বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | জোহরান মামদানি কি বিশ্বের সমাজতন্ত্রীদের আশার আলো দেখাচ্ছেন?

AD | ০১ জুলাই ২০২৫ ১৭ : ৩৩Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি, যিনি প্রাইমারিতে জয়ী, তাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প 'কমিউনিস্ট পাগল' বলে বর্ণনা করেছেন। আরও একজন রিপাবলিকান কংগ্রেসম্যান তাঁকে নির্বাসিত করার দাবি জানিয়েছেন। যাঁরা নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র গিয়ে বসতি স্থাপন করেছেন, উন্নত জীবনের সন্ধানে গিয়ে যাঁদের কঠিন সত্যের মুখে পড়তে হয়েছে, বিশ্ব রাজনীতি ডানপন্থী মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ তাঁদের জীবনধারা বদলে যাচ্ছে।

জোহরান একজন ডেমোক্র্যাট। তাঁর পূর্বপুরুষরা ভারত থেকে চলে এসে প্রথমে উগান্ডা এবং পরে আমেরিকায় বসবাস শুরু করেছিলেন। তিনি বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। মামদানির 'কমিউনিস্ট' ধারণা ছিল প্রত্যেক নিউ ইয়র্কবাসীর জীবনকে উন্নত করা। নির্বাচনী প্রচারে তিনি বিনামূল্যে বাস পরিষেবা, ৩০ ডলার ন্যূনতম মজুরি, বাড়ি ভাড়া কমানো ও শিশুদের যত্নের বিষয় নিয়ে কথা বলেছেন। তরুণ স্বেচ্ছাসেবকদের একটি নিবেদিতপ্রাণ দল ঘরে ঘরে গিয়ে তাঁর হয়ে প্রচার চালিয়েছে। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী প্রচার এতটাই ব্যাপক সাড়া ফেলেছে যে ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কুওমো লক্ষ লক্ষ ডলার ব্যয় করেও পরাজিত হয়েছেন। জোহরানের জয় কেবল তাঁর নিজের পার্টিকেই নয়, ক্ষমতাসীন রিপাবলিকানদেরও বিস্মিত করেছে। রিপাবলিকরা সাম্প্রতিক সময়ে আমেরিকায় নির্বাচনী প্রচারের নতুন কৌশল দেখে অবাক হয়েছে। এটি এক ধরণের ক্ষুদ্র বিপ্লব।

মামদানির উপর আক্রমণের দু’টি দিক রয়েছে। একজন মার্কিন নাগরিক হয়েও তিনি 'শ্বেতাঙ্গ' অভিবাসী নন এবং দ্বিতীয়ত তিনি একজন মুসলিম। তাই বর্ণবাদ এবং ইসলামোফোবিয়া একসঙ্গে কাজ করেছে। তবুও, তাঁর নির্বাচনী প্রচারণা এত সুপরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়েছে যে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরের প্রচারকরা অবাক হয়ে গিয়েছেন। কেউ কেউ তাঁর জয়কে 'অতি বাম' প্রবণতা হিসাবে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ ভাবছেন যে আমেরিকায় 'সামাজিক গণতন্ত্র' চালু করার কোনও চিন্তাভাবনা আছে কি না।

দুনিয়ার বাকি দেশে, বিশেষ করে ভারতে বাম দলগুলি উচ্ছ্বসিত। কারণ, তাদের আদর্শ পুঁজিবাদী দেশে ছড়িয়ে পড়ছে। এই বছরের নভেম্বরে আসন্ন নির্বাচনে নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য তিনি অন্যতম দাবিদার। তবে তাঁর দৃঢ় প্যালেস্তাইনপন্থী অবস্থান তাঁর জয়ের পথে বাধা সৃষ্টি করতে পারে। কারণ, নিউ ইয়র্ক সিটি ঐতিহ্যগতভাবে ইহুদিদের একটি শক্ত ঘাঁটি। বিরোধীরা ইতিমধ্যেই তাঁর 'ইহুদি-বিদ্বেষ'-এর বিরুদ্ধে সোচ্চার। এক ই ছুতোকে ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ মার্কিন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করার জন্য ব্যবহার করেছেন।

মামদানির কৌশলগত জয় ভবিষ্যতে ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনী প্রচার পদ্ধতিতে পরিবর্তন আনবে তা এক প্রকার নিশ্চিত। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার ক্ষেত্রে মামদানির দক্ষতা রিপাবলিকান পার্টিতেও উদ্বেগের কারণ হতে পারে। আমেরিকায় 'ইহুদি-বিদ্বেষের জন্মস্থান' হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয়গুলির উপর যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যালোচনা করা যেতে পারে। আন্তর্জাতিকভাবে, বাম এবং সমাজতান্ত্রিক শক্তিগুলি উৎসাহিত হতে পারে। কিন্তু প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সৌনকের জন্য ভারতীয় প্রবাসীদের যে রকম অনুভূতি ছিল, মামদানির সঙ্গেও ঠিক একই রকম হবে।  ঋষি ভারতীয় কম ব্রিটিশ বেশি ছিলেন। মামদানি মূলত একজন আমেরিকান এবং প্রবাসীরা তাঁকে ভারতীয় ভেবে ভুল করবেন। যদিও মীরা নায়ারের সৌজন্যে তাঁর প্রচারের সময় প্রচুর হিন্দি গান বাজানো হয়েছিল।

