ আরও একটু আলোকিত, সুন্দর করে তোলাই লক্ষ্য। টেকনো ইন্ডিয়া গ্রুপের শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ‘শুভারম্ভ ২০২৫। কলেজের উদ্যোগে এই আয়োজন নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রথম ভাগে পথ দেখানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

১ অগাস্ট অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিভাগ অনুযায়ী নির্ধারিত সময় ও স্থানে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানরা কলেজের শৃঙ্খলা, পাঠক্রমের কাঠামো, সিলেবাস সংক্রান্ত দিকনির্দেশনা, ল্যাব ও ইন্ডাস্ট্রি এক্সপোজার, উচ্চশিক্ষার সুযোগ এবং কেরিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের কাছে শুধু একজন শিক্ষক নন, বরং ভবিষ্যতের সম্ভাবনার পথপ্রদর্শক হয়ে ওঠেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশ্ন করার আগ্রহ জাগাতে এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে উদারভাবে মতামত ও পরামর্শ প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিকে যেমন কলেজ জীবনের নানান দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন একেবারে শুরুতেই, অন্যদিকে তেমনি ভবিষ্যতের পথচলার একটি সুস্পষ্ট রূপরেখাও পেয়ে যান।

আরও পড়ুন: এখনই তুমুল ঝড়-জল শুরু হবে তিন জেলায়, মুহুর্মুহু বাজ পড়বে কলকাতায়! বাইরে বেরনোর আগে দেখুন আবহাওয়ার

মোটের ওপর প্রাথমিক পর্যায়ে অসংখ্য নবাগত শিক্ষার্থীর অংশগ্রহণে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উৎসাহ ও উৎসবের আবহে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস, নিয়মনীতি, শিক্ষক-শিক্ষিকা এবং একাডেমিক পরিবেশ সম্পর্কে প্রত্যেককে অবগত করার মাধ্যমে ‘শুভারম্ভ’নবাগতদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, তা অনেক পথ পেরিয়ে যাওয়ার পরেও, থেকে যাবে স্মৃতিচারণায়। 

 

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেশনাল স্টাডিজের প্রিন্সিপাল ইনচার্জ ডঃ অরুন্ধতী চক্রবর্তী বলেন, ‘এসআইটি-র পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও নবীন ছাত্র-ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘শুভারম্ভ ২০২৫। গতকাল, শুক্রবার থেকে এই বিশেষ কর্মসূচির শুভ সূচনা হয়েছে। বলা যেতে পারে, আগামী চার বছরের শিক্ষা-জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল ।‘ তিনি আরও বলেন, ‘১ অগাস্ট থেকে শুরু হওয়া এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আগামী ১৫ দিনে নবাগত ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে দিশা দেখানো হবে। শুধু একাডেমিক পাঠ্যক্রম নয়—যোগব্যায়াম, খেলাধুলা, ভবিষ্যতের উদ্যোক্তা হওয়ার পথ, কর্পোরেট জগতের অন্তর্জগৎ, তথ্যপ্রযুক্তি সংস্থা, বিনিয়োগ ক্ষেত্র এবং ব্যাঙ্কিং সেক্টরের মতো বাস্তবমুখী বিষয়গুলির সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন, যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পরিকল্পনায় দিশা দেখাবে। ‘

ডঃ চক্রবর্তী বলেন, ‘শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি বরাবরই ছাত্র-কেন্দ্রিক শিক্ষাদানের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তাই মূল কোর্স শুরু হওয়ার আগে আমরা একটি ‘ব্রিজ কোর্স’ চালু করি। এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পূর্বপ্রাপ্ত জ্ঞান কতটা বিষয়ভিত্তিক প্রস্তুত, তা যাচাই করা হয়। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষাগত পটভূমি থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে শিখণের যে বৈষম্য থাকে, তা দূর করা যায়।‘

তিনি এও জানান, ছাত্রছাত্রীদের চাহিদা ও পূর্বঅভিজ্ঞতা অনুসারে এসআইটি কর্তৃপক্ষ তাঁদের জন্য আগামী চার বছরের একটি সুপরিকল্পিত ‘রোড ম্যাপ’ প্রস্তুত করে দেয়, যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যেতে পারে।

 

পাশাপাশি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রশাসক (Administrator) শ্রী তমাল গুহ বলেন, 'শুভারম্ভ ২০২৫’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির জায়গা, যেখানে শিক্ষার্থীরা তাঁদের স্বপ্নের যাত্রা শুরু করে। কর্তৃপক্ষের বিশ্বাস, একটি শক্তিশালী ভিত্তি তৈরি করাই ভবিষ্যতের সফলতার চাবিকাঠি। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রছাত্রীকে কেবল একাডেমিকভাবে নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সকল নবাগত শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।'

