আজকাল ওয়েবডেস্ক: একাধারে ক্রিকেটারআবার রাগবি খেলোয়াড়দুটো খেলারই বিশ্বকাপ খেলা কিন্তু সহজ ব্যাপার নয়এখানেই ব্যতিক্রমী রেলি নর্টনবিরল কীর্তিটা তিনিই তৈরি করেছেন

ক্রিকেটের যুব বিশ্বকাপ তিনি খেলেছেনএবার দক্ষিণ আফ্রিকার হয়ে রাগবি বিশ্বকাপে অংশ নিয়েছেনশুধু খেলছেন বললে ভুল হবেরাগবি বিশ্বকাপে নর্টন আবার তাঁর দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বয়স তাঁর মাত্র ১৯।

তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই দুদ্দাড়িয়ে এগিয়ে গিয়েছে টুর্নামেন্টেগ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছেসেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮২৪ হারিয়ে ফাইনালের পাসপোর্ট জোগাড় করেছে। 

দক্ষিণ আফ্রিকার রাগবি দলের নায়ক নর্টনকে যাঁরা চেনেন, তাঁরা জানেন এটাই তাঁর একএকমাত্র পরিচয় নয়। খেলার মাঠে কতই না বিরল রেকর্ড তৈরি হয়! ব্যতিক্রমী সব ঘটনার জন্ম দেয় খেলার মাঠ তার ইয়ত্তা নেই। রিলে নর্টন যেমন ব্যতিক্রমী এক ক্রীড়িবিদ। 

আরও পড়ুন: আইএসএল-আই লিগ জিতে নতুন ইতিহাস হাবাসের, স্প্যানিশ কোচ বলতেই পারেন, 'আমার মতো কেউ নয়'

দেশকে রাগবির ফাইনালে তোলা নর্টনের ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে ক্রিকেটের যুব বিশ্বকাপওকবে ক্রিকেটের যুব বিশ্বকাপে অংশ নিয়েছিলেন নর্টন? ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেন এই বোলিং অলরাউন্ডার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Riley Norton (@rileynorton__)