
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক মিশন নয়, বরং 'পরিবর্তনশীল ভারতের মুখ' যা বিশ্ব মঞ্চে দেশের সংকল্প, সাহস এবং ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন। মাসের শেষ রবিবার 'মন কী বাত' অনুষ্ঠানে এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রোধ এবং দৃঢ়তায় ভরা।"
মোদি অপারেশন সিঁদুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের একটি মোড় হিসেবে প্রশংসা করেছেন। এই অভিযানকে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং উদ্দেশ্যের স্পষ্টতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং শক্তি সঞ্চার করেছে।"
সীমান্তের ওপারে গিয়ে জঙ্গিদের ঘাঁটি ধ্বাংস করেছে ভারতীয় বাহিনী। সেই নির্ভুল আক্রমণকে প্রধানমন্ত্রী "অসাধারণ" বলে প্রশংসা করেছেন। মোদি জোর দিয়ে বলেছেন যে, অপারেশনটি এককালীন সামরিক পদক্ষেপ ছিল না, বরং একটি পরিবর্তনশীল এবং দৃঢ় ভারতের প্রতিফলন ছিল।
মোদির দাবি, "অপারেশন সিঁদুর আমাদের সংকল্প, সাহস এবং পরিবর্তিত ভারতের প্রতিচ্ছবি।" এই অভিযানের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ব্যাখ্যা করেছেন কীভাবে অপরেশন সিঁদুর অভিযান গোটা দেশকে গভীরভাবে অনুরণিত করেছে।
Sharing this month's #MannKiBaat. Do tune in! https://t.co/vYQSKQr48T
— Narendra Modi (@narendramodi) May 25, 2025
অপারেশনের সাফল্যের পর সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে একাধিক উদ্যোগ হয়েচে, যার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক কবিতা থেকে শুরু করে শিশুদের আঁকা ছবি এবং বিশাল তিরঙ্গা যাত্রা। সেকথা তুলে ধরে মোদি বলেন, "অনেক শহরে, যুবকরা নাগরিক প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, কবিতা লিখেছে, সংকল্পের গান গেয়েছে এবং শিশুরা শক্তিশালী বার্তা বহনকারী ছবি তৈরি করেছে। কাটিহার এবং কুশিনগরের মতো শহরে একাধিক পরিবার অভিযানের সম্মানে তাঁদের নবজাতকদের নাম রেখেছে সিঁদুর।"
প্রধানমন্ত্রী 'আত্মনির্ভর ভারত'-এর চেতনা অনুসরণ করে অপারেশন সিঁদুর মিশনের সাফল্যের জন্য ভারতের স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতাকে কৃতিত্ব দিয়েছেন। বলেন, "এটি ছিল আমাদের সৈন্যদের চূড়ান্ত সাহসিকতা, যা ভারতে তৈরি অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তির শক্তি নির্ভর।"
অপারেশন সিঁদুর-পরবর্তী 'ভোকাল ফর লোকাল' অভিযানের প্রতি দেশজুড়ে এক নতুন উদ্যমের কথা উল্লেখ করে মোদি বলেন, এই অভিযান কেবল দেশপ্রেমকেই অনুপ্রাণিত করেনি বরং আত্মনির্ভরতার চেতনাকেও শক্তিশালী করেছে। তাঁর কথায়, "এই বিজয় আমাদের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং প্রতিটি অবদানকারী নাগরিকের ঘামের ফসল।"
'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার
বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি
‘অপারেশন সিঁদুর’ বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর
'মরতে পারো না?', গর্ভপাতের জেরে নির্মম নির্যাতন, ভালবেসে বিয়ের চার মাস পর আত্মঘাতী তরুণী
পথ দুর্ঘটনা ঘটেছে ১৩,০০০-এরও বেশি, পাঁচ মাসে যোগীরাজ্যে মৃত্যুর পরিসংখ্যান জানলে চমকে যাবেন
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে