
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান কি এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসতে চলেছেন? খবর, কেবিসি-র নির্মাতাদের সঙ্গে নাকি একপ্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে সলমনের সঙ্গে এই বিষয়ে আলোচনা। সবকিছু ঠিকঠাক চললে, কেবিসি ১৭-তম সিজন থেকে আর বিগ বি নন, এই জনপ্রিয় কুইজ শোর হোস্ট হিসেবে দেখা যাবে সলমন খানকে!
সূত্রের খবর, নির্মাতাদের মতে, সলমন খান 'ছোটপর্দার রাজা'। তাই অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তির বদলে এই শো-এর সঞ্চালক সলমন ছাড়া আর কে-ই বা হতে পারেন? বিশেষ করে দেশের ছোট শহর, গ্রাম, মফঃস্বলগুলোতে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আগে শাহরুখ খান-ও কেবিসি সঞ্চালনা করেছেন। এবার যদি সব কিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে সলমন-ই নাকি হতে চলেছেন এই শো-এর নতুন চমক।
সূত্রটি আরও জানিয়েছে, অমিতাভ বচ্চন ব্যক্তিগত কারণেই কেবিসি থেকে সরে দাঁড়াচ্ছেন। আর সেই জায়গায় সলমন খান এসে পৌঁছলে, নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় কুইজ শো-তে নতুন মাত্রা যোগ হবে।
যদিও সোনি টিভির তরফে এখনও এ বিষয়ে মুখ খোলা হয়নি।
তবে সবথেকে চমকপ্রদ ব্যাপার হল, গত ৪ঠা এপ্রিল সোনি টিভির তরফে অমিতাভ বচ্চনের একটি প্রোমো ভিডিও-র মাধ্যমে কেবিসি ১৭-র ঘোষণা করেছিল। সেই ভিডিওতে এক পেটব্যথায় কাবু রোগীর চরিত্রে অভিনয় করে বিগ বি বুঝিয়ে দেন, শীঘ্রই ফিরছে কেবিসি! সেখানেই তিনি জানান, রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং দর্শকরা নাম রেজিস্টার করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত কেবিসি-র নয়া সিজনের সঠিক সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়নি, তবে আগস্ট মাসেই শো-র সম্প্রচার শুরু হওয়ার জোর সম্ভাবনা।
প্রসঙ্গত, ২০০০ সালে কেবিসি-র পথচলা শুরু হওয়ার পর থেকেই এই শো-এর মুখ হয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। শুধু মাত্র তৃতীয় সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। এবার যদি সত্যিই সলমন খান হোস্ট হন, তবে দেখতে হবে—জনপ্রিয়তার মুকুট ধরে রাখতে পারেন কি না ‘ভাইজান’!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!