বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ইডেনের বাইরে বিশাল পোস্টার, ভারতীয় সেনাদের সম্মান জানাল সিএবি

Sampurna Chakraborty | ১২ মে ২০২৫ ১৯ : ২৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান বর্তমান রাজনৈতিক সম্পর্কের জেরে আগের দিন পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। শুক্রবার রাতে এই ঘোষণা করে সিএবি। এবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সোমবার ইডেনের বাইরে টাঙানো হয় বিশাল পোস্টার। সেখানে ভারতের সশস্ত্র বাহিনীর ছবি দেওয়া। সঙ্গে জাতীয় পতাকার ছবি। পাশে লেখা, 'শক্তি, সংহতি এবং কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ। আমরা গর্বিত। আমাদের হিরোদের কুর্নিশ।' প্রথম লাইনটা বাদ দিয়ে বাকি তিনটে লাইন ভারতের পতাকার রঙে। অর্থাৎ, কমলা, সাদা এবং সবুজ রংয়ের থিম। পোস্টারে সিএবির লোগো ছাড়াও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর লোগো। সোমবারই ইডেনের বাইরে এই পোস্টার টাঙানো হয়। 

শুক্রবার পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। সিএবির একটি বিবৃতিতে বলে হয়েছিল, 'এই কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।' শুধু লিখিতভাবেই নয়, ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে সেটা প্রমাণ করল বাংলার ক্রিকেট সংস্থা। আইপিএল সাত দিন পিছিয়ে দেওয়ার পর বিসিসিআই নিজেদের বিবৃতিতেও এমনই জানিয়েছিল। প্রসঙ্গত, সোমবার মিডিয়া ব্রিফিংয়ে বিরাট কোহলির প্রসঙ্গ তুলে ধরেন ডিজিএমও রাজীব ঘাই। তিনি জানান, কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার। একটি উদাহরণ প্রসঙ্গে রাজীব ঘাই বলেন, 'দেখছিলাম বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। বেশিভাগ ভারতীয়র মতো ও আমারও প্রিয় ক্রিকেটার।' ৭০ এর অ্যাশেজ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি পেসার জেফ থমসন এবং ডেনিস লিলির কথাও উল্লেখ করেন। তাঁদের সঙ্গে ডিফেন্স সিস্টেমের তুলনা টানেন। সেই সময় অস্ট্রেলিয়ানদের মধ্যে একটি প্রবাদ চালু হয়, অ্যাশেজ টু অ্যাশেজ। বলা হত, থমসনের থেকে পার পেলেও লিলির থেকে পাবে না। ডিফেন্সের ক্ষেত্রেও ঠিক তাই। জানান, তাঁদের থেকেও কেউ পার পাবে না। 

 


Eden GardensIndian ArmyCricket Association of Bengal

নানান খবর

নানান খবর

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল

ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও 

ভারত এশিয়া কাপ বয়কট করেছে!‌ শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের 

সোশ্যাল মিডিয়া