
মঙ্গলবার ০৬ মে ২০২৫
কলকাতা নাইট রাইডার্স: ২০৪/৯ (অঙ্গকৃষ ৪৪, রিঙ্কু ৩৬)
দিল্লি ক্যাপিটালস: ১৯০/৯ (ডু প্লেসিস ৬২, নারিন ৩/২৯)
কলকাতা জিতল ১৪ রানে।
আজকাল ওয়েবডেস্ক: নারায়ণ, নারায়ণ। ব্যাট হাতে চটজলদি ১৬ বলে ২৭ রান। বল করতে এসে ২৯ রানে তিন-তিনটি উইকেট এবং একটি রান আউট।
সুনীল নারিন জাদুতে ম্যাচ ঘুরে গেল কলকাতার দিকে। দিল্লির দিকে প্রায় হেলে পড়া ম্যাচ এক ঝটকায় কলকাতার দিকে নিয়ে এলেন ক্যারিবিয়ান জাদুকর নারিন।
কলকাতার পাহাড় প্রমাণ ২০৪ রান তাড়া করতে নেমে একসময়ে ফ্যাফ ডু প্লেসিস, অক্ষর প্যাটেলের দৌরাত্ম্যে খুব সহজ মনে হচ্ছিল। কিন্তু সুনীল নারিন যে গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।
তিনি দক্ষিণ আফ্রিকান তারকা ডু প্লেসিস (৬২), বিপজ্জনক হয়ে ওঠা অক্ষর প্যাটেল (৪৩) ও মারকুটে স্টাবসকে (১) ফিরিয়ে দিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান নারিন। নারিন জাদুতে জয়ের স্টেশন ধীরে ধীরে দিল্লির থেকে আরও দূরে সরে যেতে থাকে। শেষ পর্যন্ত ১৪ রানে হার মানে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল কলকাতা।
কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দিল্লি জিতলে প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে যেত। কলকাতা জিতলে দৌড়ে টিকে থাকবে। এই পরিস্থিতিতে দিল্লিকে হারিয়ে কলকাতা প্লে অফের দৌড়ে টিকে রইল এখনও।
প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তুলল ২০৪ রান। যে রান তুলেছে কেকেআর, তা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালই বলা চলে। বল এখন নাইট বোলারদের কোর্টে। তাঁদের দিকেই তাকিয়ে থাকতে হবে অজিঙ্ক রাহানেকে।
এই ম্যাচে নামার আগে নাইটদের সংসারে সুখ কম। আশঙ্কাই ছিল বেশি। টানা দুটো ম্যাচ হারের পরে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটাও বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে এক পয়েন্ট পকেটে আসে কলকাতার। এদিনের ম্যাচ নাইটদের জেতা ছাড়া গত্যন্তর নেই।
নাইটদের প্রথম একাদশে আসেন অনুকূল রায়। ডাগ আউটে বসেছেন চেতন সাকারিয়া। গুরবাজ ও সুনীল নারিন ওপেনিং জুটিতে ৪৮ রান তোলেন। আফগান তারকা ২৬ রানে ফিরে যান। পরে রাহানে ও নারিন ৩৭ রান জোড়েন। ক্যারিবিয়ান নারিন ২৭ রানে ফিরে যান। অজিঙ্ক রাহানে ব্যক্তিগত ২৬ রানে আউট হন।
কেকেআরের রান তখন ৯১। ভেঙ্কটেশ আইয়ার (৭) ফের ব্যর্থ। অঙ্গকৃষ রঘুবংশীর ৪৪ রিঙ্কু সিংয়ের ৩৬ কেকেআরকে পৌঁছে দেয় ১৭৭ রানে। দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েল কেকেআর-কে নিয়ে যান ২০৩ রাবে। পাওয়েল ফিরে যাওয়ার পরের বলেই চামিরা শরীর ছুড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন অনুকূল রায়ের। স্টার্কের শেষ ওভারেই যত কাণ্ড। অজি তারকা হ্যাটট্রিক করতে না পারলেও উইকেট কিপার অভিষেক পোড়েল রান আউট করেন রাসেলকে (১৭)। শেষমেশ কেকেআর করল ৯ উইকেটে ২০৪ রান।
দিল্লি শুরুটা ভাল করতে পারেনি। দ্বিতীয় বলেই অভিষেক পোড়েলকে ডাগ আউটে ফেরান অনুকূল রায়। করুণ নায়ারও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি
দিল্লিকে। বৈভব অরোরার বলে করুণ নায়ার ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। দিল্লির রান তখন ২ উইকেটে ৪৩। লোকেশ রাহুল মাত্র ৭ রানে রান আউট হয়ে ফেরেন। ৩ উইকেটে ৬০ থেকে ডু প্লেসিস ও অক্ষর প্যাটেল দিল্লিকে পৌঁছে দেন ১৩৬ রানে। তখনই নারিন আঘাত হানেন। স্টাবস এলেন আর গেলেন নারিনের বল বুঝতে না পেরে। আশুতোষ শর্মা বিপজ্জনক হয়ে ওঠার আগেই বরুণের শিকার হন। মিচেল স্টার্ক তুলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন বরুণের বলে। দেওয়াললিখন স্পষ্ট হয়ে গিয়েছিল তখন। ভিপরাজ মরিয়া একটা চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু সমীকরণ হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। শেষমেশ দিল্লিতে বেজে উঠল করল, লড়ল, জিতল রে ধ্বনি।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর