
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে একাধিকবার আচরণবিধি ভাঙার কারণে এবার নিষেধাজ্ঞার মুখে পড়লেন লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠি। আইপিএল কর্তৃপক্ষের তরফে এক ম্যাচের নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি আইপিএল মরশুমে দিগ্বেশের তৃতীয়বারের লেভেল ১ ধরণের অপরাধ। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন উইকেট নেওয়ার পর অতিরিক্ত সেলিব্রেশন এবং তারপর ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দিগ্বেশ।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, আম্পায়ার এবং দুই দলের খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের কারণে দিগ্বেশ রাঠিকে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন না তিনি। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এটি ছিল চলতি মরশুমে দিগ্বেশের তৃতীয় লেভেল ১ অপরাধ।
গত ম্যাচে দুই ডিমেরিট পয়েন্ট এবং আগের তিনটি ডিমেরিট পয়েন্ট সহ এখন তাঁর মোট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে। পাঁচ ডিমেরিট পয়েন্ট হওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে’। প্রসঙ্গত, এর আগে ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক ডিমেরিট পয়েন্ট এবং ৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আরও দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন দিগ্বেশ।
অন্যদিকে, হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাকেও এই ঘটনায় জরিমানা গুনতে হয়েছে। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ‘লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের কারণে অভিষেক শর্মাকে তাঁর ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এটি ছিল তাঁর প্রথম লেভেল ১ অপরাধ (আর্টিকেল ২.৬ অনুযায়ী)। তাই তিনি এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন’।
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
ফিরছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার, বড় সেটব্যাক দিল্লির
লজ্জা মাথা হেঁট বিসিসিআইয়ের, দীর্ঘদিন রিহ্যাবের পরেও ফের চোট পেয়ে আইপিএলের বাইরে তারকা পেসার
টেস্ট থেকে অবসর নিয়ে মাঠে ফেরার জন্য তৈরি, আরসিবি ক্যাম্পে যোগ দিলেন বিরাট
কেকেআর ম্যাচের আগে কোহলিদের শিবিরে সুখবর, যোগ দিলেন দুই তারকা
ছাঁটাই বিনোদন পর্ব! সানির পরামর্শ মেনে আইপিএলে নাও থাকতে পারে ডিজে, চিয়ারলিডার