এছাড়াও এদিন তিনি সমস্ত বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রশাসনিক ও কারিগরি বিভাগে যুক্ত সকল স্তরের কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, 'এত বড় একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে সকলের মিলিত প্রয়াস, নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন এবং প্রতিটি ক্ষুদ্র বিষয়ে নজর দেওয়ার যে নিষ্ঠাবান প্রচেষ্টা এই অনুষ্ঠানে দেখা গিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।'


দেশের বিভিন্ন স্থানে চা, পকোড়ার স্টল দিয়ে প্রতীকী প্রতিবাদ মোদির জন্মদিনে ‘‌বেরোজগারি দিবস’‌ পালন যুব কংগ্রেসের

অবশেষে জল্পনা দূর হল, আমিরশাহি ম্যাচ বয়কট করছে না পাকিস্তান, ম্যাচ রেফারি সেই বিতর্কিত পাইক্রফ্টই

দীর্ঘ টালবাহানার অবসান, পুজোর আগেই এল সুখবর

হুগলির গর্ব আজ স্মৃতির অতল অন্ধকারে, বিশ্বকর্মা পুজোতে ডানলপের গেটে ভিড় অশ্রুসিক্ত প্রাক্তন শ্রমিকদের

মরশুম বদলালেই গলায় খুসখুস? দামি ওষুধ নয়, এই ৫ ঘরোয়া উপায়েই মিলবে দ্রুত আরাম

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে ওয়াক্‌ফ সম্পত্তি ধ্বংসের আশঙ্কা: আসাদুদ্দিন ওয়াইসি

'ও অনেকটা কামিন্সের মতো', ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা'কে নিয়ে সমর্থকদের আশ্বস্ত করছেন ম্যাকলারেনের বন্ধু

'তুমি তো কোনওদিন মা হতে পারবে না', রাজস্থানে মহিলার গায়ে আগুন লাগিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকেরা

ওজন ঝরাতে চিয়া সিডসে ভরসা! কারা কারা ভুলেও খাবেন না? বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

নতুন নায়কদের ‘কুকুর’-এর মতো ব্যবহার করেন পূজা ভাট? শিউরে ওঠার মতো সব অভিযোগ জনপ্রিয় মডেল-অভিনেতার!

৭৫ বছর বয়সে কোনও রিয়েল এস্টেট, শেয়ার এবং সোনা নেই, প্রধানমন্ত্রী মোদি কোথায় বিনিয়োগ করেছেন?

পার্লারে গিয়ে রূপচর্চার আগে সাবধান! কোন ৪ ফেসিয়াল মুখ নষ্ট করে দেবে, বিশেষজ্ঞ জানিয়ে দিলেন

লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে আসছে কেন মার্কিন সেনা, কী পরকল্পনা করছে ইউনূস সরকার?

হ্যান্ডশেক বিতর্কের জল গড়াল এতদূর! আমিরশাহি ম্যাচ বয়কট পাকিস্তানের?

তালপাতার সেপাই থেকে পোড়ামাটির পুতুলের বাঁশি, পুতুলনাচের এই ইতিকথাই তুলে ধরেছিল ‘খামখেয়াল’

মূত্রে ঝাঁঝালো গন্ধ বা অতিরিক্ত ফেনা! কোন কোন উপসর্গ দেখে বুঝবেন শরীরে মারণ রোগ বাসা বাঁধছে, মিলিয়ে দেখুন

হঠাৎই ব্রাজিল কোচের পদ ছাড়ার কথা অ্যানচেলোত্তির মুখে, কেন? কোথায় কোচিং করাতে চান তিনি?

জঙ্গল সাফারি চালু হতেই ডুয়ার্সে জিপসি চালকদের দেওয়া হচ্ছে বাঁশের ঝুড়ি, কেন?

আদালতের আদেশে আদানি গ্রুপ নিয়ে ১৩৮ ভিডিও ও ৮৩ ইনস্টাগ্রাম পোস্ট সরানোর নির্দেশ, সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ক্ষোভ

জেমিনিকে দিয়ে নিখুঁত শাড়ি পরা ছবি তৈরি করতে চান, এড়িয়ে চলুন এই পাঁচটি ভুল

ভাজাভুজি ছাড়া জুত হয় না? দিনে ঠিক কতটা তেল শরীরে ঢোকা উচিত, সঠিক পরিমাণটা জেনে রাখুন

‘ওই সম্পর্কটাকে সাংঘাতিক গুরুত্ব দিতেন প্রিয়াঙ্কা…’ শাহরুখের সঙ্গে ‘দেশি গার্ল’-এর ঘনিষ্ঠতাকেই কি ইঙ্গিত জনপ্রিয় বিজ্ঞাপনী নির্মাতার?

সোশ্যাল মিডিয়া