
শুক্রবার ২৩ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে কাছাকাছি আসছে পারুল-রায়ান। ঝগড়া ভুলে এবার শুধু প্রেমে ডুব দেবে জুটিতে? নাকি ফের গণ্ডগোল বাঁধবে দু'জনের সংসারে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র শুটিং ফ্লোরে।
পারুল-রায়ানের রোম্যান্স
কলেজের অনুষ্ঠানে কেউ রায়ানকে মেরে ফেলার ছক কষেছিল। ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে সে। কিন্তু কে ঘটালো এমন বিপদ? সবার মুখ ফ্যাকাসে। থমথমে ফ্লোর। একটা পিন পড়লেও যেন শোনা যাবে! নিস্তব্ধতা ভাঙল পরিচালকের 'কাট'-এর শব্দে। লাঞ্চ ব্রেকের পর থেকেই একটানা সিন চলছে। বিকেলের ঝোড়ো হাওয়া দিতেই পরিচালকের কাছে আবদার এল, একটু বিরতির। রাজিও হলেন তিনি।
ঝোড়ো হাওয়া সঙ্গে এক কাপ গরম চা। এবার যেন টানটান উত্তেজনা কাটিয়ে শান্তির খোঁজ পেল পারুল-রায়ান ওরফে ঈশানী চট্টোপাধ্যায় ও উদয়প্রতাপ সিং। তার মাঝেই আড্ডা শুরু। কলেজ লাইফ কেমন এনজয় করছেন? জোরে হেসে উদয়ের জবাব, "খুব! যা সব ঘটছে! তাছাড়া বউয়ের সঙ্গে এক কলেজে পড়ার সৌভাগ্য ক'জনের হয়?" ঈশানীর কথায়, "বাস্তবে এমন এক্সপিরিয়েন্স না হলেও, পর্দায় অনেক বেশি কলেজ লাইফটা ভাল কাটছে।"
টিআরপির চাপ কতটা?
দর্শকের ইচ্ছাপূরণ তাহলে হচ্ছে, কাছাকাছি আসছে পারুল-রায়ান? একটু যেন লজ্জা পেয়ে ঈশানী বলেন, "হ্যাঁ, কিন্তু একেবারে ভরপুর রোম্যান্স হয়তো দেখানো হবে না। একটু একটু করে একে অপরকে ভালবাসবে। আর ওই রোমান্টিক সিন করতে গিয়ে আমাদের খুনসুটিতে মাড়ি কেটে গিয়েছে আমার। আগে টিভির পর্দায় যেমন রোমান্টিক সিন দেখতাম, তেমন নিজে করতে খুব মজা পেয়েছি। বারবার রি-টেক করতে বলছিলাম।" উদয় তো পুরো ফ্লোর মাতিয়ে রাখেন? মিচকে হেসে নায়কের জবাব, "এখানে অনেকেই আমার থেকে বয়সে ছোট হলেও, আমিই সবচেয়ে দুষ্টু। এত ঘন্টা সময় ফ্লোরে কাটাতে হয়, তাই ভাবি একটু দৌরাত্ম্য করি।" টিআরপির চাপটা কি বেড়েছে? উদয়ের কথায়, "শুরুতে একেবারেই ছিল না। তারপর দর্শকের প্রত্যাশা বাড়তে থাকল, আমরাও আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করলাম। এখনও আমাদের উপর থেকে ভরসা হারাবেন না। ঠিক আবারও দর্শকের মন ভাল করে দেব।" উদয়ের কথায় সম্মতি জানিয়ে ঈশানী বলেন, "ওঠাপড়া তো থাকবেই। তবে নায়ক-নায়িকার উপর প্রেসারটা বেশি থাকে এটা বুঝেছি। আমরা চেষ্টা করছি।"
বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?
‘ছবিতে অভিনয় করতে চাইলে বিছানায় শয্যাসঙ্গী হতে হবে…’ বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক সোফি চৌধুরী!
চুক্তিভঙ্গের জন্য চড়া মূল্য দিতে হবে— পরেশ রাওয়ালের বিরুদ্ধে হুঁশিয়ারি অক্ষয় কুমারের আইনজীবীর!
কোভিড ১৯-এর কোপ পড়ল এবার বাঙালি অভিনেত্রীর উপর! থেরাপিস্টের চরিত্রে বিদ্যা বালান?
কলম যেখানে প্রতিবাদের কবিতা, ভালবাসার ভাষা- নিজের ঘরেই জ্ঞানপীঠে সম্মানিত গুলজার
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?