
রবিবার ২৫ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে কি পুতুলকে ভালবেসে ফেলছে ময়ূখ? মুখে কিছু না বললেও এই বৈশাখেও যেন ভালবাসার মরশুম! কিন্তু শ্বশুরবাড়ির প্রিয় পাত্রী কি হয়ে উঠতে পারবে পুতুল? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওতে, সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র শুটিং ফ্লোরে।
জামাইষষ্ঠী জমজমাট
সামনেই জামাইষষ্ঠী, তাই নতুন প্রোমোর তোরজোড় চলছে ফ্লোরে। এদিকে একে অপরের সঙ্গে পরবর্তী দৃশ্য নিয়ে আলোচনা করছেন নায়ক-নায়িকা। ভিও দেওয়ার পর চলছে ক্লোজ আপ শট। সবশেষে লাইট চেঞ্জ। ব্যস এবার একটু বিরতি। কফির কাপ হাতে মেকআপ রুমের দিকে এগিয়ে গেলেন পর্দার 'পুতুল-ময়ূখ' ওরফে খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। দু'জনের মুখেই একটু লাজুক ভাব। এটা কি সব সময় বজায় থাকে? প্রশ্ন করতেই মুচকি হেসে খেয়ালী বলেন, "না ঠিক তা নয়। আসলে সিনের মধ্যে সব সময় থাকি তো, তাই হুট করে চরিত্রটা থেকে বেরোতে একটু সময় লাগে।" খেয়ালীর কথায় সায় দেয় আরেফিন। জামাইষষ্ঠীর জন্য এত আয়োজন, এই অবেলায় তো ঠিক করে খেতেও পারবেন না? আরেফিনের তড়িঘড়ি জবাব, "এটাই তো চাই। যত না খেতে হয় তত ভাল। আসলে আমি খুব একটা খেতে ভালবাসি না। তাই অবেলায় সিনের জন্য প্রচুর খেতে না হলেই আমার জন্য ভাল।"
অজান্তেই প্রেমে ডুব
শ্বশুরবাড়ির সঙ্গে বরের মন বুঝতেই তো সময় পেরিয়ে যায়, 'পুতুল' কতটা তাড়াতাড়ি 'ময়ূখ'-এর মন জয় করবে? খেয়ালীর কথায়, "আমরা কেউই যে মারাত্মক চেষ্টা করছি তা কিন্তু নয়। এটা মন থেকেই আসছে। একটু একটু করে একে অপরকে অজান্তেই ভালবেসে ফেলছি। গল্পের মোড়ে আরও চমক আসছে!" পর্দার বউ কেমন? একটু হেসে আরেফিন বলেন, "পুতুল খুবই ভাল। খেয়ালীও ভাল। ওর সঙ্গেই সবচেয়ে বেশি সিন থাকে। আমরা অনেক বিষয়ে আলোচনা করি। যদিও কাজের ফাঁকে খুব বেশি সময় পাই না।" কেমন বুঝলেন এই ক'দনি একে অপরকে? জোরে হেসে খেয়ালী বলেন, "আমায় দেখলে মনে হয় শান্ত তবে ক্যামেরা বন্ধ হলেই আসল রূপটা সামনে চলে আসে। যদিও আরেফিনদা কম কথা বলে, একটু চুপচাপ প্রকৃতির। তবে আমাদের দু'জনের একটা বিষয়ে মিল আছে। দু'জনেই মাঝেমধ্যেই ঘেঁটে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে শুটিংয়ে আসলে মুডটা একটু ঘেঁটে থাকে।" খেয়ালীর কথা শুনে হেসে ফেলেন আরেফিন।
একটু আড্ডাতেই সময় বেশ খানিকটা এগিয়ে গেল। পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে নায়ক-নায়িকাকে। তাই তাড়াতাড়ি কফি শেষ করে, আবারও 'পুতুল-ময়ূখ' হয়ে ওঠার প্রস্তুতি।
সুকুমারের কবিতা, নৃশংস খুন এবং এক মায়ের লড়াই - প্রকাশ্যে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রথম ঝলক
উন্মুক্ত ক্লিভেজ, ছোট্ট কোমর এবং বিকিনি- ‘ওয়ার’ শুরুর আগেই দিশার ইনস্টা-স্ট্রাইক! কিয়ারার বিকিনি-ঝড়ের পাল্টা চাল?
দীর্ঘদিন একাকিত্বে ভুগছিলেন মুকুল দেব? এবার ওটিটিতে ‘সিকান্দর’! কবে, কোথায় দেখতে পাবেন সলমনের এই ছবি?
'আই লাভ ইউ সেনবাবু..'-সমাজমাধ্যমে স্বস্তিকার প্রেম প্রস্তাবের কী জবাব দিলেন অনির্বাণ চক্রবর্তী?
‘সব জবাব তৈরি’ — ‘হেরা ফেরি ৩’ বিতর্কে অক্ষয়ের আইনি নোটিসের জবাবে মুখ খুললেন পরেশ রাওয়াল!
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!