সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চক্রান্ত করে অশান্তি, মুর্শিদাবাদে প্রকৃত ঘটনার সত্য উদঘাটনের কাজ চলছে, জানালেন মুখ্যমন্ত্রী

Pallabi Ghosh | ০৫ মে ২০২৫ ১৫ : ৪১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ গুলি না চালালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পরের দিনের অশান্তির ঘটনা ঘটত না। ঝটিকা শহরে সোমবার মুর্শিদাবাদ জেলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

সোমবার দুপুরে একটা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সার্কিট হাউসে চলে যান। অল্প সময় সেখানে থেকে তিনি সোজা চলে আসেন বহরমপুরে প্রশাসনিক ভবনে। সেখানে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে জেলার সাংসদ-বিধায়ক এবং অন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, সুতির সাজুর মোড়ে বিএসএফ গুলি না চালালে, পরের দিনের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের হিংসা ঘটনা ঘটতো না। 

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামিকাল তিনি সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলতে যাবেন। সুতি বিডিও অফিসে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন, তাঁদের সকলের অভিযোগ তিনি শুনবেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ বলেন, 'সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে, তাদের আমরা ক্রিমিনাল বলি। কয়েকজন বহিরাগত, ধর্মের নামে বিধর্মী কথা বলে ধর্মীয় নেতা সাজছেন। যারা জেলা এবং বাংলার শত্রু, যারা দাঙ্গা লাগায় তাদের আমি মিত্র বলি না। দু-তিনটে লোক এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বড় ধর্মের নেতা।' 
 
পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 'জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। কিন্তু বিজেপি দু'জনকে সরিয়ে নিয়ে গিয়েছে বলে আমি জানতে পেরেছি।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, জোর করে এই নিয়ে যাওয়া কি অপহরণ নয়?
 
তিনি বলেন, 'সামশেরগঞ্জ এবং সুতির প্রকৃত ঘটনার সত্য উদঘাটনের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। আমি নিজে হিন্দু। আমি কেন হিন্দু-মুসলিম বা অন্য ধর্মের মধ্যে বিভেদ করব? চক্রান্ত করে কিছু লোক এসব করছে। আমি কারও বিরুদ্ধে নই, আমি চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে।' 

বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী আজ জগন্নাথ ধাম নিয়েও নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেন, 'আমি যখন দুর্গাপুজো, কালীপুজো বা দক্ষিণেশ্বর-কালীঘাটের স্কাইওয়াক করি তখন কথা ওঠে না। কিন্তু জগন্নাথ ধাম নিয়ে খুব লাগছে।' 

দিঘার জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিম কাঠ চুরির অভিযোগ নিয়ে তিনি জানান, 'পুরীর দ্বৈতাপতি অন্য জায়গা থেকে ওই কাঠ নিয়ে এসেছেন। যেখানকার কথা বলা হচ্ছে সেখান থেকে কাঠ আনা হয়নি। আর আমার বাড়িতেই চারটে নিমগাছ রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'জগন্নাথ ধাম নিয়ে এত হিংসার কী রয়েছে? আমরাও একটা জগন্নাথ ধাম করলে এত গায়ে লাগছে কেন?'
 
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থানের মতো কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়েও সোচ্চার হন। এরপরই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সুতি এলাকায় হামলাকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা করছেন দাঙ্গা, আর আমি গাল খাচ্ছি।' 

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার জন্য মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত এক সন্ন্যাসীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কারও নাম না নিয়ে তিনি বলেন, ৪৮ ঘণ্টা ওখানে আলো বন্ধ করে রাখা হয়েছিল। কী লুকোতে চাইছিলেন? হিন্দু ওই সংগঠনকে তিনি ভালবাসেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কিন্তু এখানে ব্যাপারটা আলাদা।'


CM Mamata BanerjeeMurshidabad

নানান খবর

নানান খবর

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া