
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার অনুষ্ঠিত হতে চলেছে টি২০ মুম্বই লিগের নিলাম। আয়ূষ মাত্রে, অঙ্গকৃশ রঘুবংশী, তনুশ কোটিয়ানের মতো তরুণরা রয়েছেন নজরে। জানা গেছে, ২৮০ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে।
টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে অংশ নেবে আট দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে ২৬ মে থেকে ৮ জুন অবধি।
প্রসঙ্গত, ১৭ বছরের মাত্রে ছাড়াও অঙ্গকৃশ রঘুবংশী, কোটিয়ান, মুশির খানরা এবার আইপিএলে নজর কেড়েছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলা সিদ্ধেশ লাড, শামস মুলানিরা নিলামে বড় আকর্ষণ হতে চলেছেন। আর তাই নিলামে ক্রিকেটারদের নেওয়ার জন্য জোর লড়াই হবে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। এমনটাই মনে করা হচ্ছে।
মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অভয় হাদাপ বলেছেন, ‘মুম্বই ক্রিকেটে প্রতিভার যে অভাব নেই তা নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের দেখেই বোঝা যাচ্ছে। তরুণ ও প্রতিষ্ঠিত তারকার সুন্দর সংমিশ্রণ রয়েছে। ফলে সব ফ্রাঞ্চাইজিই ভাল দল তৈরি করতে পারবে।’
ইতিমধ্যেই দলগুলি আইকন ক্রিকেটারদের তুলে নিয়েছে। সূর্যকুমার যাদবকে নিয়েছে ট্রাম্পথ নাইটস মুম্বই নর্থ ইস্ট, অজিঙ্কা রাহানেকে নিয়েছে বান্দ্রা ব্লাস্টার্স, শ্রেয়স আইয়ারকে নিয়েছে সোবো মুম্বই ফালকনস, পৃথ্বী শাহকে নিয়েছে নর্থ মুম্বই প্যান্থার্স, শিবম দুবেকে নিয়েছে এআরসিএস আন্ধেরি, শার্দূল ঠাকুরকে নিয়েছে ঈগল টাইটান স্ট্রাইকারস, সরফরাজ খানকে নিয়েছে আকাশ টাইগারস মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস, তুষার দেশপাণ্ডেকে নিয়েছে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস।
নিলামে ক্রিকেটারদের তিনটি পুলে ভাগ করা হয়েছে। সিনিয়র ক্রিকেটার তালিকায় পড়ছেন প্রথম শ্রেণি, লিস্ট এ ও টি২০ খেলা ক্রিকেটাররা। এমার্জিং প্লেয়ার পুলে পড়ছেন মুম্বইয়ের হয়ে অন্তত তিন বছর অনূর্ধ্ব ১৯ ও ২৩ খেলা ক্রিকেটাররা। ডেভেলপমেন্ট পুল তালিকায় থাকবেন স্থানীয় প্রতিভাবান তরুণ ও ক্লাব পর্যায়ে খেলা ক্রিকেটাররা।
সিনিয়র প্লেয়ারদের বেস প্রাইস ঠিক করা হয়েছে ৫ লাখ টাকা। এমার্জিং প্লেয়ারদের ক্ষেত্রে তিন লাখ। আর ডেভেলপমেন্ট পুলের ক্ষেত্রে দুই লাখ। দলগুলি চার জন সিনিয়র ক্রিকেটার নিতে পারবে। নেওয়া যাবে ন্যূনতম পাঁচ জন করে এমার্জিং ও ডেভেলপমেন্ট ক্রিকেটার। প্রতিটি দল ১৮ জন ক্রিকেটার নিতে পারবে। আইকন ক্রিকেটাররা পাবেন ২০ লক্ষ করে।
দলগুলি খরচ করতে পারবে ন্যূনতম ৮০ লক্ষ টাকা করে। হাতে থাকবে ১ কোটি। বলা হয়েছে সেপ্টেম্বর ১, ২০০৫ এর পরে জন্মানো অন্তত দুই জন ক্রিকেটার নিতে হবে। খেলাতে হবে এক জনকে।
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
রাগে ফুঁসছেন প্রীতি, ধুয়ে দিলেন আম্পায়ারদের, সুন্দরী মালকিনের রাগের কারণ কী?
অভিনেত্রী প্রেমিকার সঙ্গে প্রথম সাক্ষাতের দিন ছিল সবথেকে অস্বস্তিকর, এক শর্তে ভেঙে যায় সম্পর্ক, এই তারকা ক্রিকেটারের প্রেম নিয়ে চর্চা হয় এখনও
জলে গেল না সাড়ে ১২ কোটি, ফিরে এলেন তারকা ক্রিকেটার, প্লে অফের আগে এক ধাক্কায় শক্তি বাড়ল বিরাটদের
বেন্ড ইট লাইক মেসি, রাজপুত্রর দুরন্ত গোল দেখে শুরু হোক দিন
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের