শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: গোপাল সাহা | লেখক: AD ২৮ এপ্রিল ২০২৫ ১৬ : ৪৩Abhijit Das
গোপাল সাহা: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 'ডগ স্কোয়াড' একটি বিশেষ শাখা। যে 'ডগ স্কোয়াড'-এর সৈন্যরা (সারমেয়রা) পুলিশের সঙ্গে সমান্তরালভাবে তদন্তে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। যাদের অনুপস্থিতিতে কলকাতা পুলিশের তদন্ত একপ্রকার অসম্পূর্ণ থেকে যায়। আর তাদের জীবনধারণ অর্থাৎ লালনপালন, চিকিৎসা, খাওয়া-দাওয়া, ট্রেনিং ও খেলাধুলা-সহ একাধিক বিষয় কীভাবে পরিচর্যা হয় সেটাও যেমন বড় কৌতূহলের। তেমনই কলকাতা পুলিশের বিরাট এক দায়িত্বপূর্ণ কাজ। কারণ এই 'ডগ স্কোয়াড' যে কোনও তদন্তকে অনেক বেশি সহজ করে তোলে তাদের শ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা।
একটু দেখে নেওয়া যাক তাদের জীবন ধারণের পদ্ধতি ও প্রশিক্ষণ ব্যবস্থা-
• ডগ স্কোয়াডের সদস্যদের তিন-চার মাস বয়সে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে এবং তারপর শুরু হয় প্রশিক্ষণ।
• তদন্তের পাঁচটি বিভাগের জন্যই প্রশিক্ষণ দেওয়া হয়। সেগুলি হল, বিস্ফোরক (এক্সপ্লোসিভ), নারকটিক্স (মাদকাসক্তি), ক্রাইম ট্র্যাকার (অপরাধী শনাক্ত), সার্চ এন্ড রেসকিউ (ধ্বংসাবশেষ থেকে প্রাণের হদিস), গার্ড অ্যান্ড অ্যাসল্ট (সুরক্ষাক্ষেত্রে)। এই পাঁচটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয় সাবলীল হয়ে ওঠার জন্য।
• প্রশিক্ষণ শুরু হয় ছয় মাস বয়স থেকে। আর প্রশিক্ষণ দেওয়া হয় বিএসএফ (BSF Gwalior), কিংবা ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স (ITBP Haryana), অথবা এন ডি আর এফ (উড়িষ্যার প্রশিক্ষণ কেন্দ্র) এই সমস্ত সংগঠনের মাধ্যমে। প্রশিক্ষণ চলে কখনো ছয় মাস কিংবা নয় মাস বা এক বছর।
• ট্রেনিং থেকে ফিরে আসার পরে সারমেয়গুলিকে প্রতিনিয়ত সুস্থ থাকা এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন থাকার প্রশিক্ষণ চলে। গরমকালে মূলত প্রশিক্ষণ হওয়া এক বেলা সকালে, আর শীতকালে দু'বেলাই। এছাড়া রয়েছে সুইমিং পুল, খেলার মাঠ-সহ একাধিক ব্যবস্থা।
• প্রশিক্ষণ শেষে তারা একজন পর্যবেক্ষকের আওতায় থাকেন যার নাম হ্যান্ডলার, যিনি কনস্টেবল পদমর্যাদার। সঙ্গে একজন কখনও অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডলারও থাকেন। তাদের ওপরে থাকেন একজন সার্জেন্ট এবং পুরো টিমটিকে পরিচালনা করেন ইন্সপেক্টর পদমর্যাদার (ওসি) আধিকারিক।
• ডগ স্কোয়াডের কুকুরের সংখ্যা মোট ৪৮। তবে বর্তমানে অবসরের কারণে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৪১-এ। কুকুরগুলিকে অবসর দেওয়া হয় আট বছর বয়সের মধ্যে, এমনটাই জানিয়েছেন ডগ স্কোয়াডের অফিসার ইনচার্জ।
• এদের চিকিৎসা ও খাওয়া-দাওয়া একটা গুরুত্বপূর্ণ বিভাগ। তাদের জন্য নিয়মিত একজন ডাক্তার রয়েছেন। যিনি বিষয়টিতে প্রতিনিয়ত নজর রাখেন। এছাড়া রয়েছে তাদের থাকার জন্য উপযুক্ত ঘর, লাইট-পাখা এবং কুলিং সিস্টেম। প্রত্যেকের নিজস্ব একটি করে ঘর ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
• গরমের সময় টক দই, জলের পরিমাণটা বেশি এবং সঙ্গে ইলেকট্রোল পরিমাণ মত, মাংস ৪০০ গ্রাম পর্যন্ত। এছাড়া, সবসময় ডালিয়া, ভাত, ডাল, ডিম, বিস্কুট, শাকসবজি, ফল ইত্যাদি খাওয়ানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে গরমের সময় খাবারের পরিমাণটা কিছুটা সীমিত রাখা হয় সুস্থ রাখার কারণে।
• প্রতিদিন দুবেলা করে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয় সুস্থতা রক্ষা করার জন্য। চিকিৎসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা এবং অপারেশন থিয়েটার পর্যন্ত রাখা হয়েছে। গুরুতর আহত বা জখম বা অস্ত্রোপচারের কারণে সেই অপারেশন রুমের ব্যবহার হয়।
এছাড়াও রয়েছে তাদের ভ্যাকসিন এর ব্যবস্থা। যাতে কোনও রকম রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হতে পারে। আর তাদের শরীরের লোম সুন্দর রাখতে ও পোকামাকড় থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ওষুধ ও তেলের ব্যবহার অপরিহার্য। একই সঙ্গে তারা যে ঘরে থাকে সেই ঘরের দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিচারক রয়েছেন।
উল্লেখ্য, ডগ স্কোয়াডের সদস্যদের প্রত্যেক বছর সর্বভারতীয় স্তরে একটি প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হয়, যার নাম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (AIPDM)। সেখানে অংশগ্রহণ করে প্রতিযোগীতা জিতেছে কলকাতা পুলিশ বহুবার। সারাদেশে বিভিন্ন শাখার ডগ স্কোয়াডের সদস্যরা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে। এবার সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে।
উল্লেখযোগ্য বিষয়, কলকাতা পুলিশে এই গোয়েন্দা বিভাগের ডগ স্কোয়াডে বিভিন্ন প্রজাতির সারমেয় রয়েছে। যেমন- জিএসডি, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, ককার স্পেনিয়াল, ডোবারম্যান, বেলজিয়াম মেলিনিয়াস-সহ একাধিক বহুমূল্য প্রজাতির সারমেয়রা। যাদের ক্ষুরধার বুদ্ধি কলকাতা পুলিশকে প্রতি মুহূর্তে এবং প্রতিনিয়ত তদন্তে ও অপরাধীকে শনাক্ত করতে সহযোগিতা করে চলেছে।
নানান খবর

নানান খবর

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা