আজকাল ওয়েবডেস্ক: আপনার দৈনন্দিন জীবনে আপনি কত ঘন ঘন অশ্লীল ভাষা ব্যবহার করেন? আপনি কোন ধরণের অশ্লীল ভাষা ব্যবহার করেন? একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে একটি সমীক্ষাকে উল্লেখ করে বলা হয়েছে, দিল্লির লোকেরা সবচেয়ে বেশি অশ্লীল ভাষা ব্যবহার করেন। মা, বোন এবং কন্যাদের লক্ষ্য করে অশ্লীল শব্দ রাজধানীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। সমীক্ষা অনুযায়ী, দিল্লির ৮০ শতাংশ মানুষ তাঁদের দৈনন্দিন জীবনে অশ্লীল ভাষা ব্যবহার করেন।

অন্য রাজ্যের মানুষের ভাষা কত ভাল?

দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। উত্তরের এই রাজ্যের ৭৮ শতাংশ মানুষ অশালীন ভাষা ব্যবহারের কথা স্বীকার করেছেন। উত্তরপ্রদেশ এবং বিহার ৭৪ শতাংশ মানুষের মুখের ভাষা খারাপ। রাজস্থানে ৬৮ শতাংশ এবং হরিয়ানায় ৬২ শতাংশ মানুষ অশালীন ভাষা ব্যবহার করেন দৈনন্দিন জীবনে। এরপরেই রয়েছে মহারাষ্ট্র ৫৮ শতাংশ, তার পরে রয়েছে প্রতিবেশী গুজরাট ৫৫ শতাংশ। মধ্যপ্রদেশ ৪৮ শতাংশ এবং উত্তরাখণ্ডে ৪৫ শতাংশ মানুষ অশালীন ভাষার প্রয়োগ করেন। তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে জম্মু ও কাশ্মীর। যেখানে মাত্র ১৫ শতাংশ মানুষ অশালীন ভাষা ব্যবহার করে থাকেন।

সমীক্ষার রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনদের একজন লিখেছেন, “কাশ্মীর গালি ১৫ শতাংশ এবং গুলি ৯০ শতাংশ চলে।” অন্য একজন লিখেছেন, “ইউপি বিহার ভাই ভাই ৭৪ শতাংশ ৭৪ শতাংশ।”

আরও পড়ুন: শুধুই স্বাস্থ্য না অন্য কিছু? উপরাষ্ট্রপতি ধনখড়ের ইস্তফার পরেই সামনে আসছে অনেক তত্ত্ব

সেলফি উইথ ডটার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের অনুশীলন বিভাগের অধ্যাপক ডঃ সুনীল জগলান ‘গালি বন্ধ ঘর অভিযান’ (ঘরে কোনও নির্যাতন নয় অভিযান) চালু করেছেন এবং এই উদ্যোগের অংশ হিসেবে একটি দীর্ঘমেয়াদী সমীক্ষা পরিচালনা করেছেন। সেই সমীক্ষাতেই এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

১১ বছর ধরে পরিচালিত এই সমীক্ষায় ৭০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীরা সমাজের বিস্তৃত অংশের প্রতিনিধিত্ব করেছিলেন। যার মধ্যে ছিলেন যুবসমাজ, অভিভাবক, শিক্ষক, ডাক্তার, অটোচালক, স্কুল ও কলেজের ছাত্র, পুলিশ, আইনজীবী, ব্যবসায়ী, স্যানিটেশন কর্মী, অধ্যাপক এবং পঞ্চায়েত সদস্য।

অশ্লীল ভাষা হল সেই ভাষা যা সমাজের চোখে আপত্তিকর বা রুচি বিরুদ্ধ বলে বিবেচিত হয়। এটি সাধারণত যৌনতা, মলমূত্র বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন শব্দ বা অভিব্যক্তি ব্যবহার করে। এই ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতি এবং সমাজের মধ্যে পার্থক্য দেখা যায়। কিছু ক্ষেত্রে, অশ্লীল শব্দগুলি রাগ, হতাশা বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হতে পারে। তবে, কিছু ক্ষেত্রে এটি কেবল অপমান বা অপমানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। 

আরও পড়ুন: দেশের ৯৫ শতাংশ জুড়ে শুধুই বালুরাশি, তবুও কেন সৌদি আরবকে অন্য দেশ থেকে বালি কিনতে হয়?

অশ্লীল ভাষার ব্যবহার সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি অন্যদের অনুভূতিতে আঘাত করতে পারে এবং সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু ক্ষেত্রে, অশ্লীল ভাষার ব্যবহার আইনি সমস্যাও সৃষ্টি করতে পারে। 

অন্য দিকে, কিছু ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করা মানুষের মধ্যে বন্ধন তৈরি করতে পারে বা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, কিছু গবেষণায় দেখা গিয়েছে যে অশ্লীল ভাষা ব্যবহার করলে রাগ বা ব্যথা উপশম হতে পারে।

অশ্লীল ভাষা একটি জটিল বিষয় এবং এর ব্যবহার বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্নভাবে বিবেচিত হতে পারে।