আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দল আসলে কার? কার অঙ্গুলিহেলনে চলছে? ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে।এই ভারতীয় দলের বস কে? শুভমান গিল নাকি গৌতম গম্ভীর

শুভমান গিল অধিনায়ক হওয়ার পরে তাঁর কণ্ঠস্বর কি শোনা গিয়েছে ড্রেসিংরুমে? ভারতের টিম সিলেকশন নিয়ে প্রশ্ন উঠছে। কুলদীপ যাদবকে সুযোগই দেওয়া হল না। প্রশ্ন উঠছে, প্রথম একাদশ নির্বাচন করছেন কে? ম্যানচেস্টার টেস্টের অবস্থা এখন যা, তাতে ভারত ম্যাচ বাঁচানোর লড়াই লড়ছে। তার পর আরও একবার গিল-গম্ভীর কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠছে।

হর্ষ ভোগলে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকে প্রশ্ন করছেন, ''শুভমান গিলের কাছে কাজটা কতটা সহজ বা কঠিন যে সে গিয়ে গৌতম গম্ভীরকে বলবে, জেন্টেলম্যান এটা আমার দল?''

আরও পড়ুন:  '২৬ জুলাই ইস্টবেঙ্গল হারে না', কল্যাণীতে ডার্বি জিতে আশিয়ানের স্মৃতিতে ডুব দিলেন লাল-হলুদের 'ডাক্তারবাবু'

হর্ষর প্রশ্নের জবাবে গাভাসকর বলেন, ''আমাদের সময়ে কোচ ছিল না। প্রাক্তন ক্রিকেটাররাম্যানেজার হিসেবে ছিলেন অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। লাঞ্চের সময়ে ওরা কোনও পরামর্শ দিত অথবা খেলার শেষে বা শুরুতে পরামর্শ দিত। ফলে আমার পক্ষে এই বিতর্কে ঢোকা সম্ভব নয়। আমি যখন ক্যাপ্টেন ছিলাম, তখন কোনও প্রাক্তন খেলোয়াড় ম্যানেজার হিসেবে ছিল না। দুরানি, রাজ সিং দুঙ্গারপুর ছিলেন। প্রাক্তন ক্রিকেটার এরাপল্লি প্রসন্নকে পেয়েছিলাম আমরা। উনি দুর্দান্ত ছিলেন'' 

Former team-mates Sunil Gavaskar and Kapil Dev share a laugh at a book launch, Mumbai, October 1, 2023

কিন্তু দিনের শেষে তো দলটা অধিনায়কের? সানি বলছেন, ''ঘটনা হল দিনের শেষে তো দলটা অধিনায়কেরই। দিনের শেষে মানুষ কিন্তু অধিনায়কত্ব নিয়েই কথা বলবে। দিনের শেষে কলটা কিন্তু ক্যাপ্টেনেরই। ম্যাচে অধিনায়ককেই কিন্তু দায়িত্ব নিতে হয়অধিনায়কই তো সামনে থেকে দলটাকে নেতৃত্ব দেয়'' ভাল হলে কৃতিত্ব অধিনায়কের। খারাপ হলে দায় তাঁরই। 

গম্ভীর কোচ হওয়ার পর সফরের মাঝপথেই অবসর নিয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সফরে দল যাওয়ার আগে টেস্ট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। তার ঠিক পাঁচ দিন পরেই বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন। ভারতীয় ক্রিকেটের বড় নামরা ধীরে ধীরে সরে যাচ্ছেন। মহম্মদ কাইফের মতো ক্রিকেটব্যক্তিত্ব মনে করছেন জশপ্রীত বুমরাহও যদি টেস্ট থেকে অবসর গ্রহণ করে ফেলেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গম্ভীরের সময় নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ায় হারের পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে সমালোচনার ঝড় কিছুটা বন্ধ হয়েছিল। তার পরই ভারতীয় ক্রিকেটে শুরু হয় সন্ন্যাস পর্ব। যা নিয়ে উত্তাল হয় দেশীয় ক্রিকেট। 

Pravin Amre, Sachin Tendulkar, Kapil Dev, Sunil Gavaskar and Dilip Vengsarkar at a book launch, Mumbai, October 1, 2023

গৌতম গম্ভীরের মতো ব্যক্তিত্বের উপস্থিতির জন্যই গিলের মতো তরুণ ক্রিকেটারের পক্ষে নিজের বক্তব্য পেশ করা হয়তো সহজ হচ্ছে না। দল নির্বাচনেও তাঁর গলা শোনা যাচ্ছে না। গৌতম গম্ভীরই পক্ষান্তরে সব কিছু করছেন। ভারত এখন সিরিজ হারের সামনে। ম্যানচেস্টারে হার বাঁচাতে না পারলে সিরিজ ইংল্যান্ডের। তখন কিন্তু আরও বেশি করে গম্ভীরের দিকে উড়ে আসবে সমালোচনা। গম্ভীর কি তখন তা সামলাতে পারবেন? 

আরও পড়ুন: এশিয়া কাপে একবার নয়, তিন-তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান, কীভাবে?