রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার নাগরিক পরিচয় দিয়ে গুজরাটে কাজ, গোপনে কি চরবৃত্তি? রাতের অন্ধকারে পালাতে গিয়ে গ্রেপ্তার আট বাংলাদেশি

Riya Patra | ২৫ মে ২০২৫ ১১ : ৫৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় কোনও বৈধ নথি নেই। অথচ কাজ করতেন গুজরাটের নানা শহরে। কাজ শেষে বেআইনি ভাবে আবার ফিরে যাচ্ছিলেন বাংলাদেশে, রাতের অন্ধকারে। বিপত্তি ঘটল সেখানেই।

শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দু'জন মহিলা-সহ মোট ৮ জন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশিদের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য সাহায্য, অভিযোগে মুর্শিদাবাদের রাণীনগর থানার কাতলামারী এলাকার একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ধৃত ব্যক্তিদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে লালবাগ আদালতে পেশ করা হবে।
 
ঘটনা প্রসঙ্গে ওই আধিকারিক জানান, কয়েক মাস আগে বাংলাদেশের খুলনা, রাজশাহী, নড়াইল,সাতক্ষীরা জেলার দুই মহিলা-সহ মোট ৮ জন  ভারতের একটি কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনও নথি ছাড়া এই দেশে প্রবেশ করেন। অভিযোগ, এরপর কয়েকজনের সাহায্যে ওই বাংলাদেশি নাগরিকরা গুজরাট শহরে চলে যান। সেখানে নিজেদের পশ্চিমবঙ্গের নাগরিক বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করেন। 

সম্প্রতি কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে তাদের রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুঁজে বার করার নির্দেশ দেওয়ার পর গুজরাট পুলিশ তৎপর  হতেই একজনের সাহায্য নিয়ে এই বাংলাদেশি নাগরিকরা নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের ওই আধিকারিক জানান, দিন দুই আগে বাংলাদেশের ওই নাগরিকরা গুজরাট থেকে ট্রেনে করে বহরমপুর শহরে আসেন। লুকিয়ে ছিলেন শহরের অদূরেই।

শনিবার রাতে রওনা দেন। মুর্শিদাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গাড়ি গৌরীবাগ ব্রিজের কাছে আটক করে। গাড়ির মধ্যে থাকা আট বাংলাদেশি নাগরিকের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে কেউই কোনও বৈধ নথি দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রের খবর। এরপরই ওই বাংলাদেশি নাগরিকদেরকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ  থানার পুলিশ।

 

 
পুলিশ সূত্রের খবর ,ধৃত বাংলাদেশি নাগরিকদের প্রত্যেকেরই বয়স ২২-২৬ বছরের মধ্যে। গত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলার কারণে সেখানে যুবক-যুবতীদের জন্য নতুন করে কাজের সুযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের এই ৮ নাগরিক সেকারণে ভারতে কাজের সন্ধানে এসেছিল বলে পুলিশ সূত্রের খবর। তবে জেলা পুলিশের আধিকারিকারা তদন্ত করে দেখছেন ভারতে কাজের সন্ধানে ঢুকে গোপনে এরা চরবৃত্তির সঙ্গে যুক্ত ছিল কিনা।


India-BangladeshMurshidabadPoliceArrest

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া