আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট এমনই এক খেলা, যা আচম্বিতেই অখ্যাত-অনামী ক্রিকেটারদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। করে তোলে বিখ্যাত। 

চল্লিশ বছর বয়সী মহেশ তাম্বে এতদিন ছিলেন অখ্যাত। কেউ তাঁর নামও শোনেননি। কিন্তু ফিনল্যান্ডের এই ক্রিকেটার রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। মিডিয়াম পেসার মহেশ তাম্বে বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়ে ফেললেন। 

এস্তোনিয়ার বিরুদ্ধে ৮ বলের মধ্যে ৫ উইকেট নেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।এস্তোনিয়ার বিরুদ্ধে মহেশ তাম্বে ২ ওভার হাত ঘুরিয়েছেন। ১৯ রানের বিনিময়ে তিনি পাঁচ-পাঁচটি উইকেট দখল করেন। ম্যাচের সেরাও হন তিনি। 

আরও পড়ুন: সাড়ে ছ’লক্ষ টাকার জার্সি নিমেষে গায়েব! জুয়ার নেশায় এ কী করলেন নিরাপত্তারক্ষী? ভারতীয় ক্রিকেটের হেডঅফিসে ধুন্ধুমার

এর আগে এহেন রেকর্ডের মালিক ছিলেন বাহারিনের  জুনায়েদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে প্রথম ১০ বলেই তিনি ৫ উইকেট নিয়েছিলেন। টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নেন রশিদ।

ভারতীয় বংশোদ্ভূত মহেশ তাম্বেকে বোলিংয়ে আনা হয় ম্যাচের ১৭-তম ওভারে। তার পরেই শুরু হয় ম্যাজিক। বল হাতে ভেল্কি দেখান তিনি। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তাম্বে ফিরিয়ে দেন সাহিল চৌহানকে।

টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে সাহিলের। তিনি ২৭ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ফিনল্যান্ডের বিরুদ্ধে ১৪ বলে ২৩ রান করেন সাহিল। তিনি তাম্বের শিকার। 

 

?ref_src=twsrc%5Etfw">July 28, 2025

পরের বলেই তাম্বে ফেরান মহম্মদ উসমানকে। ওভারের শেষ বলে তাম্বের শিকার এস্তোনিয়ার ওপেনার স্টেফান গুচ। পরের ওভারে ফের চলে তাম্বে জাদু। প্রথম দুই বলে তাম্বের শিকার রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালা। তাম্বের দাপটে ১৪১ রানেই শেষ হয়ে যায় এস্তোনিয়া। পুরোদস্তুর ২০ ওভার ব্যাট করতে পারেনি এস্তোনিয়া। 

রান তাড়া করতে নেমে ম্যাচ জিততে সমস্যা হয়নি ফিনল্যান্ডের। ওপেনার অরবিন্দ মোহনের পঞ্চাশের সৌজন্যে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। ১৯৮৫ সালে তাম্বের জন্ম। ডান হাতি মিডিয়াম পেসার তিনি। এই চল্লিশেও তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন শুধুমাত্র পরিশ্রমের জন্য। 

 

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাম্বের। প্রতিপক্ষ ছিল সুইডেন। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই মহেশ তাম্বের প্রথম ৫ উইকেট। এই রেকর্ড গড়া পারফরম্যান্স তাম্বেকে নিমেষে বিখ্যাত করে দিল। 

আরও পড়ুন: 'স্টোকস সেঞ্চুরি করার পরে কেন ডিক্লেয়ার করা হল না', ইংল্যান্ডের 'গলাবাজি' নিয়ে সরব গাভাসকর