
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘটনাবহুল দিন। বুধবার মধ্যরাতে 'অপারেশন সিঁদুর' দিয়ে শুরু। যার রেশ পড়ে ইডেনে কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচে। বুধবার দুপুরে ইমেলে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সন্ধেয় ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানানো হয়। তারই মধ্যে রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। রোহিতকে ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়ক করেছিলেন সৌরভ। তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। হিটম্যানের অবসর প্রসঙ্গে কী বললেন? সৌরভ বলেন, 'এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও ভাল অধিনায়ক, দারুণ ক্রিকেটার। তবে ও জানে কখন সিদ্ধান্ত নিতে হয়।'
পহেলগাঁও জঙ্গিহানার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সমর্থন জানান। এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য প্রাক্তন বোর্ড সভাপতির। সৌরভ বলেন, 'যা করেছে ঠিক করেছে।'