মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | এমন চুরি আগে হয়নি! তারকা ফুটবলারের ২০টি পদক-ট্রফি নিয়ে চম্পট দিল চোর

KM | ১৯ জুলাই ২০২৫ ১৬ : ১১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: একসময়ে ফ্রান্স নামটা উচ্চারণ করলেই এক নিঃশ্বাসে ফুটবলপাগলরা বলতেন, ''প্লাতিনি, তিগানা, রোসেতুফার্নান্দেজকে নিয়ে সোনায় বাঁধানো মাঝমাঠ।'' ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির বাড়িতে বড় সড় চুরি হল। ফুটবল জীবনে অর্জিত একাধিক ট্রফি, পদক চুরি করে নিয়ে গিয়েছে চোর। প্রায় ২০টি ট্রফিমেডেল চুরি হয়ে গেল।

মার্সেইয়ের পূর্ব দিকের কাসিস প্লাতিনির ঠিকানা। চুরির সময় প্লাতিনি তাঁর বাড়িতেই ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বাড়ির বাগানে শব্দ শুনে প্লাতিনি সেখানে যান। গিয়ে দেখেন এক ব্যক্তি জানালার ধারে দাঁড়িয়ে রয়েছেনপ্লাতিনি তাঁকে ধরার চেষ্টা করেও পারেননি। সেই ব্যক্তিই চোর।

বাগানের ভিতরে একটি ঘরে প্লাতিনি তাঁর ট্রফি ও পদক রেখেছিলেন। সেই ট্রফি ও পদক মিলিয়ে প্রায় ২০টি পুরস্কার চুরি করে নিয়ে গিয়েছে চোর। অনেক সকালে প্লাতিনির বাড়িতে চুরি হয়। ফ্রান্সের প্রাক্তন অধিনায়কের বাড়িতে এভাবে চুরির ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। তদন্তে নেমেছে মার্সেইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: টেস্টে ব্রেকের সময় কী খান ক্রিকেটাররা? মেনুতে কী থাকে, খোলসা করলেন পোপ

প্লাতিনি নামটা উচ্চারিত হলেই সুদর্শন এক ফুটবলারের কথা মনে পড়ে ফুটবলপাগলদের। কে ভুলতে পারবেন ১৯৮৬ বিশ্বকাপের ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। ১৯৮৪ সালের ইউরোজয়ী প্লাতিনি। তিনি আবার উয়েফার প্রাক্তন সভাপতি ছিলেন। ১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৮৫ সালের ব্যালন ডি অর-জয়ী ফ্রান্সের এই সুপারস্টার

Former UEFA President Michel Platini leaves the tribunal after he got acquitted on corruption charges against him in Muttenz

ইতালির জুভেন্তাসে খেলতেন প্লাতিনি। ১৯৮৫ সালে জুভেন্টাসের জার্সিতে ইউরোপিয়ান কাপ জেতেন। ফ্রান্সে জাতীয় দলের জার্সিতে ৭২টি ম্যাচে ৪১টি গোল করেছেন প্লাতিনি। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছেন।

এহেন প্লাতিনি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি পদে ছিলেন তিনি। ফিফা সভাপতি সেপ ব্লাটারের সঙ্গে জড়িয়েছিল তাঁর প্লাতিনির নামও। চলতি বছরের মার্চে সেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় প্লাতিনিকে। আর্থিক নয়ছয়ের অভিযোগে আট বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন প্লাতিনি

ফুটবলার প্লাতিনি অবশ্য অনেক উঁচুদরের ছিলেন। মারাদোনা, জিকো আর প্লাতিনির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখেছে ইতালির ফুটবল। জিকো ছিলেন উদিনেসের ফুটবলারপ্লাতিনি জুভেন্তাস। আর মারাদোনা নাপোলির। তিনটি ভিন্ন ফুটবল দর্শন থেকে এলেও মাঠে তাদের দৃষ্টিনন্দন ফুটবলের প্রশংসা ছিল সর্বত্র। প্লাতিনি-মারাদোনা ও জিকোর লড়াই ইতালির লিগের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল বহুগুণে। 

undefined

১৯৮২ তে জুভেন্তাসে যোগ দেওয়ার আগে প্লাতিনি খেলেছেন দুটো ফরাসি ক্লাবে। তাঁর শৈশবের ক্লাব ন্যান্সিতে খেলেন প্রায় সাত বছর। জুভেন্টাসে প্লাতিনি খেলেছেন পাঁচ বছর। তিন-তিনবার ব্যালন ডি অর জিতে নেন প্লাতিনি। ১৯৮৪ এবং ৮৬-তে জুভেন্তাসের লিগ খেতাব জয়ের নায়ক ছিলেন প্লাতিনিতুরিনের রাজা বলা হত প্লাতিনিকে। 

এই দুর্দান্ত ফুটবলার সমাদৃত হয়েছেন গোটা বিশ্বে। তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার' সম্মানে ভূষিত করা হয় ১৯৮৫ সালে। ১৯৯৮ সালে অফিসার পদে উন্নীত হন প্লাতিনিবুট জোড়া তুলে রাখার পরই ফ্রান্সের সুপারস্টার ফুটবলার কোচিংয়ে মনোনিবেশ করেন। ১৯৮৮ সালে ফরাসি জাতীয় দলের কোচ হন প্লাতিনি।  সেই প্লাতিনির বাড়িতে এদিন খুব সকালে বড় ধরনের চুরি হয়ে গেল। অমূল্য সব ট্রফি-পদক হাতিয়ে নিয়ে চলে গেল চোর। 

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড সেরা একাদশ বাছলেন পূজারা, ব্রাত্য তিন ভারতীয় তারকা


নানান খবর

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে হুঙ্কার আহাল এফকের কোচ এজিজ আন্নামুহামেদভের। সচরাচর কোনও অ্যাওয়ে দলের কোচ যা করেন না, তাই করে বসলেন তুর্কমেনিস্তানের ক্লাবের কোচ। কলকাতায় এসে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোলিনার দলকে। দলে তাবড় তাবড় বিদেশি ফুটবলার। তারমধ্যে রয়েছে তিনজন বিশ্বকাপার। তারওপর ৫০ হাজার মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে হবে তাঁদের। কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না আহালের কোচ। বরং, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আন্নামুহামেদভ বলেন, 'আমরা মোহনবাগান দল সম্বন্ধে জানি। ভাল ফুটবলার আছে। আমরা ট্যাক্টিকাল ফুটবল খেলব। ওদের আমাদের ডিফেন্ডার এবং ফরোয়ার্ডদের নিয়ে ভাবতে দিন। আমরা প্রথমবার এই প্রতিযোগিতায় খেলছি না। আমরা জানি সমর্থকে ঠাসা থাকবে স্টেডিয়াম। আমাদের জন্য এটা প্রথম নয়। আমরা প্রস্তুত। এর আগেও আমরা ভাল দলের সঙ্গে খেলেছি। তাই সমর্থক নিয়ে আমরা ভাবছি না। আমরা এখানে খেলতে এসেছি। নিজেদের সেরাটা দেব।' দলে কোনও বিদেশি নেই। এগারোজন স্বদেশী ফুটবলার। অলিম্পিকে খেলা অনূর্ধ্ব-২৩ জাতীয় দল থেকে ৭-৮ জন প্লেয়ার রয়েছে দলে। তুর্কমেনিস্তানের জাতীয় দলের ৫-৬ জন ফুটবলার রয়েছে। সুতরাং, বিদেশিহীন হলেও, হেলাফেলা করার মতো দল নয়। আহালের কোচ জানিয়ে দিলেন, তিন পয়েন্ট নিয়ে দেশে ফেরার লক্ষ্যেই তাঁরা এসেছেন। বিদেশিহীন দল নিয়ে বাগানের তারকাখচিত দলের বিরুদ্ধে নামতে কোনও ভয়ডর নেই। আন্নামুহামেদভ বলেন, 'আমরা নিজেদের দেশের ফুটবলের উন্নতি চাই। তাই বিদেশি ফুটবলার আনার কোনও প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। আমরা ওদের তৈরি করতে চাই।' দু'মাস আগে এএফসির প্রস্তুতি শুরু করে দিয়েছে আহাল এফকে। প্রস্তুতিস্বরূপ ট্রেনিং ক্যাম্প হয়েছে। স্থানীয় দলের বিরুদ্ধে তিনটে ম্যাচ খেলেছে। মোহনবাগানের খেলা নিয়ে ভিডিও অ্যানালিসিস হয়েছে। সবরকম হোমওয়ার্ক সেরে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই দেশের পরিবেশের মধ্যে বিশেষ পার্থক্য নেই। তবে কলকাতায় আর্দ্রতা বেশি। কিন্তু আহালের কোচের দাবি, এটা কোনও পার্থক্য গড়ে দেবে না। ১২ সেপ্টেম্বর কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের দল। মাঠ নিয়েও খুশি। এলমান তাগায়েভ বলেন, 'আমরা প্রস্তুত। সতীর্থরা তৈরি। আমরা জানি মোহনবাগান ভারতের চ্যাম্পিয়ন ক্লাব। শক্তিশালী দল। আমরা ওদের সম্বন্ধে হোমওয়ার্ক করেছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।' মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত তুর্কমেনিস্তানের ক্লাব।

আত্মবিশ্বাসী মোলিনা, এশিয়ায় নিজেদের প্রমাণ করার পালা 'ভারতসেরা' মোহনবাগানের

ভারতের শক্ত গাঁট তারা, এশিয়া কাপে বড় ধাক্কা খেল এই দল, কী হল?

