শনিবার ০২ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জামাই সুনীল না মোহনবাগান, আইএসএল ফাইনাল নিয়ে বাবলুদা বলছেন, ভাল খেলার জিত হোক

AD | ১১ এপ্রিল ২০২৫ ২১ : ২৮Abhijit Das

সম্পূর্ণা চক্রবর্তী

রাত পোহালেই আইএসএলের মেগা ফাইনাল। প্রিয় মোহনবাগানের মুখোমুখি জামাই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ধর্মসঙ্কটে সুব্রত ভট্টাচার্য। ভারতীয় ফুটবল, আইএসএল ফাইনাল, সুনীলকে নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে খোলামেলা আড্ডায় সুব্রত ভট্টাচার্য।

প্রশ্ন: আইএসএল ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু। শনিবার খেলা দেখতে যাবেন? 

সুব্রত: না, খেলা দেখতে যাব না। আমি খেলা ছাড়ার পর খুব কম মাঠে গিয়েছি খেলা দেখতে। যেখানে বাংলার খেলোয়াড় নেই, সেই খেলা দেখতে গিয়ে লাভ কী! 

প্রশ্ন: দেশের হয়ে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচেও মাঠে যাননি, বাড়িতে একা ছিলেন..কেন? 

সুব্রত: তেমন কোনও কারণ নেই। এমনিই যাইনি। শুধু একজন সুনীল ছেত্রীকে দিয়ে তো হবে না। আগে একদিকে চুনী গোস্বামী থাকলে, অন্যদিকে বলরাম থাকত। একদিকে জার্নাল সিং থাকলে, অন্যদিকে অরুণ ঘোষ থাকত। সব জায়গাতেই ভাল খেলোয়াড়ের প্রাচুর্যতা ছিল। খেলার মধ্যে আর সেই সৌন্দর্য নেই। খেলার মধ্যে সেই সংকল্প নেই। সুনীল শেষ প্রতিভা। ও খেলা ছেড়ে দিলে, ফুটবল ক্ষতিগ্রস্ত হবে। 

প্রশ্ন: ময়দানের প্রিয় বাবলু দার মাঠে খেলা দেখতে যাওয়া নিয়ে হঠাৎ অনীহার কারণ কী? আগে একাধিকবার আপনাকে মোহনবাগান মাঠে খেলা দেখতে যেতে দেখেছি..

সুব্রত: খুব ভাল খেলা আর হয় না। না একটা সুরজিৎ সেনগুপ্ত আছে, না একটা কৃষানু দে আছে। খেলার মধ্যে যে গুণ থাকা দরকার, সেটা কতটা আছে জানি না। মোহনবাগান, ইস্টবেঙ্গল নামটার জন্য মানুষের একটা আগ্রহ আছে। কিন্তু খেলায় নৈপুণ্য নেই। গ্রামাঞ্চলে যে প্রতিভা আছে, তার অন্বেষণ হয় না। এই ধরনের প্রতিভাকে সামনে আনা হয় না। 

প্রশ্ন: আগের মোহনবাগানের সঙ্গে এখনকার মোহনবাগানের পার্থক্য কী? আইএসএলে চাকচিক্য এলেও আবেগ কি আগের তুলনায় কমে গিয়েছে?

সুব্রত: দলে একাধিক বিদেশি প্লেয়ার। আমরা কোনওদিন বিদেশি নিয়ে খেলিনি। আমরা যতদিন খেলেছি, বিদেশি প্লেয়ার ছিল না। বিদেশিদের জন্য দেশের প্লেয়ারদের মান কমে যাচ্ছে। বিদেশি এসে দেশের খেলাকে সমৃদ্ধ করবে, এটা হতে পারে না। ব্রাজিলে বেশি ব্রাজিলের প্লেয়ার। আমাদের এখানে কোথায়? একটা ছেলে আছে, সুনীল ছেত্রী। আর কোনও প্লেয়ার নেই, যার নাম একবারে বলা যায়। এই ফুটবলের বিশ্লেষণ তাৎক্ষণিকভাবে করা যায়। দেখলাম, বললাম, ঠিক আছে। কিন্তু এদের খেলা কেউ মনে রাখতে পারবে না। একটা সুরজিৎ সেনগুপ্ত, চুনী গোস্বামী বা একটা পরমল দে কোথায়! পাঁচের দশকে সনৎ শেঠ, কেষ্ট পালের মতো অলিম্পিয়ানরা ছিল। এরা মোহনবাগান-ইস্টবেঙ্গলকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছিল। প্রত্যেক অধ্যায় এমন কিছু খেলোয়াড় এসেছে। কিন্তু আজকে কোথায়? মানুষের ফুটবলের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। 

প্রশ্ন: এমন পরিস্থিতির সুরাহা কি? 

