আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে। কোনওটি দেখে নেটিজেনরা হাসতে হাসতে লুটোপুটি খান। কোনওটি আবার আবেগপ্রবণ করে দেয় সকলকে। কয়েকটি ভিডিও আবার আনন্দের সঞ্চার যেমন করে, আবার কিছু ভিডিও দেখে ক্ষোভে ফুঁসতে থাকেন সাধারণ মানুষ। 

 

বিয়ে মানেই একগুচ্ছ আচার, রীতি, রেওয়াজ। গায়ে হলুদ থেকে সিঁদুরদান, আচার পালন করতে করতেই ক্লান্ত হয়ে পড়েন পাত্র-পাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা আচার পালনের ভিডিও মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ে। কেউ নাচগানে মেতে ওঠেন, কেউ আবার নিজের বিয়েতে বিরক্তি প্রকাশ করেন। কোনওটা মজার, কোনওটা আবার নেটিজেনদের আবেগপ্রবণ করে দেয়, কিছু ভিডিও ঘিরে আবার জোর চর্চাও হয়। সম্প্রতি তেমনই এক বিয়ের ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন‌। 

 

কী ঘটেছে? দেখা গেছে, এক পাত্রী সেজেগুজে হাজির বিয়ের আসরে। কিন্তু বিয়ের কোনও আচারে তাঁর মন নেই। পাত্রের দিকে চোখ তুলেও তাকাচ্ছেন না। দায়সারা গোছের নিয়ম পালন করছেন। তাও আবার মুখ নিচু করে। সাধারণত, বিয়ের পিঁড়িতে কনেদের লাজুক চেহারাই দেখা যায়। কখনও কখনও প্রেমের দৃষ্টিতে তাকান বরের দিকে। কখনও বা হাসিমুখেই থাকেন। সিঁদুরদানের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু এই পাত্রী ঠিক তার উল্টোটা। 

 

আরও পড়ুন: কোথাও চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই, কখনও ভরা রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গেল ব্যাগ, উত্তরপাড়া ও চুঁচুড়ায় অধরা দুষ্কৃতীরা

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে, নিজের বিয়েতে মন নেই পাত্রীর। বরের সামনে তিনি মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। পাত্র তাঁর দিকে চেয়ে থাকলেও, বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না পাত্রী। তাই হয়নি শুভদৃষ্টি। আরও বড় ঘটনা ঘটল মালাবদলের সময়। 

 

পাত্রী ধীরে সুস্থে মালাবদল করলেন না। কোনও মতে দূর থেকে পাত্রের গলায় ছুড়ে দেন মালা। পাত্র তখনও চুপচাপ। পরিস্থিতি দেখে আত্মীয়স্বজন পাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও পাত্রীর মেজাজের বদল হয়নি। কঠোর, কঠিন মেজাজ নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন। বাকি ছিল শুধুমাত্র সিঁদুরদান। তার আগেই পাত্রের মেজাজ বিগড়ে যায়। 

 

বিয়ের আসরে পাত্রীর একের পর এক অপমান আর সহ্য করতে পারেননি পাত্র। তাই সিঁদুরদানে স্পষ্ট না জানিয়ে দেন। পাত্রীর স্বভাবের কারণে নিমন্ত্রিত, আত্মীয়ের মাঝেই বিয়ে বাতিলের ঘোষণা করেন। 

 

জানা গেছে, পরিবারের চাপেই বিয়ে করতে হাজির হয়েছিলেন পাত্রী। প্রথম দেখাতেই পাত্রকে তাঁর পছন্দ হয়নি। অথচ জোর করে বাবা-মা পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করেন। আপত্তি সত্ত্বেও অপছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসায়, মুখ গোমড়া করে ছিলেন পাত্রী। 

 

ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, 'মেজাজ আগেই পরিবারের সদস্যদের সামনে দেখানো উচিত ছিল। প্রয়োজন থাকলে, পালিয়ে যেতে পারতেন। একজন সৎ, সাদাসিধে পাত্রের জীবন নষ্ট করার কোনও মানে হয় না।' আরেকজন লিখেছেন, 'বিয়ের ফলেও, ভবিষ্যতে অশান্তির শেষ থাকত না। ভাগ্যিস বিয়েটা ভেস্তে গেছে।' কেউ কেউ আবার লিখেছেন, 'পাত্রের কোনও আত্মসম্মান নেই। এত ব্যবহার সহ্য করার আগেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে যাওয়া উচিত ছিল।'