
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাগপুরে ভীরা সত্যিধার স্মরণসভায় ফৈয়াজ আহমেদ ফৈজের কবিতা 'হাম দেখেঙ্গে' গাওয়াকে কেন্দ্র করে সংগঠক ও বক্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। এই ঘটনা সাংস্কৃতিক পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
১৩ মে, বিদর্ভ সাহিত্য সংঘে আয়োজিত স্মরণসভায় অভিনেতা ও রাজনৈতিক চিন্তাবিদ ভীরা সত্যিধারের স্মৃতিচারণ করতে এসেছিলেন সমাজকর্মী উত্তম জাগিরদার। অনুষ্ঠানে মুম্বইয়ের সংস্কৃতি সংগঠন সমতা কালা মঞ্চ-এর তরুণরা গেয়েছিলেন ফৈয়াজের ‘হাম দেখেঙ্গে’। মূল অভিযুক্ত হিসেবে কারও নাম এফআইআরে না থাকলেও সংগঠক ও বক্তাকে অভিযুক্ত করা হয়েছে।
নাগপুরের বাসিন্দা দত্তাত্রেয় শিরকে অভিযোগ জানান। তাঁর দাবি, “যখন ভারত পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে, তখন নাগপুরে বামপন্থীরা পাকিস্তানি কবি ফৈয়াজের কবিতা গাইছে।” শিরকে বিশেষ করে “তখ্ত হিলানে কি জ়রুরত হ্যায়” পংক্তিকে সরকার বিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।
নতুন ভারতীয় দণ্ডবিধি (BNS)-এর ১৫২ ধারা অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট ২০২২ সালে ১২৪এ ধারার (রাষ্ট্রদ্রোহ) প্রয়োগে স্থগিতাদেশ দিয়েছে, তবু নতুন আইনেও এই ধারা কার্যত বজায় রাখা হয়েছে। একইসঙ্গে ধারা ১৯৬ (সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানো) ও ৩৫৩ (জনস্বার্থে অশান্তি সৃষ্টি) ধারাও প্রয়োগ করা হয়েছে।
এই মাসেই নাগপুরে আরেকটি ঘটনায় ২৬ বছর বয়সি কেরলের সাংবাদিক রেজাজ এম. শিব সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে।
ভীরা সত্যিধার জীবদ্দশায় পুলিশের নজরে ছিলেন। ২০১৩ সালে 'কোর্ট' ছবির শ্যুটিংয়ের সময় পুলিশ তাঁকে “নাগপুরের নকশাল” হিসেবে খুঁজে বের করেছিল। মৃত্যুর আগেও RSS-এর বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বাড়ি তল্লাশি চালানো হয়।
বর্তমান সরকার যে ‘আর্বান নকশাল’ তত্ত্বকে আইনি রূপ দিতে চায়, এই ঘটনাগুলো তারই স্পষ্ট ইঙ্গিত।
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
পুরীতে হুলস্থূল, টেবিলে বসে খাওয়া হচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ! পরিবেশন করছেন খোদ সেবাইত
অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ মন্তব্য, গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, হোয়াটসঅ্যাপে পাঠাত তথ্য, জ্যোতির পর হরিয়ানাতেই গ্রেপ্তার আরও এক
'বিশ্ব সম্মান করে শুধু শক্তি ও সামর্থ্যকে', ভারতকে শক্তিশালীর করার বার্তা মোহন ভাগবতের
কার সঙ্গে কথা বলে সারাদিন? স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্ত্রী যা করলেন