আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের বাকি থাকা কাজ দ্রুত করতে চান তাহলে সেখান থেকে আপনার কাছে সেরা অপশন হতে পারে পার্সোনাল লোন। এখান থেকেই আপনি নিজের সমস্ত বাকি থাকা কাজ করে নিতে পারবেন। সেই তালিকায় চিকিৎসা, বিয়ে, পড়াশোনা, বাড়ি কেনা-বেচা সবই থাকতে পারে। এটি ক্রেডিট কার্ড বা গোল্ড লোন থেকে একেবারে আলাদা। এর সুবিধা অনেকটাই বেশি থাকে।
 
 বেশিরভাগ পার্সোনাল লোন আপনি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই করতে পারেন। এমনকি এই লোনটি আপনি ডিজিটালভাবেও করতে পারে। সেখানে যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে তাহলেই সেখান থেকে বেশি সমস্যা হবে না। যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে আপনার পার্সোনাল লোন থেকে আপনি নিজের সমস্ত কাজই করতে পারেন। 
 
 পার্সোনাল লোনের আরেকটি বিরাট সুবিধা হল জীবনের যেকোনও প্রয়োজনে আপনি অতি সহজেই নিজের মতো করে লোন নিতে পারে। দ্রুত লোন পাওয়া যায় বলে এর চাহিদা অনেক বেশি। অন্যদিক থেকে দেখতে হলে এটি শোধ করাও আপনার পক্ষে অনেক বেশি সহজ হয়ে থাকে।

 
 যেখানে আপনি গোল্ড লোন, সম্পত্তি বিক্রি করার মতো কাজ করতে অনেকটা সময় চলে যায় সেদিক থেকে দেখতে হলে পার্সোনাল লোন আপনাকে অনেকটা স্বাভাবিক ছন্দ দিয়ে থাকে। আপনি এখানে নিজের ইচ্ছামতো টাকা নিতে পারেন। আবার আপনার সুবিধা মতোই সেই টাকা শোধ দিতে পারেন। সেদিক থেকে দেখতে হলে আপনার পরবর্তী লোনের দিকটিও খুলে যায়।
 
 পার্সোনাল লোনের ক্ষেত্রে একটি সুদের হার স্থির করা থাকে। তার বেশি কেউ আপনার থেকে সুদ নেবে না। ফলে সেখান থেকে আপনি লোন নেওয়ার পরও নিজের বাকি টাকা কীভাবে খরচ করবেন তা নিয়ে ভাবনাচিন্তা করতে পারবেন। পার্সোনাল লোনের একটি বিরাট দিক হল এটি আপনার প্রতিমাসের আয়ের ৪০ শতাংশ হয়ে থাকে। ফলে সেখান থেকে আপনার কাছে বাকি ৬০ শতাংশ টাকা খরচের অপশন থাকে।

 
 পার্সোনাল লোন নিতে হলে আপনাকে বেশি তথ্য দিতে হয় না। সেখানে সাধারণভাবে নিজের পরিচয়, ঠিকানা, আয়ের প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড দিলেই সেখান থেকে অতি সহজেই কাজ হয়ে যায়। এগুলি সঠিক থাকলেই আপনি অতি সহজে পার্সোনাল লোনটি পেতে পারেন।
আরও পড়ুন: হারিয়ে গিয়েছিল ৩০ বছর আগে, ফের সামনে আসতেই তোলপাড়, রইল ভিডিও
 
 যদি আপনার ক্রেডিট স্কোর ভাল থাকে তাহলে সেখান থেকে পার্সোনাল লোন পাওয়া একেবারে জলভাতের সময় হয়ে থাকে। যদি আপনার ক্রেডিট স্তোর ৭৫০ বা তার বেশি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি অতি সহজেই পার্সোনাল লোন পেতে পারেন।
 
 এইচডিএফসি ব্যাঙ্ক পার্সোনাল লোনে সুদ নেয় ১০.৯০ শতাংশ থেকে ২৪ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্ক সুদ নেয় ১০.৮০ থেকে শুরু করে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সুদ নেয় ১০.৯৯ শতাংশ থেকে শুরু করে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদ নেয় ১০.৩০ শতাংশ থেকে শুরু করে ১৫.৩০ শতাংশ। ব্যাঙ্ক অফ বারোদা সুদ নেয় ১০.৪০ শতাংশ থেকে শুরু করে ১৮.২০ শতাংশ।
