আজকাল ওয়েবডেস্ক: লেজেন্ডস লিগে ভারত–পাক ম্যাচ বাতিল হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার তো ভারতের সমস্ত ক্রীড়াবিদকেই তোপ দেগে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। তাঁর বক্তব্য, শুধু আইসিসি টুর্নামেন্ট নয়, বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাতেই পাক প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিক ভারত। কতখানি জাতীয়তাবাদ দেখাতে পারে ভারত? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সলমন বাট।
রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল ভারতীয় লেজেন্ডদের। সেই ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।
এদিকে ম্যাচ বাতিলের পরেই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। একই সুরে এবার মুখ খুললেন গড়াপেটায় দোষী সাব্যস্ত সলমন। নিজের ইউটিউব চ্যানেলে ভারতকে কড়া আক্রমণ করে তিনি বলেন, ‘ভারতীয় দলের এমন আচরণ নিয়ে গোটা বিশ্ব কথা বলছে। ক্রিকেট এবং ক্রিকেটভক্তদের প্রতি এটা কেমন বার্তা দিল ভারত? কী দেখাতে বা প্রমাণ করতে চায় ওরা? ওদের প্রমিস করা উচিত, যে বিশ্বকাপ বা কোনও আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না।’ বাটের মতে, কোনও ভাবেই রাজনীতির সঙ্গে খেলোধুলোকে জড়িয়ে ফেলা উচিত নয়। ভারত বার বার সেটাই করছে বলে অভিযোগ তাঁর। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সব কিছুর আলাদা জায়গা আছে। রাজনীতি আর খেলাধুলো এক নয়। তোমরা রাজনীতির সঙ্গে খেলোধুলোকে জড়িয়ে ফেলছো। দয়া করে, আমাদের বিরুদ্ধে কোনও প্রতিযোগিতায় খেলো না। আমি দেখতে চাই, সেটা পারো কি না। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তোমরা কতটা দেশভক্তি দেখাতে পারো।’
আরও পড়ুন: দলে একটিই বদল, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’–এ ভারত–পাক ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। ক্রিকেটারদের সমালোচনা হচ্ছিল। এই পরিস্থিতিতে হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইউসুফ ও ইরফান পাঠান জানিয়ে দেন যে তাঁরা খেলবেন না। তার পরেই খেলা বাতিল করে দেন আয়োজকরা। ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমাও চান তাঁরা। সেই ঘটনায় ধাওয়ানকে নিশানা করেছেন পাকিস্তানের দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। ধাওয়ানকে পচা ডিমের সঙ্গে তুলনা করে তাঁর দাবি, অনেকেরই খেলার ইচ্ছা ছিল। কিন্তু ধাওয়ানের চাপে পড়ে বাকিরা খেলা থেকে সরেছে।
ভারতীয় দলের বয়কটের সিদ্ধান্ত সকলের মিলিত সিদ্ধান্ত নয় বলে মনে করেন সলমনও। পাশাপাশি তিনি নিশানা করেছেন প্রতিযোগিতার আয়োজকদেরও। তিনি বলেন, ‘ওদের মানসিকতা আমি বুঝতে পারছি না। কারা এই সব সিদ্ধান্ত নেয়? চার–পাঁচ জন ঠিক করল যে খেলবে না। ওদের জন্য ম্যাচটাই বাতিল হয়ে গেল। আয়োজকেরা চাপে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’