সুব্রত: পাঁচের দশকে ২৪ পরগনা থেকে মহাবীর প্রসাদ, কেষ্ট পালের মতো দু'জন অলিম্পিয়ান ছিল। তাঁদের দেখাদেখি অনেক খেলোয়াড় এসেছিল। যেমন প্রশান্ত মিত্তির, অশোক ব্যানার্জি। তাঁদের আদর্শ মেনে অনেকে ফুটবলে আসত। প্রতিভাবান ফুটবলার খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের উচিত কয়েকজন কোচ বেছে নিয়ে তাঁদের হাতে ফুটবলার তুলে আনার কাজ সঁপে দেওয়া। আমি আগেও একবার বলেছিলাম, জেলা থেকে খেলোয়াড় তুলে আনতে হবে। কয়েকজন কোচ রাখতে হবে, যাঁরা ফুটবলার বেছে নেবে। যেখানে কোনও পক্ষপাতিত্ব থাকবে না। আগে যাঁরা অলিম্পিক খেলেছেন, তাঁদের মধ্যে অধিকাংশ ছোট জায়গা থেকেই বড় জায়গায় এসেছে। সেই আগ্রহ, প্রচেষ্টা আর নেই।

প্রশ্ন: মোহনবাগানকে সমর্থন করবেন? না জামাইকে? কে জিতলে বেশি খুশি হবেন? 

সুব্রত: খেলা ছেড়ে দেওয়ার পর সেইভাবে আমি মনে প্রাণে কাউকে সমর্থন করিনি। কেউ লিখতে বললে তখন দেখতে হয়। যে ভাল খেলবে, সেই দলকে সাপোর্ট করব। আর সেইভাবে কোনও দলকে সমর্থন করা যায় না। কলকাতা ফুটবলে আমার থেকে বেশি ম্যাচ কেউ খেলেনি। নতুন করে কিছু করার, দেখার আর ইচ্ছে নেই। মোহনবাগান ভাল খেললে ভাল। জিতলে ভাল। হারলেও ঠিক আছে। খেলায় হার-জিত আছে। খুশি হওয়ার কোনও প্রশ্ন নেই। যে ভাল খেলবে, সে জিতবে। সুনীল যদি ভাল খেলে জিতবে। 

প্রশ্ন: আপনার কোচিংয়ে ফুটবলে হাতেখড়ি। ছোট্ট সুনীল থেকে 'দ্য সুনীল ছেত্রী' হয়ে ওঠা..তখন কি বুঝেছিলেন এই ছেলেটাই একদিন ভারতীয় ফুটবল কাঁপাবে? 

সুব্রত: সুনীলকে আমিই তুলে এনেছি। ও আমার কোচিংয়েই‌ মোহনবাগানে এসেছে। আমি ওর খেলা জানি। ওর খেলার গুণমান আমার জানা আছে। একদিন প্র্যাকটিসে ওকে দেখে কর্তাদের বলেছিলাম, ছেলেটা ভাল, একে নিয়ে নাও। ধীরে ধীরে ও নিজের সাধনায়, নিষ্ঠায়, অধ্যাবসায় এই জায়গায় এসেছে। যাঁদের অধ্যাবসা, সাধনার মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, চেষ্টা আছে, তাঁরা বড় হবেই। সুনীলকে আমি প্রথমদিন থেকেই দেখছি। ওর মধ্যে যে নিষ্ঠা, অধ্যাবসা, ভাবনা আছে, সেটা ওকে প্রতিষ্ঠা দিয়েছে। 

প্রশ্ন: অবসর ভেঙে জামাইয়ের ফেরা কি সমর্থন করছেন?

সুব্রত: নিশ্চয়ই। ও যদি চায়, আরও কয়েকবছর খেলতে পারে। অবসর ভেঙে ফিরে এসে ভাল করেছে। এত তাড়াতাড়ি ছাড়বে কেন? চলচ্চিত্র জগতেই হোক, বা অন্য কোনও ক্ষেত্রে, যদি ক্ষমতা থাকে, খেলা চালিয়ে যেতে পারে। রেকর্ড থাকা ভাল। আমি অবসর নেওয়া সমর্থন করি না। ওর অবসর নেওয়া নিয়ে আমার সমর্থন ছিল না। আমি নিজে ১৯৯১ সালে অবসর নিই। আমি নিতে চাইনি। বলা হয়েছিল, যে ফর্মে ছিলাম, সেটা থাকতে থাকতে ছেড়ে দিতে। আজকে সুনীল ছাড়া ভারতীয় ফুটবল চলবে না। তাই খেলা ছাড়বে কেন? ক্লাব পর্যায় খেলা অনেক কঠিন। কারণ, হাজার হাজার, লক্ষ লক্ষ জনতা ক্লাবকে সমর্থন করে। ভারতীয় দল হেরে গেলেও কেউ কিছু বলে না। ক্লাব পর্যায় হারলে অশ্লীল কথা শুনতে হয়। যতদিন বুঝবে পারফরম্যান্স ধরে রাখতে পারবে, ততদিন খেলুক।

