আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়কে নিজের কেরিয়ারের সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সেই ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে ১৯৩ রান তাড়া করে ৭ উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা। রাসেল নিজে ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৪৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন, হাঁকান ৩টি চার ও ৪টি ছক্কা। তিনি শেষ রানের শটও মারেন বিরাট কোহলির ওভারে, একটি বিশাল ছক্কা ডিপ মিড উইকেট অঞ্চলে। বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন রাসেল। তিনি আউট করেন অজিঙ্ক রাহানেকে (৪০)।
সম্প্রতি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘ভারতের মাটিতে, পুরো স্টেডিয়াম ভারতের সমর্থনে গর্জন করছে, সেখানে ১৯০-এর বেশি রান তাড়া করে ম্যাচ জেতা ছিল দারুণ চাপের। তবে উইকেট ছিল ভাল, আর ড্রেসিং রুমে আমাদের ব্যাটারদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। তাই আমি নির্ভয়ে খেলতে পেরেছি এবং দলকে জেতাতে পেরেছি’। সেই ম্যাচে লেন্ডল সিমন্স (৫১ বলে ৮২) এবং জনসন চার্লস (৩৬ বলে ৫২)-এর সঙ্গে রাসেলের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিমন্স ও চার্লস মিলে তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন মাত্র ৬২ বলে।
আরও পড়ুন: ঢাকায় এসিসি মিটিং হলে বয়কটের হুমকি বিসিসিআইয়ের, চরম অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ
ভারতকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ ফাইনালেও বাজিমাত করে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের টানা চার ছক্কায় ক্যারিবিয়ানরা জয় তুলে নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। আন্দ্রে রাসেল আরও বলেন, ‘সেই ম্যাচে আমরা টপ অর্ডার থেকে ভাল সাহায্য পেয়েছিলাম। এরপর আমি আর লেন্ডল সিমন্স মিলে কাজটা শেষ করি। সেই ম্যাচটাই আমার কেরিয়ারের সেরা মুহূর্ত’। উল্লেখ্য, রাসেল সম্প্রতি জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দলে রাসেলকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দুটো ম্যাচ খেলবেন রাসেল।
সেই ম্যাচ দুটি হবে রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবিনা পার্কে। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগেই অবসর নিচ্ছেন রাসেল। দু’মাসেরও কম সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার রাসেল এবং নিকোলাস পুরানের অবসর হচ্ছে। ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রাসেল। দেশের হয়ে ৮৪টি টি২০ ম্যাচে ১০৭৮ রান করেছেন রাসেল। গড় ২২, সর্বোচ্চ রান ৭১, স্ট্রাইক রেট ১৬৩.০৮। টি২০ আন্তর্জাতিকে ৩০.৫৯ গড়ে ৬১টা উইকেটও নিয়েছেন রাসেল। টেস্ট খেলেছেন একটি। আর দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ৫৬টি। রান করেছেন ১০৩৪। গড় ২৭.২১। স্ট্রাইক রেট ২৭.২১। সর্বোচ্চ রান ৯২ অপরাজিত। উইকেট নিয়েছেন ৭০টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলে কেকেআরের হয়ে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।