‘সূর্যকুমার সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে’, করমর্দন কাণ্ডে সাফ সাফ জানিয়ে দিলেন সৌরভ, কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

'ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান', আফ্রিদিদের দেখে ভীষণ হতাশ শোয়েব

একপেশে ম্যাচে পাকিস্তানকে ধুলিস্যাৎ, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

কুলদীপের তিন উইকেট, স্পিনারদের জাদুতে ১২৮ রানের টার্গেট সেট করল পাকিস্তান

যত কাণ্ড দুবাইয়ে, তাল কাটল পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময়ে

পাক অধিনায়কের সঙ্গে করমর্দনের রাস্তায় হাঁটালেন না সূর্য, পাকিস্তানকে বয়কট

মনোনয়ন জমা দিলেন সৌরভ, ৬ বছর পর সিএবি সভপতি পদে ফিরছেন মহারাজ

'আমিরশাহি ম্যাচের মতো একপেশে হবে না লড়াই', ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন বোলারের

কোহলিকে বিরাট অনুরোধ তালিবান নেতার, জানলে অবাক হবেন

চোটের কবলে ইয়ামাল, বড় ধাক্কা বার্সার, স্পেনকে ছেড়ে কথা বললেন না ফ্লিক

'বিশ্বের সেরা স্পিনার আমাদের', ভারতের বিরুদ্ধে নামার আগে হুমকি পাক কোচের

ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ, রবিবারই সিএবি সভাপতি হওয়া একপ্রকার নিশ্চিত

১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

আচমকা হার্ট অ্যাটাকের আগে জানান দেয় জিভ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হৃদরোগের ঝুঁকি?

পুজোর আগে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

ভারতীয় স্বামী চাই! প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে তরুণীর চাঞ্চল্যকর দাবি, নেটিজেনরা বলছেন, "এই স্বপ্নের জন্য শাহরুখ খান দায়ী"

মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ, সঙ্গে যক্ষ্মার লড়াই! সুস্থ থাকতে কোন নিয়ম মেনে ৮২-তে ক্লান্তিহীন বিগ বি?

সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

নেহালের অভিযোগে ‘বিগ বস ১৯’-এ বিস্ফোরক আমাল! অনু মালিকের ‘মি টু’ বিতর্ক টেনে পরিবারের কোন গোপন কীর্তি ফাঁস করলেন?

এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায়

সুন্দরবন ঘুরতে যাবেন?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি

হার্টের বন্ধু! বশে রাখে প্রেশার-সুগার, এই চেনা সবজির রস খেলেই ওজন নিয়ে কমবে দুশ্চিন্তা

মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ

‘রক্তারক্তি’ কাণ্ড! আইনি লড়াইয়ের ঘোষণা জিতুর! কার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা অভিনেতার??

'চলো বিয়ে করে নিই', প্রেমিককে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি, প্রেমিকাকে মেরে গাড়িতে ভরে দিলেন শিক্ষক

হাতে কামড়ে দিয়েছিল চোর, 'ছোটখাটো' চোট বলেছিলেন চিকিৎসকরা, একবছর পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ!

দেশের কোন জনপ্রিয় সুপারমডেল ইচ্ছামতো ‘ব্যবহৃত’ করেছিলেন বরুণ ধাওয়ানকে? গোপন অধ্যায় প্রকাশ্যে এই প্রথমবার খুললেন বলি-তারকা!

প্রথমবার বিদেশে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখলে ঝক্কি পোহাতে হবে না?

'একদিন বাড়িতে এসো', বাড়িতে ডেকে সাইকেলের চেন দিয়ে মারধর, যুবকের গোপনাঙ্গে পরপর পিন ফুটিয়ে দিলেন যুবতী, ভিডিও করলেন স্বামী

তাবু থেকে চলছে নেপালের সুপ্রিম কোর্ট! বদলে যাচ্ছে তারিখের পর তারিখ, দেশজুড়ে খালি অনিশ্চয়তার ছায়া

মানসীর ছেলে অধ্যায়ের অন্নপ্রাশনের জমজমাট অনুষ্ঠান

বিয়ের দিন কেমন সাজবেন, কোথায় বসবে বাসর? সবকিছু পাকা জাহ্নবী কাপুরের! কবে শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী?

‘২৩ বছর বয়সেই আমাকে হারিয়ে দেয় সবকিছুতেই…’— ছেলের জন্মদিনে আবেগমথিত খোলা চিঠি অক্ষয়ের

চিকিৎসার পাশাপাশি সমাজের মানবতার আলোর দিশারী কিংবদন্তি ‘গরিবের ডাক্তার’ যোগেন সরকার

নেই হেলমেট, চলন্ত বাইকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল তিনজন! হাইওয়ের ভিডিও ভাইরাল হতেই রেগে লাল পুলিশ

আগামী ২০ বছরে খোলনলচে বদলে যাবে ভারতীয় সেনার, কলকাতায় এসে নয়া পরিকল্পনার ঘোষণা করলেন মোদি

সোশ্যাল মিডিয়া