প্রশ্ন: সুনীলের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন? প্রাক্তন কোচ-ফুটবলারের না শ্বশুর-জামাইয়ের? 

সুব্রত: আমাদের সম্পর্ক ঠিক সেরকম না। আমাদের কথাবার্তা মূলত খেলাধুলো নিয়েই হয়। বিশেষ করে ফুটবল নিয়ে। কলকাতায় খেলতে এলেই বাড়িতে আসে। আমার মেয়েও আসে। আমরা কিছুটা পারিবারিক সময় কাটানোর সুযোগ পাই। 

প্রশ্ন: এতদিনে কেন কোনও স্ট্রাইকার তৈরি হল না, অবসর ভেঙে সুনীলের ফেরা কি ভারতীয় ফুটবলের ব্যর্থতা আরও প্রকট করছে? 

সুব্রত: ব্যর্থতা বলব না। আমি তেমন মনে করি না। সুনীল ফিরতেই পারে। ওর এখনও খেলার মতো যোগ্যতা, ক্ষমতা আছে। স্ট্রাইকার তৈরি করার দায়িত্ব ক্লাবের। ক্লাব কেন করতে পারছে না। এখনকার কর্তাদের প্লেয়ার চেনার, তৈরি করার ক্ষমতা নেই। যা ধীরেন দের ছিল। 

প্রশ্ন: ১১ বছর ধরে আইএসএল চলছে। তা সত্ত্বেও দেশীয় স্ট্রাইকার তৈরি হচ্ছে না। আদৌ কি আইএসএলে ভারতীয় ফুটবল উপকৃত হচ্ছে? 

সুব্রত: আমাদের ফুটবল বর্তমানে যে জায়গায় আছে, সেখানে আইএসএল সামঞ্জস্য নয়। এইভাবে ফুটবলের উন্নতি হবে না। কলকাতার নিজস্ব যে কলকাতা লিগ, তারই কোনও গুরুত্ব নেই। 

প্রশ্ন: আগের বছর ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল মোহনবাগান, এবারের দলটার মধ্যে কি চ্যাম্পিয়ন হওয়ার রসদ আছে?

সুব্রত: আমি এবার খুব বেশি খেলা দেখিনি। তবে মোহনবাগান একটা ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশেষ করে ঘরের মাঠে।  সমর্থকদের সামনে খেলা। অবশ্যই কিছুটা এগিয়ে থেকে শুরু করবে।


নানান খবর

বাথরুমে কাঁদতে দেখেন তারকা ক্রিকেটারকে, ২০১৯ বিশ্বকাপের অজানা গল্প শোনালেন চাহাল

কেন রেগে গেলেন রুট!‌ এমন কি বলেছিলেন প্রসিধ জেনে নিন 

শেষ হল ১০ বছরের যাত্রা, টটেনহ্যাম ছাড়ছেন সন হিউং মিন, এবার চললেন কোথায়? এল বড় আপডেট

ওভালে বারবার আম্পায়ারের সঙ্গে বিতর্ক, ধর্মসেনার কথায় কর্ণপাতই করলেন না ইংরেজ অধিনায়ক

দু’‌দিনে পড়ল ২১ উইকেট, জমে গেল ওভাল টেস্ট 

সিরাজ ও কৃষ্ণার আগুনে বোলিংয়ে ওভাল টেস্টে কামব্যাক করল ভারত 

ইস্টবেঙ্গল সম্মান দিতে জানে, জানালেন ক্রীড়ামন্ত্রী, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কী বললেন শ্রীজেশ?

ভারতে আসছেন মেসি, এবার ক্রিকেট খেলবেন ধোনি, বিরাটের সঙ্গে?‌

ইস্টবেঙ্গলের ডার্বি জয়ী দলকে সংবর্ধনা, ‘‌পরিবর্তনের বছর’‌ লাল হলুদ মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার অস্কারের

পঞ্চম টেস্টেও নেই কুলদীপ, তাঁকে কি এই ভারতের দরকার নেই! সৌরভ কী বললেন?

নতুন জার্সিতে লিস্টন‌ ম্যাজিক, ডুরান্ডের অভিষেকেই মিনি ডার্বি জয় দশজনের মোহনবাগানের

নতুন জার্সিতে লিস্টন‌ ম্যাজিক, ডুরান্ডের শুরুতেই মিনি ডার্বি জয় দশজনের মোহনবাগানের

ওভালে ব্যাট করতে নেমেই ইতিহাস গড়লেন শুভমান গিল, ভাঙলেন ৪৭ বছরের পুরনো এই রেকর্ড

'তোমাকে বরখাস্ত করা হোক', গিলের দুর্ভাগ্যের জন্য শাস্ত্রীকে দায়ী করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক

'রাজনন্দিনী'র আসল পরিচয় সামনে এল! 'আর্য' বিবাহিত জানার পরে কী করবে এবার 'অপর্ণা'? 

বিহারের ভোটার তালিকায় থেকে বাদ খোদ বিরোধী দলনেতার নাম! চাঞ্চল্যকর দাবি তেজস্বী যাদবের

কেন দেখা যায় পা, কারণ জানলে হেসে গড়াগড়ি খাবেন

মহাকুম্ভের সময় নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা কেন ঘটেছিল? সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী

চিরতরে নির্মূল হবে ডাউন সিনড্রোম! ‘অতিরিক্ত’ ক্রোমোজোমই বাদ দেওয়ার পথে বিজ্ঞান, নতুন গবেষণায় তোলপাড়

জিমে ওয়ার্কআউটয়ের পর মেঝেতে লুটিয়ে পড়লেন যুবক, শেষ পরিণতি ভয়ঙ্কর! দেখুন ভিডিও

পিপিএফ নাকি এসআইপি, কোনটি আপনার কাছে বেশি লাভজনক হতে পারে, দেখে নিন বিস্তারিত

৪২-এ কীভাবে মা হবেন ক্যাটরিনা? বেছে নেবেন আইভিএফ পদ্ধতি! নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই জল্পনা নেটপাড়ায়

ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে চড় খেয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ ছেলে! চাঞ্চল্যকর দাবি পরিবারের

গোলাপী জলে জলকেলি! তবে নামতে গেলেই সাবধান

অন্যের শুক্রাণুতে মা হলেন পতিব্রতা স্ত্রী! হাসপাতালে কী এমন ঘটল? দিশেহারা স্বামী

বাইকের পিছনে আচমকাই ফোঁস ফোঁস, কর্ণপাতই করলেন না চালক, বিরাট পাইথনকে দেখেই যা ঘটল, রইল ভিডিও

ভারতীয় অর্থনীতি কি সত্যিই ‘মৃত’?

মৃত মা'কে জড়িয়ে ধরতে অভাবনীয় কাজ করল শিশু! নেট পাড়ায় কাঁদিয়ে ছাড়ল লক্ষ মানুষকে

২০০৩-এ চাওয়া হয়নি নাগরিকত্বের প্রমাণ: নির্বাচন কমিশনের সাম্প্রতিক দাবি ঘিরে প্রশ্নের ঝড়

জাতীয় পুরস্কার হাতে পেয়ে আবেগে ভাসলেন করণ জোহর, সেরা অভিনেত্রীর সম্মান কাকে উৎসর্গ করলেন রানি?

জেগে উঠল আগ্নেয়গিরি, মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার কথা, এবার কী তাহলে...

৩০ বছর আগের ভ্রূণ থেকে জন্ম নিল শিশুপুত্র! যুগান্তকারী ঘটনায় তোলপাড় বিজ্ঞানীমহল

কবে বিয়ের পিঁড়িতে বসছেন প্রেরণা দাস? প্রেমিককে সামনে এনে কোন সুখবর দিলেন? 

হাসির স্বাধীনতা খোয়া গেছে! ভারতীয় সমাজে নিঃশব্দে মরছে রসবোধ

কোন্নগরের তৃণমূল নেতা খুনের কিনারা করল পুলিশ, গ্রেপ্তার চার দুষ্কৃতী

কড়া ডায়েট, ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কমবে না ওজন! সকালের এই সব অভ্যাসেই লুকিয়ে মেদ ঝরানোর সিক্রেট

লিভারের জন্য আশীর্বাদ স্বরূপ, রোজ খেলে দূরে থাকে হৃদরোগ! বিদেশি এই ফলের জাদুতেই ঠিকরে বেরবে ত্বক-চুলের জেল্লা

খাস কলকাতায় ভয়াবহ ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন জমিদার বাড়ি, এলাকায় তুমল চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়া