
রবিবার ২৫ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: চওড়া কপাল, অল্প অল্প করে প্রশস্ত বাড়িয়ে তা ছুঁয়ে ফেলেছে মাথা। দু’পাশে মাথার চুল ছাপিয়ে গিয়েছে কাঁধ, প্রায় বুক পর্যন্ত দাড়ি-গোঁফও কাঁচাপাকা মেশানো। মুখে অজস্র বলিরেখা ছড়িয়ে চোখ কেড়ে নিচ্ছে মোটা ভুরুর নীচে জ্বলজ্বল করতে থাকা বৃদ্ধের দু’টো চোখ। নাহ বৃদ্ধ নয়। বৃদ্ধ হলেও আসলে সে তরতাজা যুবক! আরও ভাল করে বললে, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী! বাংলা সিনেমার এই পোস্টার দেখে রীতিমতো চোখ কপালে দর্শকদের। নতুন ছবি ‘বহুরূপ’-এ এভাবেই নয়া অবতারে হাজির হলেন সোহম। আর সোহমের এই অবতার নিজের হাতের ছোঁয়ায় তৈরি করেছেন বিখ্যাত রূপটানশিল্পী সোমনাথ কুন্ডু।
ছবিতে সাতটি আলাদা আলাদা লুক আছে ছবিতে সোহমের। কোনওটায় তাঁকে দেখা যাবে মাদারি-রূপে, কোনওটায় বা ছৌ নৃত্যশিল্পী হিসাবে। এই ছবিতে সোহমকে দেখানো হয়েছে মধ্যে সত্তরের এক বৃদ্ধের চরিত্রে। প্রস্থেটিক মেকআপ এই প্রথম নিলেন তিনি। আজকাল ডট ইন-কে সোহম জানালেন, পর্দায় এক অভিনেতার গল্প বলবেন তিনি।নাম তাঁর অভি। পুরো নাম অভিমুন্য। অভিনয়ের পাশাপাশি যে ছদ্মবেশ ধরতেও সিদ্ধহস্ত। নিজের হাতের রূপটানে নিমেষে পাল্টে ফেলে ভোল! এরপর সমাজের অন্যায়-অব্যবস্থার বিরুদ্ধে একহাতে যুদ্ধে নামে সে।
‘বহুরূপ’ অভিনেতার কথায়, “এ ছবি রহস্য-রোমাঞ্চ ঘরানার। আরও ভাল করে বললে, রিভেঞ্জ ড্রামা। পোস্টার মুক্তির পর যেভাবে সাড়া পেয়েছি, তাতে আমরা আশাবাদী। এককথায়, দুরন্ত অভিজ্ঞতা। একেকটা লুকের প্রস্থেটিক মেকআপ করতে সময় লাগত তিন ঘন্টার আশেপাশে। তুলতেও লাগত প্রায় দেড় ঘন্টা। কষ্টকর হলেও এককথায় অপূর্ব অভিজ্ঞতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে অসুবিধে হত আমার।”
“আমার এই লুকের সম্পূর্ণ কৃতিত্ব সোমনাথ কুন্ডুর। ওঁর কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওঁর মতো রূপটানশিল্পী বিরল। এমনও হয়েছে, একেকদিন দু থেকে তিন রকমের লুকের প্রস্থেটিক মেকআপ করতে হয়েছে। সোমনাথ কুন্ডু কিন্তু তা করেছেন। আমিও সাধ্যমতো চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। এ ছবির চিত্রনাট্য আকাশ যখন,শুনিয়েছিল সেদিন থেকেই বুঝে ছিলাম দারুণ কিছু একটা হতে চলেছে। আকাশ, আমি এবং সোমনাথ কুন্ডু-তিনজনে মিলে এ ছবির লুক নিয়ে আলোচনা করেছি। ছবির গল্পে নিজের অভিজ্ঞতা থেকে ইনপুটস দিয়েছি। বেশ খানিকটা ওজন ঝরিয়েছি আর চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করার।” সোহম আরও বলেন, “ছবির শুটিং হয়েছে দক্ষিণ ও উত্তর কলকাতা জুড়ে। বারুইপুরেও কিছুদিনের শুটিং সহয়েছে। এখনও প্রায় তিন দিনের শুট বাকি।”
আজকাল ডট ইন-কে সোমনাথ কুন্ডু বললেন, “সোহমকে চিনি বহু, বহু বছর। ওঁর সঙ্গে এ ধরনের কাজ এই প্রথম করলাম। দেখুন, একটা কথা বলি। যেকোনও রুপটানশিল্পীর কাজ চূড়ান্ত সফল তখন হয়, যখন সেই অভিনেতা তাঁর পারফরম্যান্সটাও সৎভাবে করেন। সেটা না হলে, রূপটানশিল্পীর কাজ কিন্তু পরিপূর্ণ মর্যাদা পায় না। এর আগে ‘ভিঞ্চিদা’, ‘অপরাজিত’, ‘পদাতিক’, ‘বাঘা যতীন’-এর মতো ছবিতে মুখ্যাভিনেতাদের রূপটানের ভার ছিল আমার উপর। দর্শকরা দেখেছেন, সেসব ছবিতে সেই অভিনেতাদের পারফরম্যান্স। সেসব দারুণ হয়েছিল বলেই আমার কাজটাও সার্থক। সোহমের ক্ষেত্রেও একই কথা বলব। খুব খেটেছে, ভাল পারফর্মার।”
কথাশেষে তাঁর সংযোজন, “গত ৩০ বছর ধরে রূপটানশিল্পীর কাজ করছি। ওপর বাংলায় সাকিব খানের সঙ্গেও কাজ করেছি। গত নয়-দশ বছর ধরে বাংলা ছবির জগতে প্রস্থেটিক মেকআপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজও নতুন প্রজেক্টে কাজ শুরু আগে বুক দুরুদুরু করে ওঠে। চেষ্টা করি, নিজেকে উজাড় করে দিতে। বহুরূপ-এর ক্ষেত্রেও তাই। পরিচালক প্রস্তাব দিয়েছিলেন, চিত্রনাট্য পাঠিয়েছিলেন। পড়ে ভাল লেগেছিল। তারপর স্কেচ শুরু করি, কেমন হবে বিভিন্ন চরিত্রের লুক। সেসব নিয়ে আলোচনা করে কাজ শুরু করেছিলাম। এ ছবিতে সোহমের সঙ্গে কাজ করে খুব তৃপ্ত হয়েছি। পোস্টারের ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর যেমন সাড়া পাচ্ছি, ভালই লাগছে।”
প্রসঙ্গত ‘বহুরূপ’-এ সোহমের সঙ্গে রয়েছেন ইধিকা পাল, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত, রাজু মজুমদার এবং আরও অনেকে। পরিচালনায় আকাশ মালাকার। ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট-এর প্রযোজনায় তৈরি হচ্ছে বহুরূপ। আকাশ মালাকারের লেখা গল্পে চিত্রনাট্যের রূপ দিয়েছেন নীলাদ্রি গঙ্গোপাধ্যায়।
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
সুকুমারের কবিতা, নৃশংস খুন এবং এক মায়ের লড়াই - প্রকাশ্যে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রথম ঝলক
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!