আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালে নামার আগে বিরাট কোহলির জন্য বার্তা দিলেন তাঁরই প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স। টুর্নামেন্টের একেবারে গোড়া থেকে তিনি খেলছেন। একটাই দলের হয়ে ঘাম ঝরাচ্ছেন বিরাট। কিন্তু খেতাব জিততে পারেননি। 

২০১৬ সালে খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হতে হয়েছিল আরসিবিকে। ৯ বছর পরে ফের খেতাব জয়ের সন্ধিক্ষণের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবি ডি ভিলিয়ার্স নিজে আরসিবি-কে ট্রফি এনে দিতে পারেননি। কোহলি কি পারবেন? মেগা ফাইনালের আগে বন্ধু কোহলিকে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। 

তিনি বলেছেন, ''বিরাট কোহলির জন্য আমার বার্তা মাঠে গিয়ে মুহূর্ত উপভোগ করো,আনন্দ করো। হাসি ধরে রাখো সবসময়ে। আইপিএল ট্রফিটা ঘরে আনো।'' এক সময়ে এই আরসিবি দলের হয়ে খেলেছেন এবি, ক্রিস গেইলের মতো তারকাও। কিন্তু খেতাব থেকে গিয়েছে অধরা। 

প্রাক্তন প্রোটিয়া তারকা বন্ধু কোহলিকে উদ্দেশ্য করে বলছেন, ''সমর্থকদের বলব, আপনারা তৈরি হয়ে যান। দুর্দান্ত একটি ফাইনাল হতে চলেছে। অনেক দিন মনে রাখার মতো একটি ম্যাচ হতে চলেছে। শেষ বল পর্যন্ত ছেলেরা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেবে।'' সবারই প্রত্যাশা তাই। বরুণদেবতা আবার না ভাসান আহমেদাবাদ!