আজকাল ওয়েবডেস্ক: একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রকাশ্য দিবালোকে, রাস্তায় মারধোর করেছেন আর একজনকে। তিনিও নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দু’ জনের বাদ বিবাদে, মারধোরে দেশের রাজধানীর রাস্তায় হইচই। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা চেনা মুখেদের এভাবে প্রকাশ্যে, মাঝরাস্তায় মারামারি করতে দেখে হতচকিত। অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, কী হয়েছে কী? কারও তো মাথায় হাত।
হয়েছে কী? জানা গিয়েছে দুই জনপ্রিয় যুবকের বিবাদের কারণ আবার সোশ্যাল মিডিয়া ঘিরেই। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেই বিবাদের সূত্রপাত। জানা গিয়েছে, মারধোরে আহত ব্যক্তির নাম দীপক শর্মা। ইন্সটাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা এক লক্ষ ৪২ হাজার। যে ব্যক্তি মারধোর করছেন, তাঁর নাম প্রদীপ ঢাকা এবং তাঁর বন্ধুরা।
ভিডিওতে প্রদীপ ঢাকা নামের ওই ব্যক্তিকে দেখা গিয়েছে- গলায় মোতা সোনার হার, হাতে সোনার ব্রেসলেট। দীপককে লাথি এবং ঘুষি মারছেন, দীপকের পা মুচড়ে দিচ্ছেন, ভিডিওতে দেখা গিয়েছে তা। ভিডিওতে মারধোরের সঙ্গে এও দেখা গিয়েছে, চারপাশে বহু মানুষ হাজির। তাঁরা ঘটনার ভিডিও করছিলেন, কিন্তু কেউ ওই ঝামেলা-বিবাদ থামানোর চেষ্টা করছিলেন না বিন্দুমাত্র। উলটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন।
জানা গিয়েছে দু’ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারই দিল্লির তিলক নগরে একটি সাধারণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই দু’ জনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, মূল ঝামেলার সূত্রপাত দীপকের সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট। ওই পোস্টের কারণেই প্রদীপ বিরক্ত হন, এবং চোটপাট করেন দীপকের উপর। বারবার প্রশ্ন করেন, কেন এই ধরনের পোস্ট করেছেন দীপক? একটি ভিডিওতে দেখা গিয়েছে, দীপক শর্মা, হাতে রক্তের দাগ স্পষ্ট, বলছেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, অনুষ্ঠান থেকেই আচমকা বাইরে ডেকে এনে তাঁকে ব্যাপক মারধোর করা হয়। প্রদীপের দিকে ইঙ্গিত করে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দীপক বলেন, ‘দেখুন, আপনারা এঁদের মতো লোকেদের ফলো করেন। দেখুন কী পরিস্থিতি।‘ তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানান ভিডিওতে। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় নেটজেনরাও মন্তব্য করেছেন। কেউ কেউ ওই ব্যক্তিদের ফলো করেন, তা নিয়ে মন্তব্য করেছেন। তাঁদের মতে, যাঁদের ফলো করেন, তাঁরাই এভাবে মাঝ রাস্তায় মারামারি করছেন, তা একেবারে মেনে নেওয়া যায় না। কেউ কেউ বলছেন, এই ধরনের বিবাদে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রয়া দেখা যাবে। কেউ কেউ বলছেন, এক- দু’ জনের বিবাদের কারণে অনেকেই এক মুহূর্তে একসঙ্গে সকলকে বিচার করে বসেন।
তবে আদতে কোন পোস্ট নিয়ে এই বিবাদের সূত্রপাত, দীপক প্রদীপের বিরুদ্ধে কিংবা তাঁর নামে কোন পোস্ট দিয়েছিলেন, যা থেকে এই বিরাত বিবাদের সূত্রপাত, তা যানা যায়নি এখনও। সোশ্যাল মিডিয়ার বেশকিছু পোস্ট রেস্ট্রিকটেড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে।
