আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএল মাঝারি মানের গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। শুরুটা দারুণ করেছিল দিল্লি। কিন্তু শেষটা আর ভাল হল কোথায়? 

শেষ ৬টি ম্যাচের মধ্যে চারটিতে হারতে হয়েছে দিল্লিকে। ফলে আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে শেষ করে দিল্লি ক্যাপিটালস। প্লে অফের দরজা এবার খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। 

এবারের মেগা টুর্নামেন্ট দিল্লির যে সিদ্ধান্ত নিয়ে সব থেকে বিতর্ক হয়েছে, তা হল মাত্র ২টো ম্যাচের জন্য টি নটরাজনকে কেন ১০.৭৫ কোটি টাকা দিয়ে কেনা হল? 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩ ওভার বল করেন এই নটরাজন। ৪৯ রান খরচ করেন তিনি। ঝুলিতে নেই একটি উইকেটও। 

দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাং বাদানি তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ধারাভাষ্য দলের সদস্য। নটরাজনকে কেন ব্যবহার করল না দিল্লি? বাদানি জানিয়েছেন, নটরাজন পুরোদস্তুর ফিট ছিলেন না। 

বাদানি বলছেন, ''আমরা ১১ কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনে কেন তাঁকে বেঞ্চে বসিয়ে রাখলাম? আমরা ওকে মাঝের ও শেষের ওভারের জন্য কিনেছিলাম। দুর্ভাগ্যক্রমে নটরাজন তখন ফিট ছিল না। চোট সারিয়ে সদ্য ফিরেছিল। সেই কারণেই ওকে দলে রাখা হয়নি।'' 

২০১৭ সালে কিংস পাঞ্জাবের হয়ে শুরু করেছিলেন নটরাজন। ২০২০-২১ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন এই বাঁ হাতি পেসার। সেই মরশুমে ১৬টি উইকেট নেন তিনি। 

২০২৪ সালে নটরাজন হায়দরাবাদের হয়ে সেরা পারফরম্যান্স তুলে ধরেন। ১৪টি ম্যাচে ১৯টি উইকেট সংগ্রহ করেন নটরাজন। ডেথ ওভারে দুর্দান্ত বোলার তিনি। কিন্তু চোট আঘাত তাঁকে ছিটকে দেয়। এই চোট সমস্যার জন্যই দিল্লি তাঁকে ব্যবহার করতে পারেনি।