তাঁর নেতৃত্বেদক্ষিণআফ্রিকাপ্রথমথেকেইদুদ্দাড়িয়েএগিয়েগিয়েছেটুর্নামেন্টে। গ্রুপ পর্বে তিন ম্যাচেরতিনটিতেইজিতেছে। সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮–২৪ হারিয়েফাইনালেরপাসপোর্টজোগাড়করেছে।
দক্ষিণআফ্রিকাররাগবিদলেরনায়কনর্টনকেযাঁরাচেনেন, তাঁরাজানেনএটাইতাঁরএক ও একমাত্রপরিচয় নয়। খেলার মাঠে কতই না বিরল রেকর্ড তৈরি হয়! ব্যতিক্রমী সব ঘটনার জন্ম দেয় খেলার মাঠ তার ইয়ত্তা নেই। রিলে নর্টন যেমন ব্যতিক্রমী এক ক্রীড়িবিদ।
দেশকে রাগবিরফাইনালেতোলা নর্টনের ইতিমধ্যেখেলা হয়ে গিয়েছে ক্রিকেটের যুব বিশ্বকাপও। কবে ক্রিকেটের যুব বিশ্বকাপে অংশ নিয়েছিলেন নর্টন? ২০২৪ সালে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেন এই বোলিংঅলরাউন্ডার।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Riley Norton (@rileynorton__)
দক্ষিণ আফ্রিকায় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয়সিরিজেরম্যাচদিয়ে অভিষেক হয়েছিল নর্টনের। তার পরে সময় যত এগিয়েছে নর্টনও এগিয়েগিয়েছেন। তাঁর বাবা ক্রিস নর্টনছিলেন রাগবিখেলোয়াড়। ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ম্যাটিসরাগবির হয়ে খেলেন তিনি।
রাগবিবিশ্বকাপেরফাইনালে দলকে নেতৃত্ব দেবেন নর্টন। কিন্তু ক্রিকেট বিশ্বকাপেপ্রোটিয়া এই তারকার দৌড়থেমেযায়সেমিফাইনালে। ভারতের কাছেই হার মানে ২ উইকেটে। ফাইনালে পৌঁছতে না পারলেও ৫ ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ১১টি উইকেট।
সতীর্থকেওয়েনামাফাকারউইকেটই তাঁর চেয়েবেশি ছিল। মাফাকানিয়েছিলেন ২১টি উইকেট। মাফাকা এখন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলছেন। জিম্বাবোয়েতেত্রিদেশীয়সিরিজ খেলছেন তিনি।
যুব বিশ্বকাপে নর্টন ৫টি ম্যাচের মধ্যে ৩টি ইনিংসে ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৫০ রান। কীভাবে নর্টন এসে পড়েনরাগবিতে? যুব বিশ্বকাপের পর তিনি আর ক্রিকেট খেলেননি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Riley Norton (@rileynorton__)
রাগবিবিশ্বকাপে অংশ নেন। ইতালিতে চলছে রাগবিওয়ার্ল্ড কাপ। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ড হার মেনেছে নর্টনের প্রোটিয়াব্রিগেডের কাছে।সেমিফাইনালেআর্জেন্টিনাকেহারিয়েপৌঁছয়ফাইনালে।
এর আগেও ক্রিকেটাররাগবিতে অংশ নিয়েছেন। তবে রাগবি এবং ক্রিকেট বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা কিন্তু বিরল ব্যাপার। ক্রিকেটে দেশের প্রথম এগারোর মধ্যে থাকা এবং রাগবিতেও প্রথম দলে থাকা কিন্তু দুর্দান্ত এক কৃতিত্ব। সবার পক্ষে সম্ভব হয় না। অল্প কয়েকজনই নজির গড়েন। এর আগে নামিবিয়াররুডি ফন ভিউরেন ২০০৩ সালে রাগবি ও ক্রিকেট বিশ্বকাপেনেমেছিলেন। সেই পথে এবার হাঁটলেন দক্ষিণ আফ্রিকার নর্টন।