শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা মূল্যের মাদক, গ্রেপ্তার ১

Pallabi Ghosh | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় চার কোটি টাকা মূল্যের মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার চর বাবুপুর-পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। 

সেখান থেকে প্রায় সাড়ে ছ'কেজি মাদক উদ্ধার করে পুলিশ। মাদক পাচারের এই ঘটনায় সন্তু শেখ (৫০) নামে ভগবানগোলা থানার অন্তর্গত চর বিনপাড়া এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে তারা। ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে এনডিপিএস আইনের ২১(সি), ২২(সি) এবং ২৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। 

ভগবানগোলা থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে তারা গোপন সূত্রে খবর পান সন্তু শেখ নামে ওই ব্যক্তি মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। সেই অনুযায়ী পুলিশের একটি দল  চর বাবুপুর-পূর্বপাড়া এলাকায় সাদা পোশাকে অপেক্ষা করছিল। সন্তু যখন সেই এলাকায় পৌঁছয়, পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।
 
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তির কাছ থেকে ৩.২৮০কেজি হেরোইন এবং ৩.১৯০কেজি ওজনের প্রায় তিরিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৪ কোটি টাকা বলে জানা গিয়েছে। 

জেলা পুলিশের ওই আধিকারিক জানান, পার্টি ড্রাগ হিসেবে পরিচিত ইয়াবা ট্যাবলেট এখনও এই রাজ্যে তৈরি হয় না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিন রাজ্য থেকে ইয়াবা ট্যাবলেট আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। প্রাথমিক তদন্তে পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের কোনও একটি জায়গা থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করেছিল। এরপর আরও কয়েকজনের সহযোগিতায় সে এই বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের ছক কষেছিল। 

ভগবানগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে আমরা আরও জানতে পেরেছি ধৃত ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের আরও কয়েকজন মাথার যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে পুলিশ তাদের কয়েকজনের নামও জানতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশে রাজি হয়নি।'


Murshidabadcrime news

নানান খবর

নানান খবর

আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

ভুট্টা ক্ষেতে লাল ট্রলি ব্যাগ, ভিতরে ‘দলা পাকানো’ লাশ!

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া