ভারতের সমাজতন্ত্রীরা হয়তো মামদানির জয়কে কঠিন সময়ে আশার আলো হিসেবে বিবেচনা করতে পারেন। যখন গোটা বিশ্ব 'ডানপন্থী' মোড় নিচ্ছে, যেখানে তাঁরা 'ফ্যাসিবাদের' ধারা আবিষ্কার করছেন।

নিউ ইয়র্ক একটি গুরুত্বপূর্ণ শহর কিন্তু এটি গোটা আমেরিকার মেজাজকে প্রতিফলিত করে না। যদিও এটি সত্যি যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনেকেরই মোহভঙ্গ হতে শুরু হয়েছে। মামদানি ট্রাম্পের ইজরায়েল-পন্থী অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন। তাঁর আদর্শগত অবস্থানও প্রশংসার যোগ্য। পরিবর্তন এখন পর্যন্ত এইটুকুই।


ট্রাম্প 'মিথ্যাবাদী', দাবি ভারতের, রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনালাপের দাবি নস্যাৎ

তখন অনেক রাত, দূর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ: আভেরি

দিনভর চেয়ারে বসে কাজ করলেই মেরুদণ্ডের সর্বনাশ! কীভাবে ঠেকাবেন পিঠের রোগ?

'পরশুরাম'কে সামলে বড়পর্দায় তৃণা সাহা! কার সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা?

স্বাদে পনির, আসলে বিষ! খেলেই ভয়ঙ্কর রোগের ঝুঁকি, কেনার আগে কীভাবে ভেজাল পনির চিনবেন?

সাধারণ মাথাব্যথা নয়, এই সব তুচ্ছ লক্ষণেও লুকিয়ে থাকতে পারে ব্রেন টিউমারের মারাত্মক বিপদ! কখন সতর্ক হবেন?

‘আমার সবচেয়ে সুপুরুষ বন্ধু...’ ‘কর্ণ’-এর মৃত্যুতে ‘দ্রৌপদী’র চোখে জল, শোকস্তব্ধ রূপা গাঙ্গুলি

'এআই ধ্বংস করে দেবে...', পথে বসবেন হাজার হাজার মানুষ! অর্থনীতিতে নোবেল পেয়েই বড় সতর্কবার্তা হাউইটের

‘মমতা মায়ের মতো, ভুল বলে থাকলে ক্ষমা করবেন’, দু’দিনে মত পাল্টে বাংলার মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা দুর্গাপুরের নির্যাতিতার বাবার

দাঁত থেকে ক্রমাগত রক্ত পড়ে? ব্লাড ক্যানসার নয় তো? কীভাবে চিনবেন এই মারণরোগ?

অস্ট্রেলিয়ায় পদাপর্ণ করতেই বিরাট-রোহিতের কাছে অটোগ্রাফের আবেদন পাকিস্তানি ভক্তের, দুই তারকার আচরণে মুহূর্তে স্তব্ধ নেটপাড়া

'ব্লাড-গ্রুপ' বাধা এখন অতীত! যুগান্তকারী আবিষ্কারে তৈরি হল 'ইউনিভার্সাল' কিডনি

পোলাও-মাংস-বিরিয়ানি যাই খাবেন হজম হবে দুই মিনিটে! ঘুমানোর আগে ঢকঢক করে পান করুন একটিমাত্র মশলা ভেজানো পানীয়

পর পর তিনবার! পাড়া কাঁপিয়ে ফের গুলি চলল কপিল শর্মার রেস্তরাঁয়, দায় স্বীকার করল কোন কুখ্যাত গ্যাংস্টারের দল?  

অন্যের শ্বাস নেওয়া বা খাওয়ার শব্দে বিরক্ত হন? আপনি ‘মিসোফোনিয়া’য় আক্রান্ত নন তো? জানেন কী এই মানসিক রোগ?

বেনজির, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম ১০ পাসপোর্ট তালিকা থেকে বাদ আমেরিকা! কী অবস্থা ভারতের?

জাতগণনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নারায়ণ এবং সুধা মূর্তি, শুরু বিতর্ক

৯ শতাংশ উপজাতি ভোট বিহারের জটিল রাজনৈতিক পরিস্থিতির ভারসাম্য নষ্ট করতে পারে, তুরুপের তাস মুকেশ সাহানি

সুপার কাপ থেকে নাম প্রত্যাহার রিয়াল কাশ্মীরের, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে খেলছে ডেম্পো

এশিয়া কাপে বেধড়ক পেটানোর ফল, সেপ্টেম্বরে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অভিষেক শর্মা, মহিলাদের তরফে সেরার নাম চমকে দেবে

Exclusive: 'শেকড়'-এর টানে অচেনা লোকনাথ! বোলপুরে ভোলবদল করে কী জানালেন অভিনেতা?

'কাপটা চিনতে পারেন...', নকভিকে খোঁচা দিলেন ভারতের রহস্য স্পিনার বরুণ, কোথায় পেলেন ট্রফি?

সোশ্যাল মিডিয়া